Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কিং পুত্র আব্রাহম, ছোট্ট নবাবকে বড় করতে কত টাকা ঢালছেন শাহরুখ?

Shah Rukh Khan Unknown Facts: শাহরুখ খান পরবর্তীতে জানিয়েছিলেন তিনি গৌরীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আব্রাহম তাঁর চোখের মনে। ছোট থেকেই আব্রাহমকে সব জায়গায় তিনি নিয়ে যান। নিজের সঙ্গে সঙ্গে রাখেন।

| Edited By: | Updated on: Jan 13, 2024 | 9:18 AM
শাহরুখের ছোট্ট নবাব আব্রাহম খান। জন্ম লগ্ন থেকে বারবার যাকে নিয়ে খবর তৈরি হয়েছে। তার সারোগেসিতে জন্মই প্রথম খবর। তা নিয়ে রীতিমত তোলপাড় হয়েছিল বলিউড।

শাহরুখের ছোট্ট নবাব আব্রাহম খান। জন্ম লগ্ন থেকে বারবার যাকে নিয়ে খবর তৈরি হয়েছে। তার সারোগেসিতে জন্মই প্রথম খবর। তা নিয়ে রীতিমত তোলপাড় হয়েছিল বলিউড।

1 / 8
শাহরুখ খান পরবর্তীতে জানিয়েছিলেন তিনি গৌরীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আব্রাহম তাঁর চোখের মনে।

শাহরুখ খান পরবর্তীতে জানিয়েছিলেন তিনি গৌরীর শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে আব্রাহম তাঁর চোখের মনে।

2 / 8
ছোট থেকেই আব্রাহমকে সব জায়গায় তিনি নিয়ে যান। নিজের সঙ্গে সঙ্গে রাখেন। একাধিকবার ফ্রেমবন্দি হতে দেখা যায় বাবা ছেলে জুটিকে।

ছোট থেকেই আব্রাহমকে সব জায়গায় তিনি নিয়ে যান। নিজের সঙ্গে সঙ্গে রাখেন। একাধিকবার ফ্রেমবন্দি হতে দেখা যায় বাবা ছেলে জুটিকে।

3 / 8
খুনসুটিতে মতত এই জুটিকে নিয়ে বরাবরই চর্চা হয়। তবে শাহরুখও তাঁর সন্তানদের নিয়ে বেজায় যত্নশীল। আব্রাহমের প্রতিটা সাফল্যে তার সঙ্গে থাকেন কিং।

খুনসুটিতে মতত এই জুটিকে নিয়ে বরাবরই চর্চা হয়। তবে শাহরুখও তাঁর সন্তানদের নিয়ে বেজায় যত্নশীল। আব্রাহমের প্রতিটা সাফল্যে তার সঙ্গে থাকেন কিং।

4 / 8
যে স্কুলে সুহানা খান পড়েছেন, সেই ধীরুভাই আন্তর্জাতিক স্কুলে নাম লেখান আব্রাহম। যেখানে মাস পিছু তার মাইনে দেড় থেকে ২ লাখ টাকা।

যে স্কুলে সুহানা খান পড়েছেন, সেই ধীরুভাই আন্তর্জাতিক স্কুলে নাম লেখান আব্রাহম। যেখানে মাস পিছু তার মাইনে দেড় থেকে ২ লাখ টাকা।

5 / 8
বছরে আব্রাহমের স্কুলের পিছনে শাহরুখ খানের খরচ হয় প্রায় ২০ লাখের কাছাকাছি। এছাড়াও ছেলের ছোটখাটো বাইনা তো রয়েছেই।

বছরে আব্রাহমের স্কুলের পিছনে শাহরুখ খানের খরচ হয় প্রায় ২০ লাখের কাছাকাছি। এছাড়াও ছেলের ছোটখাটো বাইনা তো রয়েছেই।

6 / 8
পোশাক থেকে শুরু করে তার খেলনা, কেরাটে ক্লাসে খরচ, প্লে-স্কুল পিছু মোটা টাকা খরচ করে থাকেন তিনি। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সন্তানদের জন্যই সঞ্চয় করেন।

পোশাক থেকে শুরু করে তার খেলনা, কেরাটে ক্লাসে খরচ, প্লে-স্কুল পিছু মোটা টাকা খরচ করে থাকেন তিনি। নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি সন্তানদের জন্যই সঞ্চয় করেন।

7 / 8
নিজের সব কিছুই পান তিনি বিভিন্ন ব্র্যান্ড থেকেই। দামি জুতোও আসে সেখান থেকেই। তিনি নিজে কিছুই কেনেন না বলে দাবি করেন।

নিজের সব কিছুই পান তিনি বিভিন্ন ব্র্যান্ড থেকেই। দামি জুতোও আসে সেখান থেকেই। তিনি নিজে কিছুই কেনেন না বলে দাবি করেন।

8 / 8
Follow Us: