AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Cup Final: মেসি-এমবাপে টক্করে কার পক্ষে শাহরুখ, ডায়েট থেকে বিয়ে, একাধিক প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন শাহরুখ

Shah Rukh Khan: শাহরুখ খান খোলামেলা একাধিক প্রশ্নের উত্তর দিতে হাজির ভক্ত দরবারে। সেখানেই এক ভক্ত সোজা সাপটা প্রশ্ন করে বসেন, শাহরুখ খান কার পক্ষে।

| Edited By: | Updated on: Dec 18, 2022 | 4:28 PM
Share
কিছুক্ষণের মধ্যেই শুরু ফুটবল বিশ্বকাপ। টানা এক মাসের উত্তেজনার চরম পর্ব বলা চলে। মুখোমুখি মেসি বাহিনী ও এমবাপে বাহিনী। কার দলে কে? গোটা বিশ্ব বর্তমানে দুই ভাগে বিভক্ত।

কিছুক্ষণের মধ্যেই শুরু ফুটবল বিশ্বকাপ। টানা এক মাসের উত্তেজনার চরম পর্ব বলা চলে। মুখোমুখি মেসি বাহিনী ও এমবাপে বাহিনী। কার দলে কে? গোটা বিশ্ব বর্তমানে দুই ভাগে বিভক্ত।

1 / 7
শাহরুখ বলেন, "একজন মহিলা যিনি আমার সঙ্গে কাজ করেছেন তাঁকে প্রশ্ন করা হচ্ছে। আমার ভাল লাগছে না। যে সম্মান আমি নারীদের দেখাই তা দেখানো হচ্ছে না"।

শাহরুখ বলেন, "একজন মহিলা যিনি আমার সঙ্গে কাজ করেছেন তাঁকে প্রশ্ন করা হচ্ছে। আমার ভাল লাগছে না। যে সম্মান আমি নারীদের দেখাই তা দেখানো হচ্ছে না"।

2 / 7
সুহানাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল নতুন বিষয় নয়। বারে বারে তিনি চর্চিত নেটপাড়ায়। কখনও খোলামেলা পোশাক ঘিরে বিতর্ক, কখনও আবার ক্রেডিটকার্ড নিয়ে চর্চা তুঙ্গে।

সুহানাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল নতুন বিষয় নয়। বারে বারে তিনি চর্চিত নেটপাড়ায়। কখনও খোলামেলা পোশাক ঘিরে বিতর্ক, কখনও আবার ক্রেডিটকার্ড নিয়ে চর্চা তুঙ্গে।

3 / 7
তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

4 / 7
তবে তার উত্তরে ছিল এমবাপেকে ঘিরে প্রশংসাও। তিনি জানান এমবাপের কড় টক্করও বেশ উপভোগ করার বিষয়। তবে এখানেই শেষ নয়, ভক্তদের আরও অন্যান্য প্রশ্নের উত্তর দিলেন এদিন শাহরুখ খান।

তবে তার উত্তরে ছিল এমবাপেকে ঘিরে প্রশংসাও। তিনি জানান এমবাপের কড় টক্করও বেশ উপভোগ করার বিষয়। তবে এখানেই শেষ নয়, ভক্তদের আরও অন্যান্য প্রশ্নের উত্তর দিলেন এদিন শাহরুখ খান।

5 / 7
শাহরুখ খান-গৌরী খার- সিনেপাড়ায় নানা বিতর্কের পর এখন আব্রাহম গৌরী খানের চোখের মণি। তবে আব্রাহমকে শাহরুখ খান সারোগেসির মাধ্যমেই নিয়েছিলেন।

শাহরুখ খান-গৌরী খার- সিনেপাড়ায় নানা বিতর্কের পর এখন আব্রাহম গৌরী খানের চোখের মণি। তবে আব্রাহমকে শাহরুখ খান সারোগেসির মাধ্যমেই নিয়েছিলেন।

6 / 7
World Cup Final: মেসি-এমবাপে টক্করে কার পক্ষে শাহরুখ, ডায়েট থেকে বিয়ে, একাধিক প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন শাহরুখ

7 / 7