সোনু থেকে নাসির, অভিনেতা হওয়ার আশায় বাড়ি ছেড়েছিলেন যে ৫ তারকা

অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য এরা প্রত্যেকেই বাড়ি ছেড়েছিলেন কোনও না কোনও সময়। কেউ কেউ আবার গিয়েছিলেন পরিবারের অমতেও।

| Edited By: | Updated on: Jul 14, 2021 | 10:56 PM
সোনু সুদ থেকে নাসিরুদ্দিন, ইয়াশ থেকে কঙ্গনা- এঁদের পরিচয় একটাই। তাঁরা অভিনেতা। কিন্তু অভিনেতা হওয়ার পাশাপাশি এঁদের সবার মধ্যে একটা মিল রয়েছে। তা হল অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য এরা প্রত্যেকেই বাড়ি ছেড়েছিলেন কোনও না কোনও সময়। কেউ কেউ আবার গিয়েছিলেন পরিবারের অমতেও।

সোনু সুদ থেকে নাসিরুদ্দিন, ইয়াশ থেকে কঙ্গনা- এঁদের পরিচয় একটাই। তাঁরা অভিনেতা। কিন্তু অভিনেতা হওয়ার পাশাপাশি এঁদের সবার মধ্যে একটা মিল রয়েছে। তা হল অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার জন্য এরা প্রত্যেকেই বাড়ি ছেড়েছিলেন কোনও না কোনও সময়। কেউ কেউ আবার গিয়েছিলেন পরিবারের অমতেও।

1 / 7
সোনু সুদ- গরীবের মসীহা সোনু সুদ। কিন্তু জার্নি এরকম ছিল না। বলিউডে ছিল না গডফাদার। লুধিয়ানা থেকে ট্রেনে করে এসেছিলেন মুম্বই। লুডিয়ানা স্টেশন থেকে কিনেছিলেন ফিল্মফেয়ার ম্যাগাজিন। আজ কুড়ি বছর পর ওই ম্যাগাজিনেই ছাপা হয় সোনুর ছবি। পারিবারিক ব্যবসা নয় সোনু চেয়েছিলেন নিজের আলাদা পরিচয় বানাতে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তা তিনি করে দেখিয়েছেন।

সোনু সুদ- গরীবের মসীহা সোনু সুদ। কিন্তু জার্নি এরকম ছিল না। বলিউডে ছিল না গডফাদার। লুধিয়ানা থেকে ট্রেনে করে এসেছিলেন মুম্বই। লুডিয়ানা স্টেশন থেকে কিনেছিলেন ফিল্মফেয়ার ম্যাগাজিন। আজ কুড়ি বছর পর ওই ম্যাগাজিনেই ছাপা হয় সোনুর ছবি। পারিবারিক ব্যবসা নয় সোনু চেয়েছিলেন নিজের আলাদা পরিচয় বানাতে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তা তিনি করে দেখিয়েছেন।

2 / 7
কঙ্গনা রানাওয়াত- বিতর্কে থাকতে ভালবাসেন তিনি। মাঝেমধ্যেই তাঁর মন্তব্য সৃষ্টি করে নতুন আলোচনার-বিতর্কের। কিন্তু অভিনয়ের দিক থেকে কঙ্গনা সত্যিই 'কুইন'। হিরোর দরকার নেই তাঁর। একা হাতে ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন হিমাচল প্রদেশের এই অভিনেত্রী। মাত্র ১৫ বছর বয়সে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন কঙ্গনা। বাবা পাশে ছিলেন না।

কঙ্গনা রানাওয়াত- বিতর্কে থাকতে ভালবাসেন তিনি। মাঝেমধ্যেই তাঁর মন্তব্য সৃষ্টি করে নতুন আলোচনার-বিতর্কের। কিন্তু অভিনয়ের দিক থেকে কঙ্গনা সত্যিই 'কুইন'। হিরোর দরকার নেই তাঁর। একা হাতে ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন হিমাচল প্রদেশের এই অভিনেত্রী। মাত্র ১৫ বছর বয়সে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন কঙ্গনা। বাবা পাশে ছিলেন না।

3 / 7
তার পর একটা লম্বা জার্নি। কঙ্গনা জানান, ২১ বছরের মধ্যেই সমস্ত রকম রিয়েল লাইফ 'ভিলেন'-এর সঙ্গে আলাপ হয়ে গিয়েছিল তাঁর। পাশাপাশি ওই ২১-এই অর্জন করেছিলেন জাতীয় পুরস্কার। কিনে ফেলেছিলেন মুম্বইয়ে নিজের টাকায় ফ্ল্যাটও।

তার পর একটা লম্বা জার্নি। কঙ্গনা জানান, ২১ বছরের মধ্যেই সমস্ত রকম রিয়েল লাইফ 'ভিলেন'-এর সঙ্গে আলাপ হয়ে গিয়েছিল তাঁর। পাশাপাশি ওই ২১-এই অর্জন করেছিলেন জাতীয় পুরস্কার। কিনে ফেলেছিলেন মুম্বইয়ে নিজের টাকায় ফ্ল্যাটও।

4 / 7
কেজিএফ দেখেছেন? তাহলে ইয়াশের সঙ্গে নিশ্চয়ই পরিচয় রয়েছে আপনার। বাবা চেয়েছিলেন ছেলে সরকারি চাকরি করুক। কিন্তু নিজের স্বপ্ন পূরণে মুম্বই পাড়ি দেন এই অভিনেতা।

কেজিএফ দেখেছেন? তাহলে ইয়াশের সঙ্গে নিশ্চয়ই পরিচয় রয়েছে আপনার। বাবা চেয়েছিলেন ছেলে সরকারি চাকরি করুক। কিন্তু নিজের স্বপ্ন পূরণে মুম্বই পাড়ি দেন এই অভিনেতা।

5 / 7
গডফাদার ছিল না কার্তিক আরিয়ানেরও। বম্বের এক ছোট্ট ফ্ল্যাটে ১২ জন ছেলের সঙ্গে রুম ভাগ করতেন তিনি। কিন্তু বছরের পর বছর পরিশ্রম, একের পর এক প্রত্যাখানের পর অবশেষে ব্রেক মেলে তাঁর। আজ তিনি জেন ওয়াইয়ের অন্যতম সফল অভিনেতা।

গডফাদার ছিল না কার্তিক আরিয়ানেরও। বম্বের এক ছোট্ট ফ্ল্যাটে ১২ জন ছেলের সঙ্গে রুম ভাগ করতেন তিনি। কিন্তু বছরের পর বছর পরিশ্রম, একের পর এক প্রত্যাখানের পর অবশেষে ব্রেক মেলে তাঁর। আজ তিনি জেন ওয়াইয়ের অন্যতম সফল অভিনেতা।

6 / 7
আত্মজীবনীতে বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ লিখেছিলেন, ১৬ বছর বয়সে অভিনেতা হওয়ার আশায় ঘর ছেড়েছিলেন তিনি। চেয়েছিলেন যা, তা পেয়েওছেন।

আত্মজীবনীতে বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ লিখেছিলেন, ১৬ বছর বয়সে অভিনেতা হওয়ার আশায় ঘর ছেড়েছিলেন তিনি। চেয়েছিলেন যা, তা পেয়েওছেন।

7 / 7
Follow Us: