অমর্ত্য মুখোপাধ্য়ায়
Dec 28, 2020 | 4:04 PM
করোনা আবহে এবার ক্রিসমাস পার্টি জমুক বাড়িতেই। সুস্বাদু খাবার-পানীয়ের সঙ্গে থাকুক পছন্দের সিনেমা। টলি-বলি তো অনেক দেখলেন। এবার পাড়ি দেওয়া যাক হলিউডে। নস্ট্যালজিয়ায় ফিরে অবশ্যই দেখুন হোম অ্যালোন ১ ও ২।
The Polar Express, ২০০৪ সালে রিলিজ হওয়া এই ছবি দেখতে পাবেন অ্যামাজন প্রাইম এবং নেটফ্লিক্সে।
How the Grinch Stole Christmas, ২০০০ সালে রিলিজ হওয়া এই ছবি দেখা যাবে নেটফ্লিক্সে।
Happiest Season, এই ছবিও রিলিজ হয়েছে ২০০০ সালে। দেখা যাবে Hulu-তে। এই Hulu একটি মার্কিং স্ট্রিমিং সংস্থা। লাইভ এবং অনলাইনে সিরিজ এবং সিনেমা দেখা যায় Hulu-তে।
Klaus ছবিটি রিলিজ হয়েছিল গত বছর অর্থাৎ ২০১৯ সালে। এখন দেখা যাবে নেটফ্লিক্সে।
Jingle All The Way। ১৯৯৬ সালে রিলিজ হওয়া এই সিনেমা এখন দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
২০০৬ সালে রিলিজ হওয়া The Holiday দেখা যাবে অ্যাপল টিভিতে।
Arthur Christmas, ২০১১ সালে রিলিজ হয়েছিল সিনেমা। দেখা যাবে অ্যাপেল টিভি।
A Christmas Carol, ২০০৯ সালে রিলিজ হয়েছিল এই সিনেমা। দেখা যাচ্ছে ডিজনি প্লাস হটস্টারে।
Edward Scissorhands, ২০১১ সালে রিলিজ হওয়া এই সিনেমা দেখা যাবে অ্যাপল টিভিতে।
২০০৩ সালে রিলিজ হয়েছিল Elf। এই ক্রিসমাসে দেখতে পাবেন নেটফ্লিক্সে।
Love Actually, এই সিনেমা রিলিজ হয়েছিল ২০০৩ সালে। অনলাইন স্টড়িমিং নয় বরং ডিভিডি এনে দেখুন এই ছবি।
It’s A Wonderful Life, ১৯৪৬ সালে রিলিজ হয়েছিল সাদা-কালো এই সিনেমা। জনপ্রিয়তার নিরিখে আজও দর্শকমহলে এই ছবির যথেষ্ট প্রাধান্য রয়েছে। অতএব ডিভিডি এনে দেখে ফেলুন এই সিনেমা।
The Nightmare Before Christmas, ১৯৯৫ সালে রিলিজ হয়েছিল এই ছবি। এই সিনেমা দেখতে হলেও ডিভিডি-ই ভরসা।