BCCI AGM: দীর্ঘ কয়েক বছর বাদে শহরে বোর্ডের বার্ষিক সাধারণ সভা

আজ, শনিবার কলকাতায় বিসিসিআইয়ের (BCCI) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। দীর্ঘ কয়েক বছর বাদে শহরে বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হল। যে বিষয়গুলি নিয়ে এই AGM- এ আলোচনা হল, সেগুলি হল-

| Edited By: | Updated on: Dec 04, 2021 | 6:48 PM
 ম্যাচ অফিসিয়ালস আর সাপোর্ট স্টাফদের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হল। (ছবি সৌজন্য-বিসিসিআই)

ম্যাচ অফিসিয়ালস আর সাপোর্ট স্টাফদের বয়সসীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করা হল। (ছবি সৌজন্য-বিসিসিআই)

1 / 4
বোর্ডের সভায় বিহার, উত্তরাখণ্ড, পুদুচেরি, উত্তর - পূর্ব রাজ্যগুলির পরিকাঠামোতে বিশেষ নজর। (ছবি সৌজন্য-বিসিসিআই)

বোর্ডের সভায় বিহার, উত্তরাখণ্ড, পুদুচেরি, উত্তর - পূর্ব রাজ্যগুলির পরিকাঠামোতে বিশেষ নজর। (ছবি সৌজন্য-বিসিসিআই)

2 / 4
২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের অ্যাকাউন্টস পাস। (ছবি সৌজন্য-বিসিসিআই)

২০১৯-২০ ও ২০২০-২১ বর্ষের অ্যাকাউন্টস পাস। (ছবি সৌজন্য-বিসিসিআই)

3 / 4
আইপিএল গভর্নিং কাউন্সিলে বহাল ব্রীজেশ প্যাটেল ও খইরুল জামাল মজুমদার। রইলেন প্রজ্ঞান ওঝাও। (ছবি সৌজন্য-বিসিসিআই)

আইপিএল গভর্নিং কাউন্সিলে বহাল ব্রীজেশ প্যাটেল ও খইরুল জামাল মজুমদার। রইলেন প্রজ্ঞান ওঝাও। (ছবি সৌজন্য-বিসিসিআই)

4 / 4
Follow Us: