Relationship Controversy: বিয়ের ৫ দিন আগে ফাঁস চরিত্রে দোষ, নইলে সলমন এতদিনে ঘুচিয়ে ফেলতেন আইবুড়ো তকমা
Salman Khan: একটা বিষয় নেটিজ়েনদের কাছে স্পষ্ট যে একাধিক নারী সঙ্গ থাকার ফলেই সলমন আজও আইবুড়ো। বিয়ের ফাঁদে তিনি আর পা বাড়াননি।
May 24, 2022 | 1:15 PM
কেবল কড়া ডায়েট ফলো করেই ইতি টানা ফিটনেসে, এমনটা নয়, সলমন খানকে মাঝে মধ্যেই দেখা যায় রাস্তায় সাইকেল চালাতে।
কার্ড ছাপা হয়ে গিয়েছিল, সব কিছু ঠিকঠাক। পাত্রীর নাম সঙ্গীতা বিজলানি। তবে কেন সেই বিয়ে পাঁচ দিন আগে বাতিল হয়ে গেল! সলমনই কি কারণ। উত্তর অবশ্যই হ্যাঁ।
সলমন খান বিগ বসের সঞ্চালনা করেন। সেখানেই তিনি এপিসোড পিছু ২০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই কাহিনি। তারপর আর বিয়ের সিদ্ধান্ত নেননি তিনি। ঐশ্বর্যের সঙ্গে সম্পর্কে থাকলে ঠিক কী হত, তা নিশ্চিত নয়।
একটা বিষয় নেটিজ়েনদের কাছে স্পষ্ট যে একাধিক নারী সঙ্গ থাকার ফলেই সলমন আজও আইবুড়ো। বিয়ের ফাঁদে তিনি আর পা বাড়াননি।