সুরের জগতে তাঁর বাস। অসাধারণ বেশ কিছু গান সৃষ্টি করেছেন তিনি। অর্থাৎ শান্তনু মৈত্র। ব্যক্তিগত জীবনে বেড়ানো তাঁর নেশা। সদ্য বেরিয়ে পড়েছেন সাইকেল নিয়ে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বেড়ানোর বেশ কিছু ছবি।
গঙ্গোত্রির উদ্দেশ্যে যাত্রা করেছেন শান্তনু। যাত্রা শুরু হয়েছে গত ১ অক্টোবর। দেহরাদুন, উত্তরাখন্ড হয়ে যাত্রা চলেছে। কখনও বিমানে, কখনও গাড়িতে, কখনও বা সাইকেলে পৌঁছে যাচ্ছেন কাঙ্খিত গন্তব্যে।
উত্তরাকাশীর হর্ষালির লামা চূড়ায় উঠে আপ্লুত শান্তনু। যার উচ্চতা ৯০০০ ফুট। সেখানে দেখা নৈসর্গিক দৃশ্যের ভিডিয়ো শেয়ার করেছেন তিনি।
গোমুখে পৌঁছে বাকরুদ্ধ হয়ে পড়েন শান্তনু। তাঁর সেই আবেগ ধরা পড়েছে সোশ্যাল পোস্টের ক্যাপশনে। গঙ্গার সামনে দাঁড়িয়ে কোভিডে শারীরিক এবং মানসিক ভাবে আক্রান্ত সকলের জন্য প্রার্থনা করেছেন তিনি।
ষষ্ঠীর দিন গঙ্গোত্রি মন্দিরে পুজো দিতে ২৭ কিলোমিটার সাইকেল চালিয়ে হর্ষালি ফেরেন শান্তনু। প্রচন্ড হাওয়ায় সাইকেল চালানো বেশ সমস্যার ছিল। তবে গোটা জার্নি বেশ এনজয় করেছেন তিনি।
একটি ছবির কাজে শান্তনুর এই যাত্রা। যাত্রাপথে সঙ্গী গায়ক মোহিত চৌহান। যাত্রাপথে শান্তনুর তৈরি করা গান গেয়েওছেন মোহিত।
বেড়ানো আর কাজ মিলেমিশে গিয়েছে শান্তনুর এই সফরে। যার বেশ কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।