Shweta Sehrawat: সেওয়াগের ভঙ্গিতে তাণ্ডব, বিশ্বকাপ মাতিয়ে দিচ্ছেন অষ্টাদশী শেরাওয়াত

U19 Women's T20 World Cup: ব্যাট হাতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ মাতিয়ে দিচ্ছেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। পরপর দুটি ম্যাচে ঝোড়ো অর্ধশতরান শ্বেতার। একটা সময় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে অভ্যস্ত শ্বেতা, ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকায় নীল জার্সিতে তাণ্ডব চালাচ্ছেন।

| Edited By: | Updated on: Jan 16, 2023 | 6:42 PM
২০২৩ সালের মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে লাগাতার দ্বিতীয় জয় ভারতের। প্রথম ম্যাচ আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছিলেন শেফালি ভার্মারা। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহি ভারতের সামনে দাঁড়াতেই পারল না। সোমবার, নিজেদের দ্বিতীয় ম্যাচ ১২২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। (ছবি:টুইটার)

২০২৩ সালের মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে লাগাতার দ্বিতীয় জয় ভারতের। প্রথম ম্যাচ আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতেছিলেন শেফালি ভার্মারা। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহি ভারতের সামনে দাঁড়াতেই পারল না। সোমবার, নিজেদের দ্বিতীয় ম্যাচ ১২২ রানে জিতেছে টিম ইন্ডিয়া। (ছবি:টুইটার)

1 / 8
ভারতীয় দলের ওপেনার শেফালি ভার্মা এবং শ্বেতা শেরাওয়াতের ব্যাটের ধ্বনি ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। শেফালির সিনিয়র দলের খেলার অভিজ্ঞতা থাকলেও ১৮ বছর ৩২৪ দিন বয়সের শ্বেতার দুটি ম্যাচেই রয়েছে দুর্দান্ত দুটি অর্ধশতরান।(ছবি:টুইটার)

ভারতীয় দলের ওপেনার শেফালি ভার্মা এবং শ্বেতা শেরাওয়াতের ব্যাটের ধ্বনি ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে। শেফালির সিনিয়র দলের খেলার অভিজ্ঞতা থাকলেও ১৮ বছর ৩২৪ দিন বয়সের শ্বেতার দুটি ম্যাচেই রয়েছে দুর্দান্ত দুটি অর্ধশতরান।(ছবি:টুইটার)

2 / 8
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। অল্পের জন্য হাতছাড়া হয় শতরান। সোমবার, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪৯ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন শ্বেতা। অষ্টাদশীর ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৯ রানের বিশাল রান খাড়া করে দেশের মেয়েরা।(ছবি:টুইটার)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। অল্পের জন্য হাতছাড়া হয় শতরান। সোমবার, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৪৯ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন শ্বেতা। অষ্টাদশীর ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৯ রানের বিশাল রান খাড়া করে দেশের মেয়েরা।(ছবি:টুইটার)

3 / 8
দিল্লির বাসিন্দা শ্বেতার নিজের বড় দিদিকে দেখে ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মায়। দীর্ঘ সময় ধরে ছেলেদের টিম ক্রিকেট খেলেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সাত মাস আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে অনূর্ধ্ব ১৯ দলের শিবিরে যোগ দিতে পারেননি। তা সত্ত্বেও মেয়েদের টি-২০ বিশ্বকাপে জায়গা করে নেন। এর পিছনে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। সুযোগ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে একটুর জন্য শতরান করেই ফেলেছিলেন শ্বেতা শেরাওয়াত।  (ছবি:টুইটার)

দিল্লির বাসিন্দা শ্বেতার নিজের বড় দিদিকে দেখে ক্রিকেটের প্রতি আগ্রহ জন্মায়। দীর্ঘ সময় ধরে ছেলেদের টিম ক্রিকেট খেলেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, সাত মাস আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে অনূর্ধ্ব ১৯ দলের শিবিরে যোগ দিতে পারেননি। তা সত্ত্বেও মেয়েদের টি-২০ বিশ্বকাপে জায়গা করে নেন। এর পিছনে রয়েছেন ভিভিএস লক্ষ্মণ। সুযোগ পেয়ে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে একটুর জন্য শতরান করেই ফেলেছিলেন শ্বেতা শেরাওয়াত। (ছবি:টুইটার)

4 / 8
গতবছর এনসিএ অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণকে চিঠি দেন শেরাওয়াত। যেখানে লেখা ছিল যে, উচ্চমাধ্যমিকের কারণে ১৫ মে থেকে ৯ জুন পর্যন্ত অনূর্ধ্ব ১৯ শিবিরে যোগ দিতে পারছেন না। তবে লক্ষ্মণের কানে শ্বেতার ব্যাটিংয়ের প্রশংসা আগেই পৌঁছেছিল। তাই জবাবে লক্ষ্মণ শ্বেতাকে কয়েকটা দিনের জন্য শিবিরে অংশ নেওয়ার অনুরোধ করেন। (ছবি:টুইটার)

