Commonwealth Karate Championship: ৫ সোনা, ২ রুপো, ৩ ব্রোঞ্জ… ডারবানে বাংলার মুখ উজ্জ্বল করল ৬ ‘ক্যারাটে কিড’
দক্ষিণ আফ্রিকার ডারবানে ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ১১তম কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। ২৭টা কমনওয়েলথ দেশ এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। বাংলার ৭ প্লেয়ার জাতীয় দলে সুযোগ পেয়েছিল। সেখান থেকে ৬জন প্লেয়ার ১০টি পদক ভারতের হয়ে পদক জিতেছেন।
Most Read Stories