Kitchen Hacks: ফ্রিজ ছাড়া এই সব সবজি ২৪ ঘন্টার মধ্যেই নষ্ট হয়ে যায়! ভুলেও খাবেন না

Kitchen Hacks: রান্নাঘরে এই সব সবজি ২৪ ঘন্টার বেশি রাখলেই বিপদ...

| Edited By: | Updated on: Jul 29, 2022 | 8:11 AM
আজকাল সব বাড়িতে ফ্রিজ থাকলেও এখনও অনেক বাড়িতেই ফ্রিজ নেই। এছাড়াও ফ্রিজ থাকলে অনেকেই সবজি কাটার পর তার অবশিষ্ট অংশ ফ্রিজে তুলে রাখতে ভুলে যান। এমন কিছু সবজি আছে যা ফ্রিজের বাইরে যদি ১২ ঘন্টা থেকে যায় তাহলেই নষ্ট হয়ে যায়। এবার জিনিস নষ্ট হোক তা কেউই চান না। বাধ্য হয়ে সেই খাবার খেলে তখন শরীর খারাপ হতে বাধ্য। তাই দেখে নিন কোন কোন খাবার ফ্রিজের বাইরে একদিন রাখলেই নষ্ট হয়ে যায়

আজকাল সব বাড়িতে ফ্রিজ থাকলেও এখনও অনেক বাড়িতেই ফ্রিজ নেই। এছাড়াও ফ্রিজ থাকলে অনেকেই সবজি কাটার পর তার অবশিষ্ট অংশ ফ্রিজে তুলে রাখতে ভুলে যান। এমন কিছু সবজি আছে যা ফ্রিজের বাইরে যদি ১২ ঘন্টা থেকে যায় তাহলেই নষ্ট হয়ে যায়। এবার জিনিস নষ্ট হোক তা কেউই চান না। বাধ্য হয়ে সেই খাবার খেলে তখন শরীর খারাপ হতে বাধ্য। তাই দেখে নিন কোন কোন খাবার ফ্রিজের বাইরে একদিন রাখলেই নষ্ট হয়ে যায়

1 / 5
রান্নাঘরে টমেটো রাখলে তাপে তা নষ্ট হয়ে যায়। ১ দিনের মধ্যেই তা পচতে শুরু করে। তাই হাফ কেটে রাখা টমেটো ফ্রিজের বাইরে একদিন থেকে গেলে তা আর খাবেন না। পাকা টমেটো সব সময় ফ্রিজে রাখুন।

রান্নাঘরে টমেটো রাখলে তাপে তা নষ্ট হয়ে যায়। ১ দিনের মধ্যেই তা পচতে শুরু করে। তাই হাফ কেটে রাখা টমেটো ফ্রিজের বাইরে একদিন থেকে গেলে তা আর খাবেন না। পাকা টমেটো সব সময় ফ্রিজে রাখুন।

2 / 5
মাশরুম রান্নাঘরে একদিন থেকে গেলেই বিষাক্ত হয়ে যায়। তাই মাশরুম কিনে এনে সবসময় তা ফ্রিজেই রাখবেন। যদি প্রিজ না থাকে তাহলে যেদিন কিনবেন সেইদিনিই রান্না করতে হবে।

মাশরুম রান্নাঘরে একদিন থেকে গেলেই বিষাক্ত হয়ে যায়। তাই মাশরুম কিনে এনে সবসময় তা ফ্রিজেই রাখবেন। যদি প্রিজ না থাকে তাহলে যেদিন কিনবেন সেইদিনিই রান্না করতে হবে।

3 / 5
কলার মধ্যে থাকে প্রচুর পুষ্টি। কলা শরীরের একাধিক উপকারেও লাগে। এই কলা ফ্রিজের বাইরে ২৪ ঘন্টা রেখে দেবেন না। এতে কলায় পচন ধরে। নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। কিনে এনে সঙ্গে সঙ্গেই তা খান।

কলার মধ্যে থাকে প্রচুর পুষ্টি। কলা শরীরের একাধিক উপকারেও লাগে। এই কলা ফ্রিজের বাইরে ২৪ ঘন্টা রেখে দেবেন না। এতে কলায় পচন ধরে। নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। কিনে এনে সঙ্গে সঙ্গেই তা খান।

4 / 5
যে কোনও রকম পাঁউরুটি ফ্রিজের বাইরে ২৪ ঘন্টা থাকলে তা আর খাবেন না। হোয়াইট হোক বা ব্রাউন, ফ্রিজের বাইরে একদিন থেকে গেলেই তা নষ্ট হয়ে যায়। স্লাইস রুটি খোলা যদি রাখতেই হয় তা হলে ফ্রিজে রাখুন।

যে কোনও রকম পাঁউরুটি ফ্রিজের বাইরে ২৪ ঘন্টা থাকলে তা আর খাবেন না। হোয়াইট হোক বা ব্রাউন, ফ্রিজের বাইরে একদিন থেকে গেলেই তা নষ্ট হয়ে যায়। স্লাইস রুটি খোলা যদি রাখতেই হয় তা হলে ফ্রিজে রাখুন।

5 / 5
Follow Us: