বাবা অনিলের সঙ্গে রোম্যান্স, তাই ঐশ্বর্য ‘আন্টি’! সোনমের এই ‘অসম্মান’ পেয়ে কী করেছিলেন রাই সুন্দরী?
Sneha Sengupta |
Jan 12, 2024 | 10:17 AM
Aishwarya-Sonam Hatred: সোনম নাকি বলেছিলেন, "আরে আমার বাবার নায়িকা, আমার আন্টিই তো হবেন ঐশ্বর্য।" এদিকে সেই আন্টির স্বামী তাঁর নায়ক। বিষয়টায় বিতর্ক তৈরি হয়। রাই সুন্দরী তাঁর অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। সোনমের কেরিয়ার নষ্ট হওয়ার মুখে চলে আসে।
1 / 8
'হামারা দিল আপকে পাস হ্যায়' ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। ঐশ্বর্যর স্বামী অভিষেক বচ্চনের বিপরীতে আবার কাজ করেছিলেন অনিল কাপুরের কন্যা সোনম কাপুর। সেই ছবির নাম ছিল 'দিল্লি ৬'।
2 / 8
সোনম কাপুর- সোনম কাপুর প্রথমিকভাবে আয় করেছিলেন ৩০০০ কোটি টাকা। তবে বর্তমানে এই স্টাইলিস সেলেবের সম্পত্তির পরিমাণ প্রচুর।
3 / 8
বাবার নায়িকা ঐশ্বর্য। তাই তাঁকে 'আন্টি' সম্বোধন করেছিলেন সোনম। নিজের থেকে সামান্য ছোট এক মহিলার মুখে 'আন্টি' ডাক হজম হয়নি ঐশ্বর্যর।
4 / 8
সোনম নাকি বলেছিলেন, "আরে আমার বাবার নায়িকা, আমার আন্টিই তো হবেন ঐশ্বর্য।" এদিকে সেই আন্টির স্বামী তাঁর নায়ক। বিষয়টায় বিতর্ক তৈরি হয়। রাই সুন্দরী তাঁর অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন।
5 / 8
সোনমকে ঐশ্বর্য এড়িয়ে যেতে শুরু করেছিলেন। সেই সময় যে আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বস্যাডর ছিলেন ঐশ্বর্য, তাতে নাম লিখিয়েছিলেন সোনম। তাঁদের দু'জনের একসঙ্গে ২০১১ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে হাঁটার কথাও ছিল।
6 / 8
ঐশ্বর্য।
7 / 8
নিজের করা মন্তব্য সম্পর্কে সাফাই গেয়েছিলেন সোনম। তিনি বলেছিলেন, "আমি ঐশ্বর্যকে আন্টি বলতে চাইনি। আমার কথার ভুল মানে করা হয়েছে। পুরোটাই গুজব। এমন কথা আমি বলিনি। এ সব নিয়ে আমি আর কোনও কথা বলতেও চাই না। অনেক কিছু ঘটে গিয়েছে। আমি অভিষেক বচ্চনকে খুবই সম্মান করি। 'দিল্লি ৬'-এ তিনি আমার নায়ক। এবং ঐশ্বর্য রাই ঐশ্বর্য রাই-ই। তাঁকে আমি সম্মান করি খুব। তাঁকে আন্টি বলতে পারি না।"
8 / 8
বছরের পর-বছর তাঁদের মধ্য়ে ঘটে যাওয়া ঠাণ্ডা লড়াই শেষ হয় সোনমের বিয়ের সময়। ঐশ্বর্যকে আলাদা করে সোনম এবং তাঁর স্বামী আনন্দ আহুজা আমন্ত্রণ জানিয়েছিলেন। এবং ঐশ্বর্য সেই বিয়েতে উপস্থিতও হয়েছিলেন।