তিনি 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের ডঃ সূর্য সেনগুপ্ত। তিনি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।
এই ধারাবাহিকটি এই মুহূর্তে টিআরপিতে ভাল জায়গা দখল করে রেখেছে। সিরিয়ালে ব্যস্ততার ফাঁকে নিজের জন্য এবং পরিবারের জন্য সময় বের করে নেন দিব্যজ্যোতি। সম্প্রতি তিনি বাবা-মা এবং বোনের সঙ্গে থাইল্যান্ডের পাটায়া ঘুরে এলেন তিনি। গিয়েছিলেন পুজোর সময়।
সেখানে গিয়ে হলুদ রঙের একটি সাপের সঙ্গে ছবি এবং ভিডিয়ো তুলেছিলেন দিব্যজ্যোতি।
সেই পাটায়ার একটি ছবি শেয়ার করে ক্যাপশন লিখেছেন অভিনেতা। লিখেছেন, কাউকে চান না, তিনি একাই থাকতে চান।
এর আগে TV9 বাংলাকে দিব্যজ্যোতি বলেছেন, পরিবারই তাঁর সব। বাবা-মা-বোনই তাঁর পৃথিবী। তাঁরাই তাঁর দুনিয়া। এর বাইরে এই মুহূর্তে আর কিছুই চান না তিনি।