Morning Tips: কোটিপতি হতে আর বেশি পরিশ্রম নয়, সকালে উঠে করুন এই ছোট্ট কাজ

Astrology: বাস্তুবিদদের মতে, ভোরবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই যে শুভ হয়ে যাবে, তা নয়। আর্থির অবস্থার উন্নতি থেকে জীবনে সাফল্যের শীর্ষে থাকতে চাইলে সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। এই কাজের ভিত্তিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে সারা জীবন।

| Updated on: Mar 22, 2024 | 3:04 PM
সকাল যার ভালো, সারাদিনটাও কাটবে ভালো। তাই সকালে উঠে ঠাকুরের মুখ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সনাতন শাস্ত্রে বলা রয়েছে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে সারাদিন সুস্থ ও সবল থাকা সম্ভব। এছাড়া বলা হয় সকালে সাধনা ও ধ্যানকর্ম করলে মানুষের মন পজিটিভিটি ও আধ্যাত্মিকতায় পূর্ণ থাকে।

সকাল যার ভালো, সারাদিনটাও কাটবে ভালো। তাই সকালে উঠে ঠাকুরের মুখ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সনাতন শাস্ত্রে বলা রয়েছে, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে সারাদিন সুস্থ ও সবল থাকা সম্ভব। এছাড়া বলা হয় সকালে সাধনা ও ধ্যানকর্ম করলে মানুষের মন পজিটিভিটি ও আধ্যাত্মিকতায় পূর্ণ থাকে।

1 / 8
কথিত আছে, সকালে যদি শুভ কাজ দিয়ে শুরু করা হয়, তাহলে ব্যক্তির সারাদিন ভালো যায়। শুধু তাই নয়, প্রতিটি কাজেই সাফল্য পান তিনি । সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। আর কোনও ব্য়ক্তির জীবনে যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে সকালের অভ্যেসে কিছু পরিবর্তন আনা দরকার।

কথিত আছে, সকালে যদি শুভ কাজ দিয়ে শুরু করা হয়, তাহলে ব্যক্তির সারাদিন ভালো যায়। শুধু তাই নয়, প্রতিটি কাজেই সাফল্য পান তিনি । সঙ্গে দেবী লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকে। আর কোনও ব্য়ক্তির জীবনে যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে সকালের অভ্যেসে কিছু পরিবর্তন আনা দরকার।

2 / 8
বাস্তুবিদদের মতে, ভোরবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই যে শুভ হয়ে যাবে, তা নয়। আর্থির অবস্থার উন্নতি থেকে জীবনে সাফল্যের শীর্ষে থাকতে চাইলে সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। এই কাজের ভিত্তিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে সারা জীবন।

বাস্তুবিদদের মতে, ভোরবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই যে শুভ হয়ে যাবে, তা নয়। আর্থির অবস্থার উন্নতি থেকে জীবনে সাফল্যের শীর্ষে থাকতে চাইলে সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। এই কাজের ভিত্তিতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে সারা জীবন।

3 / 8
নিয়মিত স্নান করার পর বাড়ির মন্দিরে গরুর খাঁটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। পরিবারের উপর দেব-দেবীর আশীর্বাদ থাকে। সাফল্য পাবেন প্রতিটি কাজে।

নিয়মিত স্নান করার পর বাড়ির মন্দিরে গরুর খাঁটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান। পরিবারের উপর দেব-দেবীর আশীর্বাদ থাকে। সাফল্য পাবেন প্রতিটি কাজে।

4 / 8
 রাতে একটি তামার পাত্রে জল ভরে তাতে তুলসী পাতা রাখুন। এরপর সেই তুলসী জল সকালে উঠে সারাঘর ছিটিয়ে দিন। এই কাজ রোজ করলে সর্বদা ধনলক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়ে থাকে।

রাতে একটি তামার পাত্রে জল ভরে তাতে তুলসী পাতা রাখুন। এরপর সেই তুলসী জল সকালে উঠে সারাঘর ছিটিয়ে দিন। এই কাজ রোজ করলে সর্বদা ধনলক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়ে থাকে।

5 / 8
প্রতিদিন সকালে স্নানের পর সূর্যদেবকে সম্পূর্ণ অর্ঘ্য নিবেদন করলে সকল কাজে সাফল্য পাওয়া যায়। একটি তামার পাত্রে জল ভরে লাল সিঁদুর যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তাতে প্রতিটি কাজে সাফল্য পাবেন।

প্রতিদিন সকালে স্নানের পর সূর্যদেবকে সম্পূর্ণ অর্ঘ্য নিবেদন করলে সকল কাজে সাফল্য পাওয়া যায়। একটি তামার পাত্রে জল ভরে লাল সিঁদুর যোগ করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। তাতে প্রতিটি কাজে সাফল্য পাবেন।

6 / 8
সকালে ঈশ্বরের সাধনায় ধ্যান করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। ঘুম থেকে উঠে আর যাই করুন না কেন, সকালের সময় বেশ কিছু সময় ঈশ্বর সাধনার জন্য বের করুন। প্রার্থনার সময়, আপনি যে যে কাজে সাফল্য পেয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।

সকালে ঈশ্বরের সাধনায় ধ্যান করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। ঘুম থেকে উঠে আর যাই করুন না কেন, সকালের সময় বেশ কিছু সময় ঈশ্বর সাধনার জন্য বের করুন। প্রার্থনার সময়, আপনি যে যে কাজে সাফল্য পেয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।

7 / 8
হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেকে মাতৃ জ্ঞানে পুজোও করে থাকেন। হিন্দুরা মনে করে, গরুর দেহে দেব-দেবীর বাস। তাই প্রতিদিন সকালে স্নানের পর গরুর সেবা বা পুজো করুন। কথিত আছে যে যারা গরুর সেবা ও পূজা করেন তাদের প্রতি দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন।

হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেকে মাতৃ জ্ঞানে পুজোও করে থাকেন। হিন্দুরা মনে করে, গরুর দেহে দেব-দেবীর বাস। তাই প্রতিদিন সকালে স্নানের পর গরুর সেবা বা পুজো করুন। কথিত আছে যে যারা গরুর সেবা ও পূজা করেন তাদের প্রতি দেবী লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন।

8 / 8
Follow Us: