AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Laver Cup 2022: টেনিস কোর্টে চার মহারথী, অনুশীলনেই দর্শকদের মাতিয়ে দিলেন রাফা-রজাররা

| Edited By: | Updated on: Sep 23, 2022 | 1:52 PM
Share
রজার ফেডেরারের শেষ টুর্নামেন্টের সাক্ষী থাকতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন টেনিসপ্রেমীরা। আজই কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন সুইস মহাতারকা। প্রতিযোগিতামূলক ম্যাচে শেষবারের জন্য কোর্টে বিচরণ করবেন তিনি। (ছবি:টুইটার)

রজার ফেডেরারের শেষ টুর্নামেন্টের সাক্ষী থাকতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন টেনিসপ্রেমীরা। আজই কেরিয়ারের শেষ ম্যাচ খেলবেন সুইস মহাতারকা। প্রতিযোগিতামূলক ম্যাচে শেষবারের জন্য কোর্টে বিচরণ করবেন তিনি। (ছবি:টুইটার)

1 / 5
তার আগেই লন্ডনের ০২ এরিনায় দর্শকদের মাতিয়ে দিলেন টেনিস বিশ্বের বিগ ফোর। ফেডেরারদের অনুশীলন দেখার জন্য এরিনার দরজা খুলে দেওয়া হয়েছিল সাধারণের জন্য। দর্শকদের উপস্থিতিতে নিজেদের মধ্যে ডাবলস ম্যাচ খেললেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ড মারে। (ছবি:টুইটার)

তার আগেই লন্ডনের ০২ এরিনায় দর্শকদের মাতিয়ে দিলেন টেনিস বিশ্বের বিগ ফোর। ফেডেরারদের অনুশীলন দেখার জন্য এরিনার দরজা খুলে দেওয়া হয়েছিল সাধারণের জন্য। দর্শকদের উপস্থিতিতে নিজেদের মধ্যে ডাবলস ম্যাচ খেললেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ড মারে। (ছবি:টুইটার)

2 / 5
চারজনই একে অপরের বিরুদ্ধে দুই দশক ধরে কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন। ফেডেরারের বিদায়ী টুর্নামেন্টে চারজন টিম ইউরোপের হয়ে খেলবেন। লেভার কাপের ইতিহাসে যা প্রথম। (ছবি:টুইটার)

চারজনই একে অপরের বিরুদ্ধে দুই দশক ধরে কোর্টে প্রতিদ্বন্দ্বিতা করে এসেছেন। ফেডেরারের বিদায়ী টুর্নামেন্টে চারজন টিম ইউরোপের হয়ে খেলবেন। লেভার কাপের ইতিহাসে যা প্রথম। (ছবি:টুইটার)

3 / 5
দর্শকদের ভিড়, করতালির আওয়াজ দেখে বোঝা দায় যে নাদালরা অনুশীলন করছেন। টেনিস বিশ্বের মহারথীরা একে একে কোর্টে প্রবেশ করতেই হাততালির ঝড় বয়ে যায়।(ছবি:টুইটার)

দর্শকদের ভিড়, করতালির আওয়াজ দেখে বোঝা দায় যে নাদালরা অনুশীলন করছেন। টেনিস বিশ্বের মহারথীরা একে একে কোর্টে প্রবেশ করতেই হাততালির ঝড় বয়ে যায়।(ছবি:টুইটার)

4 / 5
অনুশীলনের পর চারজনে মিলে ফোটোসেশন করেন। ক্যামেরায় হাসিমুখে পোজ দেন ফেডেরার-নাদাল জুটি।

অনুশীলনের পর চারজনে মিলে ফোটোসেশন করেন। ক্যামেরায় হাসিমুখে পোজ দেন ফেডেরার-নাদাল জুটি।

5 / 5