২০০৯-২০২১ অবধি আইপিএলে খেলেছেন ক্যারিবিয়ান সুপারস্টার ক্রিস গেইল। কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পঞ্জাব, পঞ্জাব কিংস ও আরসিবির হয়ে ১৪২টি আইপিএল ম্যাচে খেলে ৩৫৭টি ছয় মেরেছেন গেইল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় দুইয়ে রয়েছেন রোহিত শর্মা। ডেকান চার্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে ২৫৭টি ম্যাচে ২৮০টি ছয় মেরেছেন রোহিত।
গেইল ও রোহিতের পর আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায়, তিনে রয়েছেন বিরাট কোহলি। ২০০৮-২০২৪ সাল অবধি আরসিবির জার্সিতে ২৫২টি আইপিএল ম্যাচে বিরাট মেরেছেন ২৭২টি ছয়।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় চারে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টস ও চেন্নাই সুপার কিংসের হয়ে ২৬৪টি ম্যাচে খেলেছেন। তাতে ২৫২টি ছয় মেরেছেন।
মহেন্দ্র সিং ধোনির পরই এই তালিকায় রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ১৮৪টি আইপিএল ম্যাচ খেলেছেন। তাতে মেরেছেন ২৫১টি ছয়।
এবিডির মতো আইপিএলে ১৮৪টি ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে খেলে ২৩৬টি ছয় মেরেছেন ওয়ার্নার।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় সাতে কায়রন পোলার্ড। ১৮৯টি আইপিএল ম্যাচে ২২৩টি ছয় মেরেছেন পোলার্ড। আর তিনি আইপিএলে খেলেন না। ফলে এই সংখ্যা আর বাড়ার নেই।
পোলার্ডের পর যে ক্রিকেটারের ব্যাটে আইপিএলে সবচেয়ে বেশি ছয় এসেছে, তিনি হলেন আন্দ্রে রাসেল। ১২৭টি আইপিএল ম্যাচে খেলে ২০৯টি ছয় মেরেছেন তিনি।
আইপিএলে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় নয় নম্বরে সঞ্জু স্যামসন। তিনি ১৬৮টি আইপিএল ম্যাচে ২০৬টি ছয় মেরেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ছয় মারার তালিকায় ১০ নম্বরে রয়েছেন সুরেশ রায়না। তিনি ২০৫টি ম্যাচে ২০৩টি ছয় মেরেছেন।