মেকওভার হল ‘প্রাচী’র; ছবিতে দেখুন সিঙ্গল স্ক্রিনের ‘নিউ লুক’
মাল্টিপ্লেক্সের ঝাঁ চকচকে রমরমায় অনেকদিন থেকেই জৌলুস হারাচ্ছে সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। বহু সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। কিছু সিনেমা হল নতুনভাবে তৈরি হচ্ছে। সম্প্রতি প্রাচীর মেকওভার ঘটেছে। নতুনভাবে সেজে উঠেছে প্রেক্ষাগৃহ। পরিচালক-প্রযোজকরা খুশি। তারকাদের মুখেও হাসির ঝলক। ছবিতে দেখুন কেমন মেকওভার হল প্রাচীর।
Most Read Stories