Sushant Singh Rajput: সুশান্তের নামের মাঝেই লুকিয়ে ছিলেন তাঁর মা

SSR Unknow Facts: না, কেবল দস্তুর মত অভিনয়ই নয়, সুশান্ত যে একাধারে একাধিক বিষয় পারদর্শী ছিলেন, তা নতুন করে বলার কিছু নেই। তবে সুশান্ত সিং রাজপুত এমনই এক নাম, যাঁর সম্পর্কে যতটা বলা যায়, হয়তো ততটাই কম।

| Edited By: | Updated on: Jun 13, 2022 | 12:31 PM
১৪ জুন ২০২০, দিনটা ছিল রবিবার, বেলা ১টার সময়ই হঠাৎই একটা খবরে তোলপাড় হয়েছিল বলিউড। খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু।

১৪ জুন ২০২০, দিনটা ছিল রবিবার, বেলা ১টার সময়ই হঠাৎই একটা খবরে তোলপাড় হয়েছিল বলিউড। খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু।

1 / 6
না, কেবল দস্তুর মত অভিনয়ই নয়, সুশান্ত যে একাধারে একাধিক বিষয় পারদর্শী ছিলেন, তা নতুন করে বলার কিছু নেই। তবে সুশান্ত সিং রাজপুত এমনই এক নাম, যার সম্পর্কে যতটা বলা যায়, হয়তো ততটাই কম।

না, কেবল দস্তুর মত অভিনয়ই নয়, সুশান্ত যে একাধারে একাধিক বিষয় পারদর্শী ছিলেন, তা নতুন করে বলার কিছু নেই। তবে সুশান্ত সিং রাজপুত এমনই এক নাম, যার সম্পর্কে যতটা বলা যায়, হয়তো ততটাই কম।

2 / 6
পদার্থবিদ্যার প্রতিটা তাঁর ভালবাসার কথা কম বেশি সকলেরই জানা। তবে জানেন কি, জাতীয়স্তরে অলিম্পিক বিজেতা ছিলেন তিনি পদার্থবিদ্যায়।

পদার্থবিদ্যার প্রতিটা তাঁর ভালবাসার কথা কম বেশি সকলেরই জানা। তবে জানেন কি, জাতীয়স্তরে অলিম্পিক বিজেতা ছিলেন তিনি পদার্থবিদ্যায়।

3 / 6
দিল্লিতে থাকাকালিন তিনি থিয়েটরে অভিনয়ও করতেন। টিভির পর্দায় তাঁর প্রথম আত্মপ্রকাশ এই তথ্য কিন্তু সত্য নয়। কিস দেশ মে গঙ্গা রহেতি হ্যায় ছবি দিয়ে তিনি অভিনয় শুরু করেছিলেন।

দিল্লিতে থাকাকালিন তিনি থিয়েটরে অভিনয়ও করতেন। টিভির পর্দায় তাঁর প্রথম আত্মপ্রকাশ এই তথ্য কিন্তু সত্য নয়। কিস দেশ মে গঙ্গা রহেতি হ্যায় ছবি দিয়ে তিনি অভিনয় শুরু করেছিলেন।

4 / 6
বর্তমানে সুশান্তের পরিবারের সঙ্গে যত্নে রয়েছে ফাজ়। সুশান্তের রেখে যাওয়া এই প্রিয় পোষ্যকেই আগলে রেখেছে পরিবারের সকলেই।

বর্তমানে সুশান্তের পরিবারের সঙ্গে যত্নে রয়েছে ফাজ়। সুশান্তের রেখে যাওয়া এই প্রিয় পোষ্যকেই আগলে রেখেছে পরিবারের সকলেই।

5 / 6
সুশান্তের নামের মাঝেই লুকিয়ে তাঁর মায়ের নাম। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মায়ের নাম উষা ( Usha), যা সুশান্ত (Sushant) নামের মাঝেই রয়েছে।

সুশান্তের নামের মাঝেই লুকিয়ে তাঁর মায়ের নাম। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর মায়ের নাম উষা ( Usha), যা সুশান্ত (Sushant) নামের মাঝেই রয়েছে।

6 / 6
Follow Us: