আজ UPI শুধুমাত্র ভারতে নয়, অন্যান্য দেশেও ব্যবহৃত হচ্ছে। ভারতে UPI চালু হলেও ধীরে ধীরে বিশ্বেও এর ব্যবহার দেখা যাচ্ছে। এখন সব জায়গাতেই অনলাইন পেমেন্টের জন্য QR কোডটি দেখতে পাবেন। ফলে নগদ না থাকলেও সমস্যা নেই।
ইউপিআই-তে ব্যাঙ্ক সার্ভার ডাউন থাকার ফলে, অনেক সময় পেমেন্ট আটকে যায়। আর তাতেই বিপদে পড়তে হয়। এদিকে আপনার কাছে নগদ নেই। আবার এদিকে UPI-ও কাজ করছে না।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় জানা আছে কি? এমন সমস্যা হলে বা কখনও পেমেন্ট আটকে গেলে কী করবেন, তা দেখে নিন। সেই সঙ্গে এই ধরনের সমস্যা কী কী কারণে হয়, তাও জানুন।
UPI পেমেন্টের জন্য ভাল ইন্টারনেট কানেকশন থাকা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইন্টারনেট কানেকশনে কোনও সমস্যা হলে, আপনার পেমেন্ট বন্ধ হয়ে যাবে। তাই ফোনে সিগন্যাল কম থাকলে পেমেন্ট করবেন না।
অনেক সময় ব্যাঙ্ক সার্ভার ডাউন থাকার কারণে পেমেন্টে সমস্যা দেখা দেয়। এই ধরনের সমস্যা এড়াতে, আপনি UPI-এর সঙ্গে একাধিক অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখুন। দুটি অ্যাকাউন্ট লিঙ্ক করার সুবিধা হল একটি ব্যাঙ্কের সার্ভার ডাউন থাকলে অন্য ব্যাঙ্ক থেকে সহজেই পেমেন্ট করা যাবে।
UPI লাইট ব্যবহার করেও আপনি পেমেন্ট সময় যে কোনও সমস্যা এড়িয়ে যেতে পারবেন। তবে এতে শুধুমাত্র 4000 টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়। এতে ইন্টারনেটেরও কোনও প্রয়োজন নেই। তাই ব্যাঙ্কের সার্ভারেরও প্রসঙ্গ আসে না।
অনেক সময় আমরা তাড়াহুড়ো করে ভুল পিন লিখি, যার ফলে পেমেন্ট আটকে যায়। তাই যখনই কোনও UPI পেমেন্ট করবেন, সঠিকভাবে পিন লেখা খুব দরকার।
কখনও কখনও এমনও হয় যে, আপনার পেমেন্টের দৈনিক সীমা শেষ হয়ে গিয়েছে। তাই আপনি পেমেন্ট করতে চেয়েও আর পেমেন্ট হচ্ছে না। তাই UPI পেমেন্ট সীমা চেক করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।