AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gangubai Kathiawadi: কোনও কাল্পনিক ছবি নয়, ‘গাঙ্গুবাই…’-এর চরিত্ররা বাস্তব জীবনে কেমন দেখতে ছিলেন?

Bollywood: বাস্তব জীবনে কেমন ছিলেন তাঁরা? কেমন দেখতে ছিলেন? সত্যিই কি চেহারায় মিল ছিল ছবির সঙ্গে?

| Edited By: | Updated on: Aug 20, 2022 | 8:31 PM
Share
হুসেন জাইদির বই 'মাফিয়া কুইনস অব মুম্বই'-এর উপর ভিত্তি করে সঞ্জয় লীলা ভন্সালী বানিয়েছিলেন 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। গাঙ্গুবাইক ফিকশন ছিলেন না, ছিলেন রক্তমাংসে  মানুষ। আর শুধু গাঙ্গুবাই-ই বা কেন ছবি ও বইতে উপস্থিত একাধিক চরিত্রের বাস্তবে উপস্থিতি ছিল। বাস্তব জীবনে কেমন ছিলেন তাঁরা? কেমন দেখতে ছিলেন? সত্যিই কি চেহারায় মিল ছিল ছবির সঙ্গে?

হুসেন জাইদির বই 'মাফিয়া কুইনস অব মুম্বই'-এর উপর ভিত্তি করে সঞ্জয় লীলা ভন্সালী বানিয়েছিলেন 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'। গাঙ্গুবাইক ফিকশন ছিলেন না, ছিলেন রক্তমাংসে মানুষ। আর শুধু গাঙ্গুবাই-ই বা কেন ছবি ও বইতে উপস্থিত একাধিক চরিত্রের বাস্তবে উপস্থিতি ছিল। বাস্তব জীবনে কেমন ছিলেন তাঁরা? কেমন দেখতে ছিলেন? সত্যিই কি চেহারায় মিল ছিল ছবির সঙ্গে?

1 / 5
যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। ছবির প্রতিটি ফ্রেমে ফুটিয়ে তুলেছিলেন গাঙ্গুর কষ্ট, ফুটিয়ে তুলেছিলেন তাঁর আক্ষেপ, যন্ত্রণার কথা। বাস্তব জীবনেও তো কম কষ্ট সহ্য করতে হয়নি গাঙ্গুবাইকে। প্রেমিককে বিশ্বাস করে ঠকেছিলেন তিনি। তাঁর ছবি খুব একটা পাওয়া যায় না। তবুও অনেকেই মনে করেন অসাধারণ সুন্দরী ছিলেন তিনি।

যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। ছবির প্রতিটি ফ্রেমে ফুটিয়ে তুলেছিলেন গাঙ্গুর কষ্ট, ফুটিয়ে তুলেছিলেন তাঁর আক্ষেপ, যন্ত্রণার কথা। বাস্তব জীবনেও তো কম কষ্ট সহ্য করতে হয়নি গাঙ্গুবাইকে। প্রেমিককে বিশ্বাস করে ঠকেছিলেন তিনি। তাঁর ছবি খুব একটা পাওয়া যায় না। তবুও অনেকেই মনে করেন অসাধারণ সুন্দরী ছিলেন তিনি।

2 / 5
গ্যাংস্টার করিম লালা ৬০-এর দশকে মুম্বইয়ে রাজত্ব করতেন। তিনি ছিলেন গাঙ্গুবাইয়ের 'রাখী ভাই'। অসম্ভব স্নেহ করতেন গাঙ্গুকে। তাঁর চরিত্রই সিনেমায় ফুটিয়ে তুলেছেন অজয় দেবগণ।

গ্যাংস্টার করিম লালা ৬০-এর দশকে মুম্বইয়ে রাজত্ব করতেন। তিনি ছিলেন গাঙ্গুবাইয়ের 'রাখী ভাই'। অসম্ভব স্নেহ করতেন গাঙ্গুকে। তাঁর চরিত্রই সিনেমায় ফুটিয়ে তুলেছেন অজয় দেবগণ।

3 / 5
তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সঙ্গে দেখা করেছিলেন গাঙ্গুবাই। ছবিতে দেখানো হয়েছে সেই চরিত্রও। দেখুন তো ঠিকমতো ফুটে উঠেছে কিনা।

তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সঙ্গে দেখা করেছিলেন গাঙ্গুবাই। ছবিতে দেখানো হয়েছে সেই চরিত্রও। দেখুন তো ঠিকমতো ফুটে উঠেছে কিনা।

4 / 5
সাংবাদিক-লেখক হুসেন জাইদির বইকে কেন্দ্র করেই ছবিটি তৈরি হয়েছিল। অনেকেই মনে করেন ছবিতে ফারজিভাইয়ে চরিত্রটি আদপে হুসেনই। অনস্ক্রিন ওই চরিত্রে অভিনয় করেছেন জিম সর্ব।

সাংবাদিক-লেখক হুসেন জাইদির বইকে কেন্দ্র করেই ছবিটি তৈরি হয়েছিল। অনেকেই মনে করেন ছবিতে ফারজিভাইয়ে চরিত্রটি আদপে হুসেনই। অনস্ক্রিন ওই চরিত্রে অভিনয় করেছেন জিম সর্ব।

5 / 5