Dhoom 4: হৃত্বিক-জন-আমির অতীত, ‘পাঠান’ ঝড়ে শাহরুখের ঝুলিতে এবার ‘ধুম ৪’?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Feb 02, 2023 | 8:12 PM

Shah Rukh Khan: সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাঠান ২ ছবির প্রসঙ্গ। যেখানে খোদ শাহরুখ খান জানিয়েছিলেন তিনি করতে চান এই ছবি।

Feb 02, 2023 | 8:12 PM
পাঠান ঝড়ে কাবু বর্তমানে আট থেকে আশি। চার বছর পর পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি। যা ঘিরে বক্স অফিসে বর্তমানে শোরগোল। ইতিমধ্যে ছবি পেরিয়েছে ৬০০ কোটির গণ্ডি।

পাঠান ঝড়ে কাবু বর্তমানে আট থেকে আশি। চার বছর পর পর্দায় মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ছবি। যা ঘিরে বক্স অফিসে বর্তমানে শোরগোল। ইতিমধ্যে ছবি পেরিয়েছে ৬০০ কোটির গণ্ডি।

1 / 8
শাহরুখ খান নাকি প্রথম থেকেই চেয়েছিলেন অ্যাকশন হিরো হতে। তবে সেই ইচ্ছে পূরণ হয়নি অভিনেতার। ঘটনা চক্রে হয়ে গিয়েছিলেন রোম্যান্টিক স্টার।

শাহরুখ খান নাকি প্রথম থেকেই চেয়েছিলেন অ্যাকশন হিরো হতে। তবে সেই ইচ্ছে পূরণ হয়নি অভিনেতার। ঘটনা চক্রে হয়ে গিয়েছিলেন রোম্যান্টিক স্টার।

2 / 8
তবে পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই পাল্টে যায় সেই সমীকরণ। ঝড়ের গতিতে ভাইরাল হয় পাঠানের অ্যাকশন লুক। তবে এার থেকে কি একের পর এক অ্যাকশন ছবিই করবেন কিং?

তবে পাঠান মুক্তি পাওয়ার পর থেকেই পাল্টে যায় সেই সমীকরণ। ঝড়ের গতিতে ভাইরাল হয় পাঠানের অ্যাকশন লুক। তবে এার থেকে কি একের পর এক অ্যাকশন ছবিই করবেন কিং?

3 / 8
সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাঠান ২ ছবির প্রসঙ্গ। যেখানে খোদ শাহরুখ খান জানিয়েছিলেন তিনি করতে চান এই ছবি। নিজেকে আরও মজবুত করে উপস্থাপনা করার কথাও দিয়েছেন তিনি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে পাঠান ২ ছবির প্রসঙ্গ। যেখানে খোদ শাহরুখ খান জানিয়েছিলেন তিনি করতে চান এই ছবি। নিজেকে আরও মজবুত করে উপস্থাপনা করার কথাও দিয়েছেন তিনি।

4 / 8
যদিও জাওয়ান এখনও পাইপলাইনে। তারই মাঝে এবার প্রকাশ্যে এলো অন্য খবর। ধুম ৪ করতে চলেছেন শাহরুখ খান? তবে এই খবর নতুন নয়। ধুম সিরিজের তৃতীয় ছবি সামনে আসার পরই খবর ছড়িয়েছিল।

যদিও জাওয়ান এখনও পাইপলাইনে। তারই মাঝে এবার প্রকাশ্যে এলো অন্য খবর। ধুম ৪ করতে চলেছেন শাহরুখ খান? তবে এই খবর নতুন নয়। ধুম সিরিজের তৃতীয় ছবি সামনে আসার পরই খবর ছড়িয়েছিল।

5 / 8
শাহরুখ খানকে ভিলেন লুকে দেখা যাওয়ার কথা। তবে তখনও পর্যন্ত অ্যাকশন লুকে প্রকাশ্যে আসেনি শাহরুখ খান। কেবল ডন ছবি ছিল তাঁর ঝুলিতে। এবার সোশ্যাল মিডিয়ায় শুরু সেই পুরোনো চর্চা।

শাহরুখ খানকে ভিলেন লুকে দেখা যাওয়ার কথা। তবে তখনও পর্যন্ত অ্যাকশন লুকে প্রকাশ্যে আসেনি শাহরুখ খান। কেবল ডন ছবি ছিল তাঁর ঝুলিতে। এবার সোশ্যাল মিডিয়ায় শুরু সেই পুরোনো চর্চা।

6 / 8
শাহরুখ খান নাকি করতে চলেছেন ধুম ৪। এই ছবিতে ভক্তরা এবার পাঠান-কেই দেখতে চান। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট পড়তে থাকে।

শাহরুখ খান নাকি করতে চলেছেন ধুম ৪। এই ছবিতে ভক্তরা এবার পাঠান-কেই দেখতে চান। সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট পড়তে থাকে।

7 / 8
একটা সময় যে চরিত্রে জন আব্রাহম, হৃত্বিক রোশন ও আমির খান ছিলেন, এবার সেই সিরিজে নাম লেখাতে চলেছেন শাহরুখ। যদিও এটা এখনও পর্যন্ত ভক্তদেরই দাবি। ছবির প্রযোজনা সংস্থা থেকে কিছুই জানানো হয়নি।

একটা সময় যে চরিত্রে জন আব্রাহম, হৃত্বিক রোশন ও আমির খান ছিলেন, এবার সেই সিরিজে নাম লেখাতে চলেছেন শাহরুখ। যদিও এটা এখনও পর্যন্ত ভক্তদেরই দাবি। ছবির প্রযোজনা সংস্থা থেকে কিছুই জানানো হয়নি।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla