AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Love Bites: গলায়-পিঠে লাভ বাইটের চিহ্ন, তোয়াক্কা না করেই বাড়ির বাইরে পা রেখেছিলেন এই ৭ বলি তারকা

Bollywood Celebrities: শরীরে আদরের চিহ্ন প্রদর্শন এখন একটি ট্রেন্ড। অনেকেই গা ভাসিয়েছেন সেই ট্রেন্ডে। কখনও অনমনে, কখনও ইচ্ছা করে। শাহরুখ থেকে সারা... সকলেই আছেন সেই তালিকায়।

| Edited By: | Updated on: Oct 17, 2022 | 5:40 PM
Share
শাহরুখ খান - কালো শার্ট পরেছিলেন। মাথায় ছিল পনিটেল। গলায় ছিল গাঢ় লাল দাগ। খোদ শাহরুখ খানের লাভ বাইট সামনে এসেছিল। সকলের আকর্ষণ কেড়েছিল সেই ভালবাসার কামড়।

শাহরুখ খান - কালো শার্ট পরেছিলেন। মাথায় ছিল পনিটেল। গলায় ছিল গাঢ় লাল দাগ। খোদ শাহরুখ খানের লাভ বাইট সামনে এসেছিল। সকলের আকর্ষণ কেড়েছিল সেই ভালবাসার কামড়।

1 / 7
প্রিয়াঙ্কা চোপড়া - তিনি এখন আন্তর্জাতিক তারকা। তিনি বিয়ে করেছেন নিক জোনাসকে। বারবরই খুব স্পষ্টবাদী প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও ট্রোলড হন খুব। একবার লাভ বাইট দেখানোর জন্য ট্রোলের মুখে পড়েছিলেন বিশ্ব সুন্দরী।

প্রিয়াঙ্কা চোপড়া - তিনি এখন আন্তর্জাতিক তারকা। তিনি বিয়ে করেছেন নিক জোনাসকে। বারবরই খুব স্পষ্টবাদী প্রিয়াঙ্কা চোপড়া। তিনিও ট্রোলড হন খুব। একবার লাভ বাইট দেখানোর জন্য ট্রোলের মুখে পড়েছিলেন বিশ্ব সুন্দরী।

2 / 7
সলমন খান - ৫০ বছর বয়স পেরিয়ে গিয়েছে সলমন খানের। এই বয়সেও তিনি অবিবাহিত। একবার বলেছিলেন তিনি 'ভার্জিন'। সেই নিয়ে ট্রোল, মিম কম হয়নি। সেই সলমনের ঘাড়েও একবার লক্ষ্য করা গিয়েছিল লাভ বাইট।

সলমন খান - ৫০ বছর বয়স পেরিয়ে গিয়েছে সলমন খানের। এই বয়সেও তিনি অবিবাহিত। একবার বলেছিলেন তিনি 'ভার্জিন'। সেই নিয়ে ট্রোল, মিম কম হয়নি। সেই সলমনের ঘাড়েও একবার লক্ষ্য করা গিয়েছিল লাভ বাইট।

3 / 7
ক্য়াটরিনা কাইফ - ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে একাধিক সম্পর্ক হয়েছে ক্যাটরিনা কাইফের। সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল সলমন এবং রণবীর কাপুরের সঙ্গে। কয়েক বছর আগে ক্য়াটরিনার গলায়ও পাওয়া গিয়েছিল ভালবাসার কামড়ের চিহ্ন।

ক্য়াটরিনা কাইফ - ভিকি কৌশলের সঙ্গে বিয়ের আগে একাধিক সম্পর্ক হয়েছে ক্যাটরিনা কাইফের। সবচেয়ে আলোচিত সম্পর্ক ছিল সলমন এবং রণবীর কাপুরের সঙ্গে। কয়েক বছর আগে ক্য়াটরিনার গলায়ও পাওয়া গিয়েছিল ভালবাসার কামড়ের চিহ্ন।

4 / 7
করিনা কাপুর খান - একবার একটি পিঠ খোলা সাদা গাউন পরে প্রকাশ্যে এসেছিলেন করিনা কাপুর খান। কেবল তিনি আসেননি, তাঁর সঙ্গে এসেছিল পিঠের ২-৩টি লাল লিভ বাইটও।

করিনা কাপুর খান - একবার একটি পিঠ খোলা সাদা গাউন পরে প্রকাশ্যে এসেছিলেন করিনা কাপুর খান। কেবল তিনি আসেননি, তাঁর সঙ্গে এসেছিল পিঠের ২-৩টি লাল লিভ বাইটও।

5 / 7
সইফ আলি খান - সইফ আলি খানের গলায় একবার লক্ষ্য করা যায় লাভ বাইট। মেকআপ করার সময় সেই ছবি তোলেন এক পাপারাৎজ়ি। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেটি।

সইফ আলি খান - সইফ আলি খানের গলায় একবার লক্ষ্য করা যায় লাভ বাইট। মেকআপ করার সময় সেই ছবি তোলেন এক পাপারাৎজ়ি। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেটি।

6 / 7
সারা আলি খান - সইফের মেয়ে সারা আলি খানের বক্ষ বিভাকজিকায় একবার লক্ষ্য করা যায় লাভ বাইট। নায়িকা পরেছিলেন নীল ডেনিমের প্যান্ট ও হলুদ রঙের ডিপ নেক স্লিভলেস টপ। তাঁর পোশাকের চেয়েও বেশি আকর্ষণ টেনেছিল সেই লাভ বাইট।  (সবক'টি ছবি সৌ: বলিউড লাইফ)

সারা আলি খান - সইফের মেয়ে সারা আলি খানের বক্ষ বিভাকজিকায় একবার লক্ষ্য করা যায় লাভ বাইট। নায়িকা পরেছিলেন নীল ডেনিমের প্যান্ট ও হলুদ রঙের ডিপ নেক স্লিভলেস টপ। তাঁর পোশাকের চেয়েও বেশি আকর্ষণ টেনেছিল সেই লাভ বাইট। (সবক'টি ছবি সৌ: বলিউড লাইফ)

7 / 7