Sanju Samson: চিনে নিন সঞ্জু স্যামসনের স্ত্রীকে
সঞ্জু স্যামসনের বউয়ের নাম চারুলতা রমেশ। তিরুবন্তপুরমের মেয়ে রসায়নে স্নাতক। কলেজে পড়ার সময়ই সঞ্জুর সঙ্গে আলাপ। ৫ বছর সম্পর্কে থাকার পর ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন সঞ্জু-চারুলতা। সম্প্রতি আইপিএল ব্রডকাস্টারদের একহাত নিয়েছেন সঞ্জুর স্ত্রী। আইপিএলের ব্রডকাস্টার টিম ধোনি, রোহিত, কোহলিদের অ্যানিমেটেড ছবি পোস্ট করলেও, সেখানে সঞ্জুর কোনও অ্যানিমেটেড ছবি ছিল না। ফাইনালের আগেই এই পোস্ট করায় ব্রডকাস্টারদের একহাত নেন চারুলতা।
Most Read Stories