Cristiano Ronaldo: চোখ ধাঁধানো গোলে রেকর্ডও গড়লেন সিআর সেভেন

CR7: এই জোড়া গোলের মাধ্যমে রেকর্ড গড়লেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ১৮ ম্যাচে ১৮ গোল করলেন রোনাল্ডো। এ ছাড়া সৌদি লিগে ১৩ ম্যাচে ১৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ ছাড়া ৭ টি অ্যাসিস্ট করেছেন তিনি।৩৮ পেরিয়েও অপ্রতিরোধ্য রোনাল্ডো। জোড়া গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে ৫২৭ গোলের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সিআর সেভেন।

| Edited By: | Updated on: Nov 25, 2023 | 5:56 PM
তাঁর পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে তাঁর লক্ষ লক্ষ ভক্ত। তিনি আর কেউ নন, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি:X)

তাঁর পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব। পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে তাঁর লক্ষ লক্ষ ভক্ত। তিনি আর কেউ নন, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি:X)

1 / 8
ক্লাব ফুটবলে আলনাসেরের জার্সিতে খেলেন সিআর সেভেন। এ বার আল নাসেরের হয়ে দুর্দান্ত গোল করলেন বিশ্বের অন্য়তম সেরা ফুটবলার রোনাল্ডো।(ছবি:X)

ক্লাব ফুটবলে আলনাসেরের জার্সিতে খেলেন সিআর সেভেন। এ বার আল নাসেরের হয়ে দুর্দান্ত গোল করলেন বিশ্বের অন্য়তম সেরা ফুটবলার রোনাল্ডো।(ছবি:X)

2 / 8
শুক্রবার সন্ধ্যায় সৌদি প্রফেশনাল লিগে আল আখদৌদের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচের ১৩ মিনিটে সামি আল নাজির গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর ৭৭ মিনিটে গোল করেন রোনাল্ডো। (ছবি:X)

শুক্রবার সন্ধ্যায় সৌদি প্রফেশনাল লিগে আল আখদৌদের মুখোমুখি হয়েছিল আল নাসের। ম্যাচের ১৩ মিনিটে সামি আল নাজির গোলে এগিয়ে যায় আল নাসের। এরপর ৭৭ মিনিটে গোল করেন রোনাল্ডো। (ছবি:X)

3 / 8
এরপর প্রথম গোলের মাত্র তিন মিনিটের মাথায় ফের প্রতিপক্ষর জালে বল জড়ান রোনাল্ডো। গোলপোস্ট থেকে প্রায় ৩০ গজ দূর থেকে বল উড়িয়ে দলকে জিতিয়ে দেন। (ছবি:X)

এরপর প্রথম গোলের মাত্র তিন মিনিটের মাথায় ফের প্রতিপক্ষর জালে বল জড়ান রোনাল্ডো। গোলপোস্ট থেকে প্রায় ৩০ গজ দূর থেকে বল উড়িয়ে দলকে জিতিয়ে দেন। (ছবি:X)

4 / 8
রোনাল্ডোর গোলে আলহিলারের সঙ্গে সাফল্যের ব্যবধান কমাতে সফল হয় আল নাসের। শুক্রবার জোড়া গোল করে ৩-০ ব্যবধানে দলকে জয় এনে দেন পর্তুগিজ সুপার স্টার। (ছবি:X)

রোনাল্ডোর গোলে আলহিলারের সঙ্গে সাফল্যের ব্যবধান কমাতে সফল হয় আল নাসের। শুক্রবার জোড়া গোল করে ৩-০ ব্যবধানে দলকে জয় এনে দেন পর্তুগিজ সুপার স্টার। (ছবি:X)

5 / 8
এই জোড়া গোলের মাধ্যমে রেকর্ড গড়লেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ১৮ ম্যাচে ১৮ গোল করলেন রোনাল্ডো। (ছবি:X)

এই জোড়া গোলের মাধ্যমে রেকর্ড গড়লেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। আল নাসেরের জার্সিতে ১৮ ম্যাচে ১৮ গোল করলেন রোনাল্ডো। (ছবি:X)

6 / 8
এ ছাড়া সৌদি লিগে ১৩ ম্যাচে ১৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ ছাড়া ৭ টি অ্যাসিস্ট করেছেন তিনি। (ছবি:X)

এ ছাড়া সৌদি লিগে ১৩ ম্যাচে ১৫ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ ছাড়া ৭ টি অ্যাসিস্ট করেছেন তিনি। (ছবি:X)

7 / 8
৩৮ পেরিয়েও অপ্রতিরোধ্য রোনাল্ডো। জোড়া গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে ৫২৭ গোলের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সিআর সেভেন। (ছবি:X)

৩৮ পেরিয়েও অপ্রতিরোধ্য রোনাল্ডো। জোড়া গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে ৫২৭ গোলের বিশ্বরেকর্ড গড়ে ফেললেন সিআর সেভেন। (ছবি:X)

8 / 8
Follow Us: