Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেকওভার হল ‘প্রাচী’র; ছবিতে দেখুন সিঙ্গল স্ক্রিনের ‘নিউ লুক’

মাল্টিপ্লেক্সের ঝাঁ চকচকে রমরমায় অনেকদিন থেকেই জৌলুস হারাচ্ছে সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। বহু সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে। কিছু সিনেমা হল নতুনভাবে তৈরি হচ্ছে। সম্প্রতি প্রাচীর মেকওভার ঘটেছে। নতুনভাবে সেজে উঠেছে প্রেক্ষাগৃহ। পরিচালক-প্রযোজকরা খুশি। তারকাদের মুখেও হাসির ঝলক। ছবিতে দেখুন কেমন মেকওভার হল প্রাচীর।

| Edited By: | Updated on: Aug 24, 2021 | 5:08 PM
অন্যান্য হলের মতো প্যান্ডেমিকে বন্ধ ছিল প্রাচীও। শোনা গিয়েছিল, সেটি নতুন রূপে খুলবে। হলও তাই। সম্প্রতি খুলল প্রাচী। 'মুখোশ', 'বেলবটম'-এর মতো ছবির প্রদর্শনীও হচ্ছে সেখানে। হলের মালিকানা পালটায়নি। হল মালিক আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি ভাড়াও দেব না, হল বিক্রিও করব না।"

অন্যান্য হলের মতো প্যান্ডেমিকে বন্ধ ছিল প্রাচীও। শোনা গিয়েছিল, সেটি নতুন রূপে খুলবে। হলও তাই। সম্প্রতি খুলল প্রাচী। 'মুখোশ', 'বেলবটম'-এর মতো ছবির প্রদর্শনীও হচ্ছে সেখানে। হলের মালিকানা পালটায়নি। হল মালিক আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমি ভাড়াও দেব না, হল বিক্রিও করব না।"

1 / 7
তবে কিছু সামান্য পরিবর্তন এসেছে হলে। একা মালিকের পক্ষে পাহাড় প্রমাণ একটি হলকে নতুনভাবে সাজানো চাট্টিখানি কথা নয়। তাই একটি ফ্যাশন স্টোরের সঙ্গে হাত মিলিয়েছেন হল মালিক বিদিশা বসু। হলের নীচের তলায়, যেখানে ফুড কোর্ট ছিল, সেখানেই রয়েছে ফ্যাশন স্টোরের আউটলেট।

তবে কিছু সামান্য পরিবর্তন এসেছে হলে। একা মালিকের পক্ষে পাহাড় প্রমাণ একটি হলকে নতুনভাবে সাজানো চাট্টিখানি কথা নয়। তাই একটি ফ্যাশন স্টোরের সঙ্গে হাত মিলিয়েছেন হল মালিক বিদিশা বসু। হলের নীচের তলায়, যেখানে ফুড কোর্ট ছিল, সেখানেই রয়েছে ফ্যাশন স্টোরের আউটলেট।

2 / 7
প্রাচীর পুরনো আমেজ ফিরে এসেছে। মেকওভারে অত্যাধুনিকতার ছোঁয়া অল্প। আছে পুরনোকে সযত্নে ফিরিয়ে আনার মানসিকতা। যেমনটা বিদিশার ঠাকুরদা চেয়েছিলেন।

প্রাচীর পুরনো আমেজ ফিরে এসেছে। মেকওভারে অত্যাধুনিকতার ছোঁয়া অল্প। আছে পুরনোকে সযত্নে ফিরিয়ে আনার মানসিকতা। যেমনটা বিদিশার ঠাকুরদা চেয়েছিলেন।

3 / 7
স্বাধীনতার একবছর পর ১৯৪৮ সালে বিদিশার ঠাকুরদা জিতেন্দ্র বসু হলের উদ্বোধন করেছিলেন। তাই ঠাকুরদার পছন্দকে প্রাধান্য দিয়ে আগের মতোই সুন্দরী হয়ে উঠেছে প্রাচী।

স্বাধীনতার একবছর পর ১৯৪৮ সালে বিদিশার ঠাকুরদা জিতেন্দ্র বসু হলের উদ্বোধন করেছিলেন। তাই ঠাকুরদার পছন্দকে প্রাধান্য দিয়ে আগের মতোই সুন্দরী হয়ে উঠেছে প্রাচী।

4 / 7
একসময় প্রাচীতে বহু কালজয়ী ছবি মুক্তি পেয়েছে। সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তমকুমার, সুচিত্রা সেন, বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তিদের পায়ের ধুলো পড়ত সেখানে। উত্তমকুমার অনুরোধ করেছিলেন, তাঁর প্রথম হিন্দি ছবি 'ছোটি সি মুলাকাত' যেন প্রাচীতেই দেখান হয়।

একসময় প্রাচীতে বহু কালজয়ী ছবি মুক্তি পেয়েছে। সত্যজিৎ রায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তমকুমার, সুচিত্রা সেন, বিধানচন্দ্র রায়ের মতো ব্যক্তিদের পায়ের ধুলো পড়ত সেখানে। উত্তমকুমার অনুরোধ করেছিলেন, তাঁর প্রথম হিন্দি ছবি 'ছোটি সি মুলাকাত' যেন প্রাচীতেই দেখান হয়।

5 / 7
২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রাচীর পুনর্নিমাণ। নতুন বসার ব্যবস্থা, নতুন স্ক্রিন, সুন্দর সিঁড়ি - ফের ঝাঁ চকচকে হয়ে উঠেছে প্রাচী।

২০২০ সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে প্রাচীর পুনর্নিমাণ। নতুন বসার ব্যবস্থা, নতুন স্ক্রিন, সুন্দর সিঁড়ি - ফের ঝাঁ চকচকে হয়ে উঠেছে প্রাচী।

6 / 7
প্রাচীর নতুন লুক উদ্বুদ্ধ করেছে অন্যান্য স্ক্রিন মালিকদেরও। শোনা যাচ্ছে, প্রাচীর মতো 'প্যারাডাইস'ও নতুন অবতারে ফেরার পরিকল্পনা শুরু করে দিয়েছে।

প্রাচীর নতুন লুক উদ্বুদ্ধ করেছে অন্যান্য স্ক্রিন মালিকদেরও। শোনা যাচ্ছে, প্রাচীর মতো 'প্যারাডাইস'ও নতুন অবতারে ফেরার পরিকল্পনা শুরু করে দিয়েছে।

7 / 7
Follow Us: