Skincare Secret: করিনা-প্রিয়াঙ্কা-মাধুরীদের মতো শীতেও ত্বকে থাকুক জেল্লা! কীভাবে তা সম্ভব, জানুন এখানে

শীতের মরসুমে ডিহাইড্রেটেড হয়ে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। আবহাওয়া এবং তাপমাত্রার পরিবর্তনের কারণে সৃষ্ট সমস্যাগুলি মোকাবিলা করার সর্বোত্তম উপায় হল ফেস প্যাকগুলি ব্যবহার করা। শীতের দিনগুলিতে ত্বক নরম ও উজ্জ্বল রাখতে সহায়তা করে।

| Edited By: | Updated on: Nov 21, 2021 | 10:12 PM
শুধু আপনিই নয়, বলিউডের প্রথম সারির তারকারাও এই একই কাজ করেন। ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্চা করায় বিশ্বাসী তাঁরাও। করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে জাহ্ণবী কাপুর পর্যন্ত ঘরোয়া উপকরণ  দিয়ে ফেসপ্যাক বানান সুন্দর ত্বকের জন্য।

শুধু আপনিই নয়, বলিউডের প্রথম সারির তারকারাও এই একই কাজ করেন। ঘরোয়া উপায়ে ত্বকের পরিচর্চা করায় বিশ্বাসী তাঁরাও। করিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত থেকে শুরু করে জাহ্ণবী কাপুর পর্যন্ত ঘরোয়া উপকরণ দিয়ে ফেসপ্যাক বানান সুন্দর ত্বকের জন্য।

1 / 5
করিনা কাপুর খান- উজ্জ্বল ও দাগহীন ত্বকের জন্য পুরনো উপাদানই বেছে নিয়েছন করিনা। অতিমারির মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই উপকরণ মুখের মধ্যে মেখে ছবিও শেয়ার করেছিলেন। চন্দনগুঁড়ো, হলুদ ও ভিটামিন ই একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখের ব্যবহার করেন।

করিনা কাপুর খান- উজ্জ্বল ও দাগহীন ত্বকের জন্য পুরনো উপাদানই বেছে নিয়েছন করিনা। অতিমারির মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই উপকরণ মুখের মধ্যে মেখে ছবিও শেয়ার করেছিলেন। চন্দনগুঁড়ো, হলুদ ও ভিটামিন ই একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখের ব্যবহার করেন।

2 / 5
প্রিয়াঙ্কা চোপড়া- সোশ্যাল মিডিয়ায় ও ফ্যাশন ম্যাগাজিনে দেশি গার্ল বহুবার দেশি ও ঘরোয়া উপকরণের কথা উল্লেখ করেছেন। দই, গোলাপজল, চুনের রস, হলুদ গুঁড়ো ও বেসন দিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করেন। তাতে ত্বক নরম, পরিস্কার ও  উজ্জ্বল হয়।

প্রিয়াঙ্কা চোপড়া- সোশ্যাল মিডিয়ায় ও ফ্যাশন ম্যাগাজিনে দেশি গার্ল বহুবার দেশি ও ঘরোয়া উপকরণের কথা উল্লেখ করেছেন। দই, গোলাপজল, চুনের রস, হলুদ গুঁড়ো ও বেসন দিয়ে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করেন। তাতে ত্বক নরম, পরিস্কার ও উজ্জ্বল হয়।

3 / 5
অনন্যা পান্ডে- মায়ের পরামর্শ অনুযায়ী ঘরোয়া ফেসপ্যাক তৈরি করে ত্বকের পরিচর্চা করেন বলিউডের অন্যতম উঠতি ডিভায। হলুদ গুঁড়ো, দই ও মধু একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানান স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ তারকা। কোমল ও পরিস্কার ত্বকের জন্য এই ফেসপ্যাক যে কোনও ধরনের ত্বকের জন্য উপকারী।

অনন্যা পান্ডে- মায়ের পরামর্শ অনুযায়ী ঘরোয়া ফেসপ্যাক তৈরি করে ত্বকের পরিচর্চা করেন বলিউডের অন্যতম উঠতি ডিভায। হলুদ গুঁড়ো, দই ও মধু একসঙ্গে মিশিয়ে ফেসপ্যাক বানান স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ তারকা। কোমল ও পরিস্কার ত্বকের জন্য এই ফেসপ্যাক যে কোনও ধরনের ত্বকের জন্য উপকারী।

4 / 5
মাধুরী দীক্ষিত নেনে-  ৫৪ বছর বয়সেও আজকের তারাদের সৌন্দর্যের সঙ্গে টেক্কা দিচ্ছেন বলিউডের ধকধক গার্ল। দুধ, মধু, অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ব্যবহার করে নিজের সৌন্দর্যের দিকে খেয়াল রাখেন। এমন স্কিনকেয়ার সিক্রেট নিজেই জানিয়েছেন তিনি।

মাধুরী দীক্ষিত নেনে- ৫৪ বছর বয়সেও আজকের তারাদের সৌন্দর্যের সঙ্গে টেক্কা দিচ্ছেন বলিউডের ধকধক গার্ল। দুধ, মধু, অ্যালোভেরা জেল ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ব্যবহার করে নিজের সৌন্দর্যের দিকে খেয়াল রাখেন। এমন স্কিনকেয়ার সিক্রেট নিজেই জানিয়েছেন তিনি।

5 / 5
Follow Us: