India vs Malaysia: বৈষ্ণবীর স্বপ্নের অভিষেক, মাত্র তিন ওভারেই বিশ্বকাপে টানা জয় ভারতের
ICC U19 Women’s T20 World Cup 2025: বিশ্বকাপের মঞ্চে অভিষেক। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। সব মিলিয়ে পাঁচ উইকেট। স্বপ্নের অভিষেক বৈষ্ণবী শর্মার। মালয়েশিয়ার কুয়ালামপুরে অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপে টানা দু-ম্যাচেই সহজ জয়। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারতের মেয়েরা। এ দিন মালয়েশিয়াকেও হেলায় হারাল।
1 / 8
বিশ্বকাপের মঞ্চে অভিষেক। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক। সব মিলিয়ে পাঁচ উইকেট। স্বপ্নের অভিষেক বৈষ্ণবী শর্মার।
2 / 8
মালয়েশিয়ার কুয়ালামপুরে অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপ চলছে। টানা দু-ম্যাচেই সহজ জয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দলের।
3 / 8
প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারতের মেয়েরা। এ দিন মালয়েশিয়াকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারাল ভারত।
4 / 8
টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক নিকি প্রসাদ। মালয়েশিয়ার কোনও ব্যাটারই দু-অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
5 / 8
জোসিতা উইকেটের খাতা খোলেন। পারুনিকা সিসোদিয়া রান আউটে আর এক ওপেনারকে ফেরান। তিনে নামা নাজাতুল হিদায়েকে বোল্ড করেন আয়ুষী শুক্লা। এরপরই বৈষ্ণবী শর্মার দাপট।
6 / 8
বিশ্বকাপে অভিষেক ম্যাচে ৪ ওভার বোলিং করে ১টি মেডেন। মাত্র ৫ রান দিয়ে পাঁচ উইকেট। মালয়েশিয়া ইনিংসের ১৪তম ওভারে হ্যাটট্রিকও করেন বৈষ্ণবী।
7 / 8
বৈষ্ণবীর পাঁচ উইকেট, আয়ুষীর তিন এবং জোসিতা ১ উইকেট নেন। আর একটি রান আউট। ১৪.৩ ওভারের মধ্যে মাত্র ৩১ রানেই অলআউট মালেয়িশা। এর মধ্যে অতিরিক্ত থেকেই এসেছে ১১। ১০টি ওয়াইড করেছেন ভারতীয় বোলাররা।
8 / 8
বোর্ডে মাত্র ৩২ রানের লক্ষ্য। হাতে ২০ ওভার। ভারতীয় দলের জিততে লাগল মাত্র ২.৫ ওভার। গোঙারি তৃষা মাত্র ১২ বলে ২৭ রান করেন। উল্টোদিকে কমলিনী স্ট্রাইক পান মাত্র ৫ বল। তার একটিতে বাউন্ডারি। তৃষা ৫টি বাউন্ডারি সহ ২৭ রান করেন। সব ছবি : ICC