দেখুন ছবিতে: কোন কোন চরিত্রকে ‘না’ বলেছিলেন রাজের সিমরণ?

নব্বইয়ের দশকের অন্যতম সেরা অভিনেত্রীদের তালিকায় গণ্য করা হত তাঁকে। তাতেও এমন কিছু সুপারহিট সিনেমা রয়েছে, যেগুলিকে তিনি না বলেছিলেন। কে সেই অভিনেত্রী এবং কোন সিনেমাকেই না বলেছিলেন তিনি? দেখে নিন এক নজরে...

| Edited By: | Updated on: Aug 15, 2021 | 5:58 PM
দিল সে: মণি রত্নমের অন্যতম জনপ্রিয় সিনেমা 'দিল সে', যেখানে কাজল না বলেছিলেন মেঘনা চরিত্রকে।

দিল সে: মণি রত্নমের অন্যতম জনপ্রিয় সিনেমা 'দিল সে', যেখানে কাজল না বলেছিলেন মেঘনা চরিত্রকে।

1 / 7
বীর-জারা: ভারতীয় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় প্রেমের গল্প বীর-জারা। সেই জারার চরিত্রকে প্রত্যাখ্যান করেন কাজল।

বীর-জারা: ভারতীয় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় প্রেমের গল্প বীর-জারা। সেই জারার চরিত্রকে প্রত্যাখ্যান করেন কাজল।

2 / 7
দিল তো পাগল হ্যায়: শাহরুখ-কাজল জুটি হিট থাকা সত্ত্বেও নিশার মত চরিত্রকে না বলেন কাজল।

দিল তো পাগল হ্যায়: শাহরুখ-কাজল জুটি হিট থাকা সত্ত্বেও নিশার মত চরিত্রকে না বলেন কাজল।

3 / 7
চলতে চলতে: সময়ের অভাবে কাজলের হাত ছাড়া হয়ে যায় প্রিয়া চোপড়ার মত চরিত্র।

চলতে চলতে: সময়ের অভাবে কাজলের হাত ছাড়া হয়ে যায় প্রিয়া চোপড়ার মত চরিত্র।

4 / 7
মোহাব্বতে: মোহাব্বতের মেঘা চরিত্রকেও না বলেছিলেন কাজল।

মোহাব্বতে: মোহাব্বতের মেঘা চরিত্রকেও না বলেছিলেন কাজল।

5 / 7
কভি আলবিদা না কেহনা: নয়না চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না কাজল। পরবর্তীকালে রানি মুখার্জীকে কাস্ট করা হয় এই সিনেমায়।

কভি আলবিদা না কেহনা: নয়না চরিত্রে অভিনয় করতে রাজি ছিলেন না কাজল। পরবর্তীকালে রানি মুখার্জীকে কাস্ট করা হয় এই সিনেমায়।

6 / 7
থ্রি ইডিয়টস: পিয়ার চরিত্র করতে রাজি ছিলেন না কাজল তাই এই চরিত্রে কাস্ট করা হয় করিনা কাপুর খানকে।

থ্রি ইডিয়টস: পিয়ার চরিত্র করতে রাজি ছিলেন না কাজল তাই এই চরিত্রে কাস্ট করা হয় করিনা কাপুর খানকে।

7 / 7
Follow Us: