Virat Kohli: ক্যারিবিয়ান সফরে নজর কেড়েছে বিরাটের ইয়ারবাড থেকে ওয়াচ… কোহলির হাতে শোভা পাওয়া ঘড়ির দাম জানেন?
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি নিজেই একটা ব্র্যান্ড। তিনি ব্র্যান্ডেড পোশাক, ঘড়ি, চশমা ইত্যাদি ব্যবহার করবেন তেমনটাই স্বাভাবিক। আর তিনি ব্র্যান্ডেড জিনিসই ব্যবহার করেন। কোহলির ভক্তরা তাঁর বিভিন্ন ব্র্যান্ডেড জিনিসের দাম জানতে আগ্রহী থাকেন। ক্যারিবিয়ান সফরে নজর কেড়েছিল বিরাট কোহলির ইয়ারবাড। এ বার চর্চায় বিরাটের ঘড়ি।
Most Read Stories