রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০- রয়্যাল এনফিল্ড সংস্থার এই বাইক কোম্পানির বেস্ট সেলার হওয়ার পাশাপাশি ২০২১ সালে অর্থাৎ চলতি বছর সবচেয়ে বেশিবার সার্চ হওয়া বাইকের খেতাবও জিতে নিয়েছে।
ইয়ামাহা এমটি ১৫- চলতি বছর অর্থাৎ ২০২১ সালে দ্বিতীয় মোস্ট সার্চড মোটোরসাইকেল হল ইয়ামাহা এমটি ১৫।
কেটিএম আরসি ৩৯০- মাসে গড়ে এক লক্ষের থেকে কিছু বেশিবার সার্চ করা হয়েছে এই বাইকের ব্যাপারে। এবছর অস্টড়িয়ান কোম্পানির এই বাইকের নতুন ভার্সান ভারতে লঞ্চ হয়েছে। তরুণ এবং নবীন প্রজন্মের কাছে এই বাই বরাবরই প্রিয়।
২০২১ সালের ফোর্থ মোস্ট সার্চড মোটরসাইকেলের খেতাব জিতে নিয়েছে বাজাজ অটোর জনপ্রিয় মডেল বাজাজ পালসার ১২৫।
ইয়ামাহা আর ১৫- ২০২১ সালের মোস্ট সার্চড বাইকের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইয়ামাহার YZF-R15 বাইক। নতুন ও আধুনিক ডিজাইনে লঞ্চ হয়েছে এই বাইক।
রয়্যাল এনফিল্ড হিমালয়ান- পালসার ১২৫ এবং ইয়ামাহা আরটি ১৫- বাইকের মতো এবছর ইন্টারনেটে সার্চ করা হয়েছে রিয়াল এনফিল্ড হিমালয়ান বাইকের প্রসঙ্গে।
কেটিএম আরসি ২০০- এবছর অর্থাৎ '২১ সালেই কেটিএমের এই মডেল ভারতে লঞ্চ হয়েছে, মোস্ট সার্চড বাইকের তালিকায় রয়েছে এই মডেলও।
সুজুকি হায়াবুসা- এই স্পোর্টস বাইকের চাহিদা ভারতের বাইকপ্রেমীদের কাছে চিরকালই তুঙ্গে। মাসে তিন লক্ষের বেশি বার গুগল সার্চ করা হয়েছে এই বাইকের ব্যাপারে।
হিরো স্প্লেন্ডার প্লাস- ২০২১ সালে গুগলে মোস্ট সার্চড মোটরসাইকেলের তালিকায় প্রথম ১০- এর মধ্যেই রয়েছে হিরো কোম্পানির এই বাইক।