Ranbir Kapoor Baby Look Alike: এই ছোট্ট ছেলেটি রণবীরের লুক অ্যালাইক, তাঁর পদবী আবার ভাট

Nirav Bhatt: বাচ্চাটির নাম নীরব ভাট। সে ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। তাঁকে নিয়ে আলোচনা সর্বত্র।

| Edited By: | Updated on: Oct 28, 2022 | 5:54 PM
ভারী মজাদার ব্যাপার ঘটে গিয়েছে। ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে একটি ছোট্ট ছেলে। সেই ছেলেটির নাম নীরব ভাট। সেই বাচ্চাটি নাকি রণবীর কাপুরের লুক অ্যালাইক। তাঁকে প্রথম দেখে চমকে গিয়েছিল নেটপাড়া। এমনকী চমকেছেন রণবীর-পত্নী অভিনেত্রী আলিয়া ভাটও।

ভারী মজাদার ব্যাপার ঘটে গিয়েছে। ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে একটি ছোট্ট ছেলে। সেই ছেলেটির নাম নীরব ভাট। সেই বাচ্চাটি নাকি রণবীর কাপুরের লুক অ্যালাইক। তাঁকে প্রথম দেখে চমকে গিয়েছিল নেটপাড়া। এমনকী চমকেছেন রণবীর-পত্নী অভিনেত্রী আলিয়া ভাটও।

1 / 7
কাপুর পরিবারের মতো দেখতে নীরবকে। হুবহু মিল রণবীর কাপুরের সঙ্গে। এক ঝলকে দেখে মনে হবে রণবীরের ছেলেবেলা। এই মুহূর্তে বাচ্চাটি নেটমহলে আলোচনার কেন্দ্রে।

কাপুর পরিবারের মতো দেখতে নীরবকে। হুবহু মিল রণবীর কাপুরের সঙ্গে। এক ঝলকে দেখে মনে হবে রণবীরের ছেলেবেলা। এই মুহূর্তে বাচ্চাটি নেটমহলে আলোচনার কেন্দ্রে।

2 / 7
ছোট্ট নীরব খুব স্মার্ট বাচ্চা। সে কিন্তু ছোট থেকেই শো বিজ়ে অভ্যস্থ। নানা ধরনের বিজ্ঞাপনে কাজ করে ফেলেছে ইতিমধ্যেই। এমনকী মজার বিষয় হল, আলিয়া এই কথা জানতে পেরে নিজের কিডস ওয়্যার ব্র্যান্ডে মডেল হিসেবে কাস্ট করেছেন নীরবকে।

ছোট্ট নীরব খুব স্মার্ট বাচ্চা। সে কিন্তু ছোট থেকেই শো বিজ়ে অভ্যস্থ। নানা ধরনের বিজ্ঞাপনে কাজ করে ফেলেছে ইতিমধ্যেই। এমনকী মজার বিষয় হল, আলিয়া এই কথা জানতে পেরে নিজের কিডস ওয়্যার ব্র্যান্ডে মডেল হিসেবে কাস্ট করেছেন নীরবকে।

3 / 7
নীরবের আরও গুণ আছে। সে দারুণ ভাল পিয়ানো বাজায়। তাঁর পিয়ানো বাজানোর ভিডিয়োও ভাইরাল হয়েছে।

নীরবের আরও গুণ আছে। সে দারুণ ভাল পিয়ানো বাজায়। তাঁর পিয়ানো বাজানোর ভিডিয়োও ভাইরাল হয়েছে।

4 / 7
এই মুহূর্তে নীরবকে নিয়ে আলোচনা চলছে। কাকতালীয় বিষয় বাবা হতে চলেছেন রণবীর। সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া। তার আগেই রণবীরের বাচ্চা লুক অ্যালাইক ভাইরাল।

এই মুহূর্তে নীরবকে নিয়ে আলোচনা চলছে। কাকতালীয় বিষয় বাবা হতে চলেছেন রণবীর। সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া। তার আগেই রণবীরের বাচ্চা লুক অ্যালাইক ভাইরাল।

5 / 7
নীরবের পাশে এই বাচ্চা মেয়েটিকে দেখে সকলে তাঁর সঙ্গে আলিয়ার মিল খুঁজে পেয়েছেন। সকলে বলছেন, রণবীর আলিয়ার বেবি ভার্শন।

নীরবের পাশে এই বাচ্চা মেয়েটিকে দেখে সকলে তাঁর সঙ্গে আলিয়ার মিল খুঁজে পেয়েছেন। সকলে বলছেন, রণবীর আলিয়ার বেবি ভার্শন।

6 / 7
রণবীরের ছোটবেলার জন্য কোনও বাচ্চাকে কাস্ট করতে হলে নীরবকেই করা যেতে পারে, এমন কথাও বলছেন অনেকে।

রণবীরের ছোটবেলার জন্য কোনও বাচ্চাকে কাস্ট করতে হলে নীরবকেই করা যেতে পারে, এমন কথাও বলছেন অনেকে।

7 / 7
Follow Us: