Shakti Kapoor: তিন বার সহ অভিনেতার সপাটে চড়, অভিনয় ছেড়ে দিতে চান শক্তি কাপুর

Shakti Kapoor: বলিউডের 'ব্যাড বয়' শক্তি কাপুর। তাঁকে ঘিরে নানা বিতর্ক। তবে জানেন কি অভিনয়ের শুরুতে একবার চড় খেয়ে এই পেশা ত্যাগ করতে চেয়েছিলে শক্তি কাপুর। সেই আবার এসেছিল সহ অভিনেতাদের কাছ থেকেই।

| Edited By: | Updated on: Dec 06, 2022 | 3:04 PM
বলিউডের 'ব্যাড এক শো'য়ে এসে শক্তি জানান, সে সময় ১৯৮৩ সাল। 'মাওয়াই' নামে এক ছবির শুটিং করছিলেন তিনি। ছবির প্রথম শটে কাদের খান তাঁকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়। বয়' শক্তি কাপুর। তাঁকে ঘিরে নানা বিতর্ক। তবে জানেন কি অভিনয়ের শুরুতে একবার চড় খেয়ে এই পেশা ত্যাগ করতে চেয়েছিলে শক্তি কাপুর। সেই আবার এসেছিল সহ অভিনেতাদের কাছ থেকেই।

বলিউডের 'ব্যাড এক শো'য়ে এসে শক্তি জানান, সে সময় ১৯৮৩ সাল। 'মাওয়াই' নামে এক ছবির শুটিং করছিলেন তিনি। ছবির প্রথম শটে কাদের খান তাঁকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়। বয়' শক্তি কাপুর। তাঁকে ঘিরে নানা বিতর্ক। তবে জানেন কি অভিনয়ের শুরুতে একবার চড় খেয়ে এই পেশা ত্যাগ করতে চেয়েছিলে শক্তি কাপুর। সেই আবার এসেছিল সহ অভিনেতাদের কাছ থেকেই।

1 / 5
এক শো'য়ে এসে শক্তি জানান, সে সময় ১৯৮৩ সাল। 'মাওয়াই' নামে এক ছবির শুটিং করছিলেন তিনি। ছবির প্রথম শটে কাদের খান তাঁকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়।

এক শো'য়ে এসে শক্তি জানান, সে সময় ১৯৮৩ সাল। 'মাওয়াই' নামে এক ছবির শুটিং করছিলেন তিনি। ছবির প্রথম শটে কাদের খান তাঁকে জোরে এক থাপ্পড় মারেন। চরিত্রের প্রয়োজনেই সেই থাপ্পড়।

2 / 5
এর পরের শটে অরুণা ইরানিও তাঁকে থাপ্পড় মারেন চরিত্রের প্রয়োজনে। এত জোর থাপ্পড় মারেন যে শক্তি মেঝেতে পড়ে যান। তৃতীয় বারও ঘটে একই ঘটনা।

এর পরের শটে অরুণা ইরানিও তাঁকে থাপ্পড় মারেন চরিত্রের প্রয়োজনে। এত জোর থাপ্পড় মারেন যে শক্তি মেঝেতে পড়ে যান। তৃতীয় বারও ঘটে একই ঘটনা।

3 / 5
এরপরেই অপমানিত শক্তি ঠিক করে নেন আর তিনি কোনওভাবেই অভিনয় করবেন না। তাঁর কথায়, "আমি কাদের খানকে গিয়ে বলি তোমার পায়ে পড়ছি। আমার টিকিট কেটে দাও। আমি আর ছবি করতে চাই না। আমার কেরিয়ার শেষ। আমি তো এখনও বিয়েও করিনি"।

এরপরেই অপমানিত শক্তি ঠিক করে নেন আর তিনি কোনওভাবেই অভিনয় করবেন না। তাঁর কথায়, "আমি কাদের খানকে গিয়ে বলি তোমার পায়ে পড়ছি। আমার টিকিট কেটে দাও। আমি আর ছবি করতে চাই না। আমার কেরিয়ার শেষ। আমি তো এখনও বিয়েও করিনি"।

4 / 5
যদিও সে সময় শক্তিকে বুঝিয়েছিলেন অজয় দেবগণের বাবা বিরু দেবগণ। তিনিই বোঝান চলে যাওয়া কোনও সমস্যার সমাধান হতে পারে না। থেকে যান শক্তি। কেরিয়ারও শক্ত হয় ক্রমশ।

যদিও সে সময় শক্তিকে বুঝিয়েছিলেন অজয় দেবগণের বাবা বিরু দেবগণ। তিনিই বোঝান চলে যাওয়া কোনও সমস্যার সমাধান হতে পারে না। থেকে যান শক্তি। কেরিয়ারও শক্ত হয় ক্রমশ।

5 / 5
Follow Us: