Shehnaaz Gill: সিদ্ধার্থের জন্য চোখের জল কেন এতদিন লুকিয়ে রেখেছিলেন শেহনাজ় গিল?

Social Media Trolling: শেহনাজ সবটা চোখে পড়লেও সেভাবে কখনও উত্তর দেননি। সকলেই জানতেন তাঁর সঙ্গে সিদ্ধার্থের ঠিক কেমন ছিল সম্পর্ক।

| Edited By: | Updated on: Aug 23, 2022 | 5:31 PM
তবে তাঁর এই আচরণের জন্যই কেউ কেউ তাঁকে ভাল বাসতেন। কেউ আবার তাঁকে নিয়ে খুব একটা মন্তব্য করতে প্রস্তুত ছিলেন না। উল্টে কটাক্ষের শিকার হতে হত তাঁকে। তিন মাস আগেও তাঁকে এই নিয়ে কথা শুনতে হয়।

তবে তাঁর এই আচরণের জন্যই কেউ কেউ তাঁকে ভাল বাসতেন। কেউ আবার তাঁকে নিয়ে খুব একটা মন্তব্য করতে প্রস্তুত ছিলেন না। উল্টে কটাক্ষের শিকার হতে হত তাঁকে। তিন মাস আগেও তাঁকে এই নিয়ে কথা শুনতে হয়।

1 / 5
শেহনাজ গিল, প্রথম থেকেই তাঁর শিশুসুলভ আচরণে নজর কেড়েছিলেন নেটদুনিয়ার পাতায়। বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই তাঁর সঙ্গে পরিচয় ঘটে দর্শকদের। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে নাম জড়ানোর পরই খবরের শিরোনামে নিত্য জায়গা করে নিতেন তিনি।

শেহনাজ গিল, প্রথম থেকেই তাঁর শিশুসুলভ আচরণে নজর কেড়েছিলেন নেটদুনিয়ার পাতায়। বিগ বসের ঘরে প্রবেশের পর থেকেই তাঁর সঙ্গে পরিচয় ঘটে দর্শকদের। সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্কে নাম জড়ানোর পরই খবরের শিরোনামে নিত্য জায়গা করে নিতেন তিনি।

2 / 5
শেহনাজ সবটা চোখে পড়লেও সেভাবে কখনও উত্তর দেননি। সকলেই জানতেন তাঁর সঙ্গে সিদ্ধার্থের ঠিক কেমন ছিল সম্পর্ক। যদিও শেহনাজ একটা সময় মেনে নিয়েছিলেন, সিদ্ধার্থ নিজেই কোনওদিন চাননি শেহনাজের চোখে জল থাকুক।

শেহনাজ সবটা চোখে পড়লেও সেভাবে কখনও উত্তর দেননি। সকলেই জানতেন তাঁর সঙ্গে সিদ্ধার্থের ঠিক কেমন ছিল সম্পর্ক। যদিও শেহনাজ একটা সময় মেনে নিয়েছিলেন, সিদ্ধার্থ নিজেই কোনওদিন চাননি শেহনাজের চোখে জল থাকুক।

3 / 5
সকলের বলেছিলেন এটি ফেক। তবে এখন ছবিটি পাল্টে গিয়েছে। দুটি বড় বড় ছবি ইতিমধ্যেই শেহনাজের পকেটে। সলমন খান তাঁকে দিয়েছে বিগ ব্রেক। তাঁর গডফাদার বললে খুব ভুল হবে না। তবে ইদানিং শেহনাজের আচরণে বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করেছে নেটপাড়া।

সকলের বলেছিলেন এটি ফেক। তবে এখন ছবিটি পাল্টে গিয়েছে। দুটি বড় বড় ছবি ইতিমধ্যেই শেহনাজের পকেটে। সলমন খান তাঁকে দিয়েছে বিগ ব্রেক। তাঁর গডফাদার বললে খুব ভুল হবে না। তবে ইদানিং শেহনাজের আচরণে বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করেছে নেটপাড়া।

4 / 5
ব্রহ্মকুমারী আশ্রমে গিয়ে তাঁকে নারকেল ফাটাতে দেওয়া হয়। এটি শুভ সগুন বলেই প্রচলিত রীতি। তবে এক কোপে নারকেল ফাটাতে পারেন না শেহনাজ। তবে সেই নিয়ে কোনও মন্তব্য না করে হেসে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। শেহনাজের সেই হাসিই হয়েগিয়েছিল বিতর্কের কারণ।

ব্রহ্মকুমারী আশ্রমে গিয়ে তাঁকে নারকেল ফাটাতে দেওয়া হয়। এটি শুভ সগুন বলেই প্রচলিত রীতি। তবে এক কোপে নারকেল ফাটাতে পারেন না শেহনাজ। তবে সেই নিয়ে কোনও মন্তব্য না করে হেসে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। শেহনাজের সেই হাসিই হয়েগিয়েছিল বিতর্কের কারণ।

5 / 5
Follow Us: