Sara Ali Khan: সারার কাশ্মীর ভ্রমণ, সেখানে কার সব খাবার খেয়ে নিলেন তিনি?

Sara Ali Khan: কাশ্মীরের শেষনাগ লেকে অনেকটা সময় কাটিয়েছেন সারা। দিন এবং রাতের কাশ্মীরের রূপ একেবারে আলাদা। দুটোই এনজয় করার মতো। সেই সুযোগ হাতছাড়া করতে চান না অভিনেত্রী।

| Edited By: | Updated on: Sep 19, 2021 | 8:58 PM
তাঁর যেন পায়ের তলায় সর্ষে। বেড়াতে যেতে খুব ভালবাসেন তিনি। অর্থাৎ বলিউড অভিনেত্রী সারা আলি খান। সদ্য কাশ্মীর ভ্রমণের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

তাঁর যেন পায়ের তলায় সর্ষে। বেড়াতে যেতে খুব ভালবাসেন তিনি। অর্থাৎ বলিউড অভিনেত্রী সারা আলি খান। সদ্য কাশ্মীর ভ্রমণের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

1 / 7
কাশ্মীরের শেষনাগ লেকে অনেকটা সময় কাটিয়েছেন সারা। দিন এবং রাতের কাশ্মীরের রূপ একেবারে আলাদা। দুটোই এনজয় করার মতো। সেই সুযোগ হাতছাড়া করতে চান না অভিনেত্রী।

কাশ্মীরের শেষনাগ লেকে অনেকটা সময় কাটিয়েছেন সারা। দিন এবং রাতের কাশ্মীরের রূপ একেবারে আলাদা। দুটোই এনজয় করার মতো। সেই সুযোগ হাতছাড়া করতে চান না অভিনেত্রী।

2 / 7
লেকের ধারে বসে রীতিমতো পিকনিক করেছেন সারা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরা। কোনও শুটিংয়ের কাজে গিয়েছেন নাকি নিছকই বেড়ানো, তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। বন্ধুদের সব খাবার খেয়ে নিয়েছেন বলে প্রকাশ্যেই ক্ষমাও চেয়ে নিয়েছেন নায়িকা।

লেকের ধারে বসে রীতিমতো পিকনিক করেছেন সারা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধুরা। কোনও শুটিংয়ের কাজে গিয়েছেন নাকি নিছকই বেড়ানো, তা অবশ্য খোলসা করেননি অভিনেত্রী। বন্ধুদের সব খাবার খেয়ে নিয়েছেন বলে প্রকাশ্যেই ক্ষমাও চেয়ে নিয়েছেন নায়িকা।

3 / 7
এর আগেই লাদাখ বেড়াতে গিয়েছিলেন সারা। সেখানে তাঁর সঙ্গী ছিলেন এক গার্লফ্রেন্ড। না, সেই বন্ধুকে লুকিয়ে রাখেননি সারা। বরং সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন লাদাখ ভ্রমণের ছবি।

এর আগেই লাদাখ বেড়াতে গিয়েছিলেন সারা। সেখানে তাঁর সঙ্গী ছিলেন এক গার্লফ্রেন্ড। না, সেই বন্ধুকে লুকিয়ে রাখেননি সারা। বরং সোশ্যাল ওয়ালে শেয়ার করেছিলেন লাদাখ ভ্রমণের ছবি।

4 / 7
লাদাখ ট্রিপে সারার সঙ্গী ছিলেন রাধিকা মদন। লাদাখের প্রান্তরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছেন এই দুই তরুণী।

লাদাখ ট্রিপে সারার সঙ্গী ছিলেন রাধিকা মদন। লাদাখের প্রান্তরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছেন এই দুই তরুণী।

5 / 7
দুই নায়িকা নাকি বন্ধু হতে পারে না, সেই প্রচলিত ধারণা একেবারে ভেঙে দিয়েছিলেন সারা-রাধিকা জুটি।

দুই নায়িকা নাকি বন্ধু হতে পারে না, সেই প্রচলিত ধারণা একেবারে ভেঙে দিয়েছিলেন সারা-রাধিকা জুটি।

6 / 7
সারার শেষ কাজ বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’। তাঁর বেশ কিছু প্রজেক্ট রয়েছে মুক্তির অপেক্ষায়।

সারার শেষ কাজ বরুণ ধাওয়ানের সঙ্গে ‘কুলি নম্বর ওয়ান’। তাঁর বেশ কিছু প্রজেক্ট রয়েছে মুক্তির অপেক্ষায়।

7 / 7
Follow Us: