AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Remedy of Turmeric: হলুদে বড্ড খুশি হোন বিষ্ণু-গণেশ, আশীর্বাদে মেলে সুখ-শান্তি ও ধনসম্পত্তি!

Astro Remedies: জীবনে সব সমস্যার অবসান ঘটাতে বিষ্ণু ও গণেশের শরণাপন্ন হতে পারেন। সামনেই গণেশ চতুর্থী। তাই এই শুভ তিথিতে হলুদের প্রতিকার মেনে চললে সব সমস্যার সমাধান ঘটতে পারে।

| Edited By: | Updated on: Sep 15, 2023 | 4:10 PM
Share
হলুদ ছাড়া রান্না ভাবাই যায় না। কারণ রান্নায় স্বাদ ও রঙ আনতে হলুদের ব্যবহার অপরিহার্য। তাই অধিকাংশ রান্নায় হলুদের ব্যবহার করা হয়। তবে শুধু হলুদ রান্নাতেই নয়, জ্যোতিষশাস্ত্রেও হলুদের ব্যবহার করার ব্যাপারে নানা কথা উল্লেখ রয়েছে।

হলুদ ছাড়া রান্না ভাবাই যায় না। কারণ রান্নায় স্বাদ ও রঙ আনতে হলুদের ব্যবহার অপরিহার্য। তাই অধিকাংশ রান্নায় হলুদের ব্যবহার করা হয়। তবে শুধু হলুদ রান্নাতেই নয়, জ্যোতিষশাস্ত্রেও হলুদের ব্যবহার করার ব্যাপারে নানা কথা উল্লেখ রয়েছে।

1 / 9
জীবনে সব সমস্যার অবসান ঘটাতে বিষ্ণু ও গণেশের শরণাপন্ন হতে পারেন। সামনেই গণেশ চতুর্থী। তাই এই শুভ তিথিতে হলুদের প্রতিকার মেনে চললে সব সমস্যার সমাধান ঘটতে পারে।

জীবনে সব সমস্যার অবসান ঘটাতে বিষ্ণু ও গণেশের শরণাপন্ন হতে পারেন। সামনেই গণেশ চতুর্থী। তাই এই শুভ তিথিতে হলুদের প্রতিকার মেনে চললে সব সমস্যার সমাধান ঘটতে পারে।

2 / 9
সনাতন হিন্দু ধর্মে হলুদ অনেক পুজোর উপকরণ হিসেবেও ব্যবহার করা হয়। এছাড়া শুভ কাজের জন্য হলুদ খুব শুভ। হলুদ ছাড়া শুভ কাজ সম্পূর্ণ হয় না। এমনকি ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশকে হলুদ নিবেদন করলে সন্তুষ্ট হন।

সনাতন হিন্দু ধর্মে হলুদ অনেক পুজোর উপকরণ হিসেবেও ব্যবহার করা হয়। এছাড়া শুভ কাজের জন্য হলুদ খুব শুভ। হলুদ ছাড়া শুভ কাজ সম্পূর্ণ হয় না। এমনকি ভগবান বিষ্ণু এবং ভগবান গণেশকে হলুদ নিবেদন করলে সন্তুষ্ট হন।

3 / 9
হলুদের রয়েছে বেশ কিছু দুর্দান্ত প্রতিকার, যা কঠিন থেকে কঠিনতর কাজগুলি নিমেষের মধ্যে সম্পূর্ণ হতে পারে। ফিরে আসতে পারে সুখ ওশান্তি, ভরে উঠতে পারে ধনসম্পত্তি।

হলুদের রয়েছে বেশ কিছু দুর্দান্ত প্রতিকার, যা কঠিন থেকে কঠিনতর কাজগুলি নিমেষের মধ্যে সম্পূর্ণ হতে পারে। ফিরে আসতে পারে সুখ ওশান্তি, ভরে উঠতে পারে ধনসম্পত্তি।

4 / 9
বাস্তুশাস্ত্র অনুসারে, অনেক সময় টাকা ধার দিলে বা কোনও ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে বা পাওনা টাকা হাতে আসতে চায় না। এই পরিস্থিতিতে ভাগ্য যদি ফেরাতে চান, তাহলে পার্সে বা মানিব্যাগের মধ্যে চালের সঙ্গে হলুদ মিশিয়ে রাখতে পারেন। এই প্রতিকারে ফল ভোগ করতে পারেন। এর জন্য এক টুকরো লাল কাপড়ে হলুদ মেশানো চাল বেঁধেও পার্সে রাখতে পারেন।

বাস্তুশাস্ত্র অনুসারে, অনেক সময় টাকা ধার দিলে বা কোনও ক্ষেত্রে টাকা বিনিয়োগ করলে বা পাওনা টাকা হাতে আসতে চায় না। এই পরিস্থিতিতে ভাগ্য যদি ফেরাতে চান, তাহলে পার্সে বা মানিব্যাগের মধ্যে চালের সঙ্গে হলুদ মিশিয়ে রাখতে পারেন। এই প্রতিকারে ফল ভোগ করতে পারেন। এর জন্য এক টুকরো লাল কাপড়ে হলুদ মেশানো চাল বেঁধেও পার্সে রাখতে পারেন।

5 / 9
ঘরে রোজকার অশান্তি লেগেই রয়েছে? এই সমস্যার সমাধান পেতে গোটা ঘরে যদি হলুদের জল ছিটিয়েদেন তাহলে খুব তাড়াতাড়ি সুখ-শান্তি ফিরে আসবে। সর্বদা বিরাজ করবে সুখ ও শান্তি। এর জন্য সদর দরজাতেও হলুদের জল ছিটিয়ে দিতে পারেন।

ঘরে রোজকার অশান্তি লেগেই রয়েছে? এই সমস্যার সমাধান পেতে গোটা ঘরে যদি হলুদের জল ছিটিয়েদেন তাহলে খুব তাড়াতাড়ি সুখ-শান্তি ফিরে আসবে। সর্বদা বিরাজ করবে সুখ ও শান্তি। এর জন্য সদর দরজাতেও হলুদের জল ছিটিয়ে দিতে পারেন।

6 / 9
বিবাহে হলুদের ব্যবহার বহু প্রাচীন প্রথা। যে কোনও শুভকাজে হলুদ ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, বিবাহে যদি বার বার বাঁধা আসে, তাহলে হলুদের প্রতিকার মেনে চলা উচিত।

বিবাহে হলুদের ব্যবহার বহু প্রাচীন প্রথা। যে কোনও শুভকাজে হলুদ ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, বিবাহে যদি বার বার বাঁধা আসে, তাহলে হলুদের প্রতিকার মেনে চলা উচিত।

7 / 9
বিবাহে বাধা কাটাতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে এক চিমটি হলুদ নিবেদন করে প্রার্থনা করুন। তাতে সকল বাধা দূর হয়ে যাবে, বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে উক্ত ব্যক্তির উপর।

বিবাহে বাধা কাটাতে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে এক চিমটি হলুদ নিবেদন করে প্রার্থনা করুন। তাতে সকল বাধা দূর হয়ে যাবে, বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত হবে উক্ত ব্যক্তির উপর।

8 / 9
প্রত্যেকেই জীবনের কোনও না কোনও সময়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয়। তাই অনেকেই মনে করেন বাড়িতে যদি যজ্ঞ বা পুজো করেও এই বাধা কেটে যাবে। তাতেও ফল পাওয়া যায় না। তবে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ নিবেদন করলে বিষ্ণু ও গণেশ খুব খুশি হন। সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।

প্রত্যেকেই জীবনের কোনও না কোনও সময়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয়। তাই অনেকেই মনে করেন বাড়িতে যদি যজ্ঞ বা পুজো করেও এই বাধা কেটে যাবে। তাতেও ফল পাওয়া যায় না। তবে বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে হলুদ নিবেদন করলে বিষ্ণু ও গণেশ খুব খুশি হন। সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।

9 / 9