Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vinod Kambli: মুম্বইয়ে বিনোদ কাম্বলির বাড়ির এই ছবি দেখেছেন? লোন শোধ করতে না পারায়…

Vinod Kambli's Mumbai home: শখের বাড়ি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে একটি বাড়ি নিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। সচিন তেন্ডুলকরের সতীর্থ। যদিও শৃঙ্খলা ধরে রাখতে পারেননি। ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছেন। তেমনই হারিয়েছেন অনেক কিছুই। বান্দ্রায় যে বাড়িটি নিয়েছিলেন বিনোদ কাম্বলি তাঁর মূল্য প্রায় ৬ থেকে ৮ কোটি। যদিও লোন এবং মেইটেন্সের টাকা শোধ করতে না পারার বোঝা। কেমন দেখতে সেই বাড়ি?

| Updated on: Dec 10, 2024 | 10:12 PM
শখের বাড়ি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে একটি বাড়ি নিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। এখনও সেখানেই থাকেন। তবে তা নিয়ে অনেক সমস্যা রয়েছে।

শখের বাড়ি। মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে একটি বাড়ি নিয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। এখনও সেখানেই থাকেন। তবে তা নিয়ে অনেক সমস্যা রয়েছে।

1 / 8
সচিন তেন্ডুলকরের সতীর্থ। যদিও শৃঙ্খলা ধরে রাখতে পারেননি। ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছেন। তেমনই হারিয়েছেন অনেক কিছুই।

সচিন তেন্ডুলকরের সতীর্থ। যদিও শৃঙ্খলা ধরে রাখতে পারেননি। ক্রিকেট থেকে হারিয়ে গিয়েছেন। তেমনই হারিয়েছেন অনেক কিছুই।

2 / 8
বান্দ্রায় যে বাড়িটি নিয়েছিলেন বিনোদ কাম্বলি তাঁর মূল্য প্রায় ৬ থেকে ৮ কোটি। দুর্দান্ত ভাবে সাজিয়েছিলেন। কিন্তু ক্রিকেট কেরিয়ারে অবনতিই যেন সব শেষ।

বান্দ্রায় যে বাড়িটি নিয়েছিলেন বিনোদ কাম্বলি তাঁর মূল্য প্রায় ৬ থেকে ৮ কোটি। দুর্দান্ত ভাবে সাজিয়েছিলেন। কিন্তু ক্রিকেট কেরিয়ারে অবনতিই যেন সব শেষ।

3 / 8
হোম লোন দূর অস্ত, সোস্যাইটিকে যে মেইটেন্সের টাকা দিতে হয় সেটিও শোধ করতে পারেননি বিনোদ কাম্বলি। কেমন দেখতে সেই বাড়ি?

হোম লোন দূর অস্ত, সোস্যাইটিকে যে মেইটেন্সের টাকা দিতে হয় সেটিও শোধ করতে পারেননি বিনোদ কাম্বলি। কেমন দেখতে সেই বাড়ি?

4 / 8
বিনোদ কাম্বলি, অজিঙ্ক রাহানে, অজিত আগরকরের মতো মুম্বইয়ের অনেক ক্রিকেটারেরই বান্দ্রার জুয়েল টাওয়ারে অ্যাপার্টমেন্ট রয়েছে। অনেকে এখনও থাকেন।

বিনোদ কাম্বলি, অজিঙ্ক রাহানে, অজিত আগরকরের মতো মুম্বইয়ের অনেক ক্রিকেটারেরই বান্দ্রার জুয়েল টাওয়ারে অ্যাপার্টমেন্ট রয়েছে। অনেকে এখনও থাকেন।

5 / 8
এই অ্যাপার্টমেন্টে বিনোদ কাম্বলিরও ৩ BHK ফ্ল্যাট রয়েছে। তার আনুমানিক দাম, ৮ কোটি। লিভিং রুম, ওপেন স্টাইল কিচেন সবই রয়েছে। বাড়িতে একঝাঁক ছবি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছবিই বন্ধু এবং সতীর্থ সচিন তেন্ডুলকরের সঙ্গে।

এই অ্যাপার্টমেন্টে বিনোদ কাম্বলিরও ৩ BHK ফ্ল্যাট রয়েছে। তার আনুমানিক দাম, ৮ কোটি। লিভিং রুম, ওপেন স্টাইল কিচেন সবই রয়েছে। বাড়িতে একঝাঁক ছবি রয়েছে। এর মধ্যে বেশিরভাগ ছবিই বন্ধু এবং সতীর্থ সচিন তেন্ডুলকরের সঙ্গে।

6 / 8
বিনোদ কাম্বলির বিরুদ্ধে ২০১৩ সালে অভিযোগ দায়ের হয়, মেইটেন্যান্সের টাকা শোধ করেননি বিনোদ কাম্বলি। তখনই সেটার পরিমাণ ছিল ১০ লক্ষ টাকারও বেশি।

বিনোদ কাম্বলির বিরুদ্ধে ২০১৩ সালে অভিযোগ দায়ের হয়, মেইটেন্যান্সের টাকা শোধ করেননি বিনোদ কাম্বলি। তখনই সেটার পরিমাণ ছিল ১০ লক্ষ টাকারও বেশি।

7 / 8
শুধু তাই নয়, হোম লোন এবং কার লোনের ক্ষেত্রেও একই সমস্যা। বিনোদ কাম্বলি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ ওঠে সেই ২০১৪ সালে। এখন তাঁর পরিস্থিতি আরও সঙ্গীন। অনেক সতীর্থই চাইছেন বিনোদ কাম্বলিকে স্বাভাবিক জীবনে ফেরাতে। চেষ্টাও করছেন।

শুধু তাই নয়, হোম লোন এবং কার লোনের ক্ষেত্রেও একই সমস্যা। বিনোদ কাম্বলি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ঋণখেলাপের অভিযোগ ওঠে সেই ২০১৪ সালে। এখন তাঁর পরিস্থিতি আরও সঙ্গীন। অনেক সতীর্থই চাইছেন বিনোদ কাম্বলিকে স্বাভাবিক জীবনে ফেরাতে। চেষ্টাও করছেন।

8 / 8
Follow Us: