Sonakshi-Zahir: সোনাক্ষী সিনহার প্রেমিক জাহির ইকবাল সম্পর্কে কিছু তথ্য
TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta
Updated on: Jun 08, 2022 | 6:47 AM
Sonakshi-Zahir: অবশেষে নিজেদের সম্পর্কে শিলমোহর দিলেন দুজনে। বি-টাউনে আবার বিয়ের সানাই বাজতে চলেছে বলে এবার শুরু হয়েছে জল্পনা।
Jun 08, 2022 | 6:47 AM
অবশেষে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকাবাল তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন।
সলমন খানের হাত ধরে তাঁর বলিউডে পা রাখা জাহিরের।
জাহিরের পরিবারে কেউ এই পেশার সঙ্গে যুক্ত নন। সলমন খানের বন্ধু।জাহিরের বাবা। সেই সূত্র ধরেই তিনি বলিউডে।
নোটবুক ছবি দিয়ে বলিউডে পা রাখেন তিনি।
মনীষ বহেলের মেয়ে, নূতনের নাতনি., প্রনূতন এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেন। এটা তাঁরও ডেবিউ ছিল।
এর আগে দিকসা শেঠ আর সানা সিডের সঙ্গে সম্পর্ক ছিল জাহিরের