তার আগেই লন্ডনের ০২ এরিনায় দর্শকদের মাতিয়ে দিলেন টেনিস বিশ্বের বিগ ফোর। ফেডেরারদের অনুশীলন দেখার জন্য এরিনার দরজা খুলে দেওয়া হয়েছিল সাধারণের জন্য। দর্শকদের উপস্থিতিতে নিজেদের মধ্যে ডাবলস ম্যাচ খেললেন রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ এবং অ্যান্ড মারে। (ছবি:টুইটার)