AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs England 2021: ওভাল জয়ের পর কোহলিদের নয়া মিশন ম্যাঞ্চেস্টার

৫০ বছর পর ওভালে টেস্ট (Oval Test) ম্যাচ জিতেছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। এই মুহূর্তে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ভারত-ইংল্যান্ড (India vs England ) সিরিজের শেষ টেস্ট হবে ম্যাঞ্চেস্টারের (Manchester) ওল ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে। ওভাল টেস্ট জয়ের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ম্যাঞ্চেস্টারের উদ্দেশ্যে রওনা দিলেন। কোহলিদের সঙ্গে শেষ টেস্টে উপস্থিত থাকতে পারবেন না ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri), ভারতের বোলিং কোচ ভরত অরুণ (B. Arun) ও ফিল্ডিং কোচ আর শ্রীধর (R. Sridhar)।

| Edited By: | Updated on: Sep 07, 2021 | 6:30 PM
Share
ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে হবে বিরাট-রুট দ্বৈরথের শেষ ম্যাচ। (সৌজন্যে- টুইটার)

ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে হবে বিরাট-রুট দ্বৈরথের শেষ ম্যাচ। (সৌজন্যে- টুইটার)

1 / 4
 ওভাল অভিযান শেষ, নতুন মিশন ম্যাঞ্চেস্টার। (সৌজন্যে-ঋদ্ধিমান সাহা ইন্সটাগ্রাম)

ওভাল অভিযান শেষ, নতুন মিশন ম্যাঞ্চেস্টার। (সৌজন্যে-ঋদ্ধিমান সাহা ইন্সটাগ্রাম)

2 / 4
মহম্মদ সিরাজ ভারত-ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলেও অক্ষর প্যাটেল এখনও এই সিরিজে বল হাতে বাজিমাত করতে পারেননি। শেষ টেস্টে কি ২২ গজে দেখা যাবে অক্ষরকে? (সৌজন্যে-অক্ষর প্যাটেল টুইটার)

মহম্মদ সিরাজ ভারত-ইংল্যান্ড সিরিজে সুযোগ পেলেও অক্ষর প্যাটেল এখনও এই সিরিজে বল হাতে বাজিমাত করতে পারেননি। শেষ টেস্টে কি ২২ গজে দেখা যাবে অক্ষরকে? (সৌজন্যে-অক্ষর প্যাটেল টুইটার)

3 / 4
স্ত্রী ও মেয়ের সঙ্গে ম্যাঞ্চেস্টার যাওয়ার বিমানে উমেশ যাদব। (সৌজন্যে-উমেশ যাদব টুইটার)

স্ত্রী ও মেয়ের সঙ্গে ম্যাঞ্চেস্টার যাওয়ার বিমানে উমেশ যাদব। (সৌজন্যে-উমেশ যাদব টুইটার)

4 / 4