Richa Ghosh: কিপিং-ক্র্যাম্প-‘রিচা’র্জ, বাংলার মেয়েকে ওয়াংখেড়ের গ্যালারির কুর্নিশ
IND W vs AUS W, Richa Ghosh: বহুদিন পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের একটা ম্যাচ গ্যালারিতে বাড়তি উন্মাদনা তৈরি করল। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জিতেছে ভারত। কিন্তু ওয়ান ডে সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই হার। দ্বিতীয় ওয়ান ডে-তে মাত্র তিন রানে হার ভারতের। ওয়াংখেড়ের গ্যালারিতে আপশোষ, ইস রিচা যদি আর একটু সময় ক্রিজে থাকতেন! কেরিয়ারের সেরা ইনিংস খেলে রিচা যখন প্যাভিলিয়নের দিকে, দাঁড়িয়ে অভিবাদন জানাল গ্যালারি।
Most Read Stories