Thibaut Courtois-Mishel Gerzig: বান্ধবী মিশেলকে বিয়ের প্রস্তাব থিবো কুর্তোয়ার, দেখুন ছবি

রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা থিবো কুর্তোয়া (Thibaut Courtois) বান্ধবী মিশেল গার্জিককে (Mishel Gerzig) এ বার বিয়ের প্রস্তাব দিলেন। এক বিলাসবহুল ইয়টে একেবারে রোমান্টিক স্টাইলে মিশেলকে প্রপোজ করলেন থিবো। হাঁটু মুড়ে বসে বান্ধবীকে আংটি পরিয়ে দেন থিবো। দেখে নিন সেই ছবি...

| Edited By: | Updated on: Jun 06, 2022 | 7:00 AM
ইজরায়েলি তারকা মডেল মিশেল গার্জিককে (Mishel Gerzig)  বিয়ের প্রস্তাব দিলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা থিবো কুর্তোয়া (Thibaut Courtois)।

ইজরায়েলি তারকা মডেল মিশেল গার্জিককে (Mishel Gerzig) বিয়ের প্রস্তাব দিলেন রিয়াল মাদ্রিদের (Real Madrid) তারকা থিবো কুর্তোয়া (Thibaut Courtois)।

1 / 4
এক বিলাসবহুল ইয়টে একেবারে রোমান্টিক স্টাইলে মিশেলকে প্রপোজ করলেন থিবো। হাঁটু মুড়ে বসে বান্ধবীকে আংটি পরিয়ে দেন থিবো।

এক বিলাসবহুল ইয়টে একেবারে রোমান্টিক স্টাইলে মিশেলকে প্রপোজ করলেন থিবো। হাঁটু মুড়ে বসে বান্ধবীকে আংটি পরিয়ে দেন থিবো।

2 / 4
থিবোর বিয়ের প্রস্তাবে মিশেল জানান, 'তোমার সঙ্গে সারাজীবন থাকার জন্য হ্যাঁ।'

থিবোর বিয়ের প্রস্তাবে মিশেল জানান, 'তোমার সঙ্গে সারাজীবন থাকার জন্য হ্যাঁ।'

3 / 4
গতকালই জন্মদিন ছিল মিশেলের। এই ছবি পোস্ট করে থিবো ইন্সটাগ্রামে লেখেন, 'আমার ভবিষ্যতের স্ত্রীকে, আমার এক নম্বর সমর্থককে, যে ব্যক্তি আমাকে প্রতিদিন হাসায় এবং বিশেষ করে বাচ্চাদের জন্য এই আশ্চর্যজনক মাকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমাদের জন্য যা করো তার জন্য আমি তোমাকে ঠিকমতো ধন্যবাদ দিতে পারি না! শুভ জন্মদিন। আমি তোমাকে ভালোবাসি।'

গতকালই জন্মদিন ছিল মিশেলের। এই ছবি পোস্ট করে থিবো ইন্সটাগ্রামে লেখেন, 'আমার ভবিষ্যতের স্ত্রীকে, আমার এক নম্বর সমর্থককে, যে ব্যক্তি আমাকে প্রতিদিন হাসায় এবং বিশেষ করে বাচ্চাদের জন্য এই আশ্চর্যজনক মাকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমাদের জন্য যা করো তার জন্য আমি তোমাকে ঠিকমতো ধন্যবাদ দিতে পারি না! শুভ জন্মদিন। আমি তোমাকে ভালোবাসি।'

4 / 4
Follow Us: