Bangla NewsPhoto gallerySports photos Head Coach Gautam Gambhir Visits Kalighat Temple, Offers Prayers Ahead Of IND vs ENG 1st T20I In Kolkata Check detail in Photos
Gautam Gambhir Visits Kalighat Temple: টি-টোয়েন্টিতে ভারতীয় দলের কোচ হিসেবে এখনও অবধি দুটো সিরিজেই জয়। ভারতের হেড কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টে শ্রীলঙ্কায় জয় দিয়েই শুরু করেছিলেন গৌতম গম্ভীর। কিন্তু শ্রীলঙ্কায় সেই সফরে ওয়ান ডে সিরিজে হার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জয়। কিন্তু অন্য ফরম্যাটে অস্বস্তি শুরু হয় এই সিরিজের পরই। নিউজিল্যান্ডের কাছে ঘরে ক্লিনসুইপ, অস্ট্রেলিয়ায় হার। নতুন বছরের প্রথম সিরিজের আগে কালীঘাটে ছুটলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।