নতুন বছরে ইস্টবেঙ্গলের তরফে নতুন চমক। ইন্ডিয়ান্স উইমেন্স লিগের জন্য এক বিদেশি ফুটবলারকে সই করাল লাল-হলুদ শিবির।(ছবি: সোশ্যাল মিডিয়া)
মেয়েদের ফুটবল নিয়ে সেই অর্থে মাতামাতি চোখে পড়ে না বাংলায়। এ বার মেয়েদের ফুটবলকে সকলের নজরে আনতে উদ্যোগী ইস্টবেঙ্গল। সমান গুরুত্ব দিয়ে পেশাদারিত্বের সঙ্গে দলে বদল আনতে চলেছে মশালবাহিনী। (ছবি: সোশ্যাল মিডিয়া)
চলতি মরসুমের জন্য বাংলাদেশের ফুটবলার সানজিদা আখতারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। এ বার লাল-হলুদ জার্সিতে মাঠ মাতাবেন ২২ বছরের এই তরুণী।(ছবি: সোশ্যাল মিডিয়া)
বাংলাদেশের ফুটবলে ইতিমধ্যেই ছাপ ফেলেছেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে নজর কেড়েছেন। এ বার পালা ইস্টবেঙ্গলের জার্সিতে জ্বলে ওঠার। (ছবি: সোশ্যাল মিডিয়া)
মাত্র ১০ বছর বয়স থেকেই ফুটবল নিয়ে রয়েছেন সানজিদা। ময়মনসিংহের মেয়ে তিনি। প্রাইমারি স্কুল থেকে ফুটবলের মঞ্চে পায়ে-খড়ি। (ছবি: সোশ্যাল মিডিয়া)
বঙ্গমাতা শেখ ফজিলাৎউন্নিসা মুজিব গোল্ড কাপে খেলার পর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এরপর অনূর্ধ্ব ১৬ ও অনূর্ধ্ব ১৯ টিমের হয়ে খেলেন। (ছবি: সোশ্যাল মিডিয়া)
সেখান থেকেই ডাক আসে জাতীয় দলের। এ বার লাল-হলুদ বাহিনীর অন্যতম ভরসা হতে চলেছেন তিনি। কলকাতা ময়দানে সানজিদাই হতে চলেছেন প্রথম বিদেশি মহিলা ফুটবলার। (ছবি: সোশ্যাল মিডিয়া)
শুধু পায়ের জাদুতেই নয়, রূপের ছটায় মুগ্ধ করেছেন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ইনস্টাগ্রামে ২৭ হাজারের বেশি ফলোয়ার তাঁর। (ছবি: সোশ্যাল মিডিয়া)