গতবছর এনসিএ অ্যাকাডেমি প্রধান ভিভিএস লক্ষ্মণকে চিঠি দেন শেরাওয়াত। যেখানে লেখা ছিল যে, উচ্চমাধ্যমিকের কারণে ১৫ মে থেকে ৯ জুন পর্যন্ত অনূর্ধ্ব ১৯ শিবিরে যোগ দিতে পারছেন না। তবে লক্ষ্মণের কানে শ্বেতার ব্যাটিংয়ের প্রশংসা আগেই পৌঁছেছিল। তাই জবাবে লক্ষ্মণ শ্বেতাকে কয়েকটা দিনের জন্য শিবিরে অংশ নেওয়ার অনুরোধ করেন। (ছবি:টুইটার)

5 / 8
এনসিএ প্রধানের অনুরোধ রেখে ৩ জুন থেকে শিবিরে যোগ দেন শ্বেতা এবং বেশ কয়েকটি ম্যাচ খেলেন। শেষ ম্যাচে শতরান করেন এবং এনসিএ-র জোনাল টিমের হয়ে সুযোগ পান। সেখানে ছয়টি ম্যাচে আরও দুটি শতরান হাঁকান।(ছবি:টুইটার)

এনসিএ প্রধানের অনুরোধ রেখে ৩ জুন থেকে শিবিরে যোগ দেন শ্বেতা এবং বেশ কয়েকটি ম্যাচ খেলেন। শেষ ম্যাচে শতরান করেন এবং এনসিএ-র জোনাল টিমের হয়ে সুযোগ পান। সেখানে ছয়টি ম্যাচে আরও দুটি শতরান হাঁকান।(ছবি:টুইটার)

6 / 8
দিল্লির সনেট ক্রিকেট ক্লাবে শ্বেতার দিদি কোচিংয়ের জন্য যেতেন। পরে বসন্ত কুঞ্জের এক ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করা হয় তাঁকে। দিদির সঙ্গে অ্যাকাডেমিতে যেতেন শ্বেতা। একদিন সেখানেই অনূর্ধ্ব ১৪ ছেলেদের দলের বিরুদ্ধে ৭ বছরের শ্বেতাকে খেলতে দেখে অবাক হয়ে যান তাঁর বাবা সঞ্জয় শেরাওয়াত। পরের দিনই ছোট মেয়েকে ক্রিকেট কিট কিনে দেন। শুরু হয় শ্বেতা শেরাওয়াতের ক্রিকেট যাত্রা। (ছবি:টুইটার)

দিল্লির সনেট ক্রিকেট ক্লাবে শ্বেতার দিদি কোচিংয়ের জন্য যেতেন। পরে বসন্ত কুঞ্জের এক ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি করা হয় তাঁকে। দিদির সঙ্গে অ্যাকাডেমিতে যেতেন শ্বেতা। একদিন সেখানেই অনূর্ধ্ব ১৪ ছেলেদের দলের বিরুদ্ধে ৭ বছরের শ্বেতাকে খেলতে দেখে অবাক হয়ে যান তাঁর বাবা সঞ্জয় শেরাওয়াত। পরের দিনই ছোট মেয়েকে ক্রিকেট কিট কিনে দেন। শুরু হয় শ্বেতা শেরাওয়াতের ক্রিকেট যাত্রা। (ছবি:টুইটার)

7 / 8
শ্বেতার ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্য কী? অলরাউন্ডারের বাবা সঞ্জয় শেরাওয়াত জানিয়েছেন, চারবছর ধরে শ্বেতা ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেছে। সেই অভিজ্ঞতা তাঁর ব্যাটিংয়ে ধার এনেছে এবং ভয়ডর চলে গিয়েছে। অ্যাকাডেমিতে মাত্র দু'জন মেয়ে ছিল। ২০২১ সালের নভেম্বরে অনূর্ধ্ব ১৯ টি-২০ চ্যালেঞ্জার ট্রফির চার ইনিংসে ১১১.৬৪ স্ট্রাইক রেটে ১৬৩ রান করেছিলেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন শ্বেতা। বিশ্বকাপে সিনিয়র দলের সদস্য শেফালি দলে ঢোকায় শ্বেতাকে ডেপুটি করে দেওয়া হয়।(ছবি:টুইটার)

শ্বেতার ভয়ডরহীন ব্যাটিংয়ের রহস্য কী? অলরাউন্ডারের বাবা সঞ্জয় শেরাওয়াত জানিয়েছেন, চারবছর ধরে শ্বেতা ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলেছে। সেই অভিজ্ঞতা তাঁর ব্যাটিংয়ে ধার এনেছে এবং ভয়ডর চলে গিয়েছে। অ্যাকাডেমিতে মাত্র দু'জন মেয়ে ছিল। ২০২১ সালের নভেম্বরে অনূর্ধ্ব ১৯ টি-২০ চ্যালেঞ্জার ট্রফির চার ইনিংসে ১১১.৬৪ স্ট্রাইক রেটে ১৬৩ রান করেছিলেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন শ্বেতা। বিশ্বকাপে সিনিয়র দলের সদস্য শেফালি দলে ঢোকায় শ্বেতাকে ডেপুটি করে দেওয়া হয়।(ছবি:টুইটার)

8 / 8
Follow Us: