MS Dhoni Virat Kohli : ক্যাপ্টেন জ্যাক স্প্যারো রূপে ধোনি, ভিকে হলেন ভাইকিং!

AI generated Photos of Sports Persons : আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি বিভিন্ন ছবি হইচই ফেলে দিয়েছে নেটমাধ্যমে। কখনও দেশের ক্রিকেটাররা পিছিয়ে যাচ্ছেন পিছনে দিকে। কখনও টাইম মেশিনের করে কয়েক বছর এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি এআইয়ের তৈরি বেশি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জনপ্রিয় কিছু চরিত্রের ভূমিকায় মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকলে কেমন দেখতে লাগত তাঁদের।

| Updated on: May 18, 2023 | 9:30 AM
 এই এইআই আর্টের আর্টিস্টের নাম জো জন মুলর। মিডজার্নির মতো এআই এমএস ধোনিকে বানিয়ে দিয়েছেন হলিউডের বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর আদলে। ধোনিকে বলা হয়েছে 'পাইরেটস অব চেন্নাই'। (ছবি: ইনস্টাগ্রাম)

এই এইআই আর্টের আর্টিস্টের নাম জো জন মুলর। মিডজার্নির মতো এআই এমএস ধোনিকে বানিয়ে দিয়েছেন হলিউডের বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর আদলে। ধোনিকে বলা হয়েছে 'পাইরেটস অব চেন্নাই'। (ছবি: ইনস্টাগ্রাম)

1 / 8
চিনতে পারছেন ইনি কে? বিরাট কোহলিকে মিডজার্নি এআই বানিয়ে দিয়েছে ভাইকিং হিরো রাগনার লথব্রোক। এখানে বিরাট হলেন আরসিবি ভাইকিং। (ছবি: ইনস্টাগ্রাম)

চিনতে পারছেন ইনি কে? বিরাট কোহলিকে মিডজার্নি এআই বানিয়ে দিয়েছে ভাইকিং হিরো রাগনার লথব্রোক। এখানে বিরাট হলেন আরসিবি ভাইকিং। (ছবি: ইনস্টাগ্রাম)

2 / 8
মিডজার্নি এআইয়ের কাণ্ড কারখানা এখানেই শেষ নয়। রমজানের সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুবাইয়ের কোনও এক বাজারে খাবার তৈরিতে ব্যস্ত! (ছবি: ইনস্টাগ্রাম)

মিডজার্নি এআইয়ের কাণ্ড কারখানা এখানেই শেষ নয়। রমজানের সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দুবাইয়ের কোনও এক বাজারে খাবার তৈরিতে ব্যস্ত! (ছবি: ইনস্টাগ্রাম)

3 / 8
আর্টিস্ট নাম জো জন মুলরের আরও একটি এআই আর্টের কামাল। পথের ধারের ফুড স্টলের শেফ হয়ে গেলেন ডেভিড বেকহ্যাম। (ছবি: ইনস্টাগ্রাম)

আর্টিস্ট নাম জো জন মুলরের আরও একটি এআই আর্টের কামাল। পথের ধারের ফুড স্টলের শেফ হয়ে গেলেন ডেভিড বেকহ্যাম। (ছবি: ইনস্টাগ্রাম)

4 / 8
মহেন্দ্র সিং ধোনিকে বয়স্ক হলে কেমন দেখতে লাগবে? দেখে নিন এআইয়ের কামাল।  (ছবি: ইনস্টাগ্রাম)

মহেন্দ্র সিং ধোনিকে বয়স্ক হলে কেমন দেখতে লাগবে? দেখে নিন এআইয়ের কামাল। (ছবি: ইনস্টাগ্রাম)

5 / 8
সেই ধোনিরই ছেলেবেলার ছবি এঁকে দিয়েছে এআই। (ছবি: ইনস্টাগ্রাম)

সেই ধোনিরই ছেলেবেলার ছবি এঁকে দিয়েছে এআই। (ছবি: ইনস্টাগ্রাম)

6 / 8
Midjourney AI ব্যবহার করে বয়স্ক বিরাট কোহলির ছবি।   (ছবি: ইনস্টাগ্রাম)

Midjourney AI ব্যবহার করে বয়স্ক বিরাট কোহলির ছবি। (ছবি: ইনস্টাগ্রাম)

7 / 8
এআই নামক জাদুকাঠির ছোঁয়ায় কোহলি পৌঁছে গিয়েছেন ছেলেবেলায়।(ছবি: ইনস্টাগ্রাম)

এআই নামক জাদুকাঠির ছোঁয়ায় কোহলি পৌঁছে গিয়েছেন ছেলেবেলায়।(ছবি: ইনস্টাগ্রাম)

8 / 8
Follow Us: