Star Kids Failure: একা অনন্যা নন, একাধিক স্টার কিডের দিকে ধেয়ে এসেছে ‘খারাপ’ অভিনয়ের তকমা, বাদ যাননি আলিয়াও!

Bollywood Star Kids: কারা তাঁরা? এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন স্টার কিডরা?

| Edited By: | Updated on: Aug 27, 2022 | 2:20 PM
তারকা সন্তানদের লঞ্চ করা নিয়ে অনেক পরিচালক-প্রযোজককে কটূ কথা শুনতে হয়েছে। প্রচলিত ধারণা, কম পরিশ্রমে তাড়াতাড়ি কাজের সুযোগ পান স্টার কিডরা। যে কারণে বলি অন্দরে নেপোটিজ়ম কথার প্রচলন আছে। সেই স্টার কিডদেরই কেউ-কেউ আজ অনেক নাম করেছেন। কিন্তু তাঁদের অনেকেরই প্রথম অভিনীত ছবি খারাপ ফল দিয়েছিল তাঁদেরই অভিনয়ের কারণে। কারও কারও অভিনয়ের সুযোগও ছিল না।

তারকা সন্তানদের লঞ্চ করা নিয়ে অনেক পরিচালক-প্রযোজককে কটূ কথা শুনতে হয়েছে। প্রচলিত ধারণা, কম পরিশ্রমে তাড়াতাড়ি কাজের সুযোগ পান স্টার কিডরা। যে কারণে বলি অন্দরে নেপোটিজ়ম কথার প্রচলন আছে। সেই স্টার কিডদেরই কেউ-কেউ আজ অনেক নাম করেছেন। কিন্তু তাঁদের অনেকেরই প্রথম অভিনীত ছবি খারাপ ফল দিয়েছিল তাঁদেরই অভিনয়ের কারণে। কারও কারও অভিনয়ের সুযোগও ছিল না।

1 / 6
অনন্যা পাণ্ডে- বহু স্টারের সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অনন্যা পাণ্ডের। তালিকায় নাম ছিল কার্তিক আরিয়ানেরও। পতি পত্নী অউর ও ছবির সেটে তাঁরা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।

অনন্যা পাণ্ডে- বহু স্টারের সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছে অনন্যা পাণ্ডের। তালিকায় নাম ছিল কার্তিক আরিয়ানেরও। পতি পত্নী অউর ও ছবির সেটে তাঁরা ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন।

2 / 6
অনন্যাকে কটাক্ষ শুনতে হচ্ছে। তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা। 'লাইগার'-এ তাঁর পারফরম্যান্স দেখে দর্শক বলেছেন, অনন্যা নায়িকা হওয়ার যোগ্য নন। তাঁকে কেন কেউ কাস্ট করেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। কিন্তু কেবল অনন্যা নন, তাঁর মতো আরও অনেক স্টার কিড আছেন, যাঁদের প্রথম ছবিতে অভিনয় দর্শকের ভাল লাগেনি।

অনন্যাকে কটাক্ষ শুনতে হচ্ছে। তিনি অভিনেতা চাঙ্কি পাণ্ডের কন্যা। 'লাইগার'-এ তাঁর পারফরম্যান্স দেখে দর্শক বলেছেন, অনন্যা নায়িকা হওয়ার যোগ্য নন। তাঁকে কেন কেউ কাস্ট করেন, তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকে। কিন্তু কেবল অনন্যা নন, তাঁর মতো আরও অনেক স্টার কিড আছেন, যাঁদের প্রথম ছবিতে অভিনয় দর্শকের ভাল লাগেনি।

3 / 6
তালিকায় আছে জাহ্নবী কাপুরের নাম। জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক'। শ্রীদেবী ও বনি কাপুরের কন্যার এমন অভিনয় ভাল লাগেনি দর্শকের। পরবর্তীতে অবশ্য গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছিলেন জাহ্নবী।

তালিকায় আছে জাহ্নবী কাপুরের নাম। জাহ্নবীর প্রথম ছবি 'ধড়ক'। শ্রীদেবী ও বনি কাপুরের কন্যার এমন অভিনয় ভাল লাগেনি দর্শকের। পরবর্তীতে অবশ্য গুঞ্জন সাক্সেনার চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছিলেন জাহ্নবী।

4 / 6
হৃত্বিকের পর ডান্স কিংবা অ্যাকশনে সকলের নজর কেড়েছেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যাঁর প্রতিটা ছবিতেই অ্যাকশনে থাকে বিশেষত্ব। তবে সব ক্ষেত্রে কী একই মন্ত্র কাজ করে!

হৃত্বিকের পর ডান্স কিংবা অ্যাকশনে সকলের নজর কেড়েছেন টাইগার শ্রফ। বর্তমানে বলিউডের অন্যতম অ্যাকশন হিরো। যাঁর প্রতিটা ছবিতেই অ্যাকশনে থাকে বিশেষত্ব। তবে সব ক্ষেত্রে কী একই মন্ত্র কাজ করে!

5 / 6
স্টার কিডদের দিকে ধেয়ে আসা সমস্ত আক্রমণকে যিনি একাই পরাজিত করেছেন, তিনি আলিয়া ভাট। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ আলিয়ার অভিনয় দেখে কেউ আন্দাজই করতে পারেননি পরবর্তীকালে তিনি 'হাইওয়ে', 'উড়তা পাঞ্জাব', 'রাজ়ি'... এমনকী 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র মতো চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। এই মুহূর্তে হলিউডেও হাতেখড়ি হয়ে গিয়েছে মহেশ ভাট ও সোনি রাজদানের কন্যার। রণবীর কাপুরকে বিয়ে করেছেন। অন্তঃসত্ত্বা আলিয়া স্বাগত জানাতে চলেছেন তাঁর প্রথম সন্তানকে।

স্টার কিডদের দিকে ধেয়ে আসা সমস্ত আক্রমণকে যিনি একাই পরাজিত করেছেন, তিনি আলিয়া ভাট। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ আলিয়ার অভিনয় দেখে কেউ আন্দাজই করতে পারেননি পরবর্তীকালে তিনি 'হাইওয়ে', 'উড়তা পাঞ্জাব', 'রাজ়ি'... এমনকী 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র মতো চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন। এই মুহূর্তে হলিউডেও হাতেখড়ি হয়ে গিয়েছে মহেশ ভাট ও সোনি রাজদানের কন্যার। রণবীর কাপুরকে বিয়ে করেছেন। অন্তঃসত্ত্বা আলিয়া স্বাগত জানাতে চলেছেন তাঁর প্রথম সন্তানকে।

6 / 6
Follow Us:
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
ইনফোসিসের পতনে নারায়ণমূর্তির পরিবারের লস কত হয়েছে জানেন?
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
জেলাশাসকের মাথায় ‘প্রভাবশালী শাশুড়ি’র হাত, ফের কোটি কোটির দুর্নীতির অ
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
এবার পাতালঘরে ঢুকে গেল বাংলাদেশের বাজার!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
রেলের শেয়ারেরই দিন, চড়চড়িয়ে বাড়ল ইরকন ইন্টারন্যাশনাল থেকে আরভিএনএল!
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
অভিষেককে সরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মমতাকে পরামর্শ সুকান্তর
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
১ দিনেই ৮০ শতাংশ লাফ, আপনার আছে নাকি এই শেয়ার?
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
যেন ক্লিয়ারেন্স সেল, পুরনো দামে মিলছে IRCTC, CONCOR
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
পাহাড় চড়ল দালাল স্ট্রিট, আপার সার্কিট হিট করল একাধিক শেয়ার
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
নতুন বছরে নিন এই রেজোলিউশন, আসতে পারে অর্থনৈতিক স্বাধীনতা
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ
কাটা ঘুড়ির মতো গোঁত্তা খেয়ে বাস্তবতার মাটিতে আছড়ে পড়েছে বাংলাদেশ