AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhumi Pednekar’s Birthday: ভূমি পেডনেকরের আজ জন্মদিন, সিনেমা ইন্ডাস্ট্রিতে তাঁর জার্নিও কোনও সিনেমার থেকে কম নয়

Bhumi Pednekar's Birthday: মাত্র ১৮ বছর বয়সে বাবাকে হারান ভূমি পেডনেকর। খুব ছোট বয়স থেকেই শুরু হয় কঠিন লড়াই। তবে ছোটবেলায় দেখা স্বপ্ন থেকে লক্ষ্য সরাননি তিনি। অবশেষে নায়িকারূপে নিজেকে পর্দায় দেখেছেন।

| Edited By: | Updated on: Jul 18, 2022 | 4:07 PM
Share
২০১৫ সালে ‘দম লগা কে হইসা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ ভূমি পেডনেকরের। কিন্তু সহজে পাননি এই চরিত্রটি তিনি। প্রথম  ছবিতেই সাহসী পদক্ষেপ ছিল। অনেকটা ওজন বাড়াতে হয়েছিল তাঁকে ছবির জন্য। পুরো নিজের লুককে বদলে ফেলার চ্যালেঞ্জ নিয়ে তিনি হয়ে ওঠেন সন্ধ্যা। একজন মোটা মেয়ের বিয়ে নিয়ে যে সমস্যা, সেই সামাজিক প্রেক্ষাপটে তৈরি ছবি ‘দম লগা কে হইসা’।

২০১৫ সালে ‘দম লগা কে হইসা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ ভূমি পেডনেকরের। কিন্তু সহজে পাননি এই চরিত্রটি তিনি। প্রথম ছবিতেই সাহসী পদক্ষেপ ছিল। অনেকটা ওজন বাড়াতে হয়েছিল তাঁকে ছবির জন্য। পুরো নিজের লুককে বদলে ফেলার চ্যালেঞ্জ নিয়ে তিনি হয়ে ওঠেন সন্ধ্যা। একজন মোটা মেয়ের বিয়ে নিয়ে যে সমস্যা, সেই সামাজিক প্রেক্ষাপটে তৈরি ছবি ‘দম লগা কে হইসা’।

1 / 6
ভূমির বয়স যখন ১২ বছর, তখন থেকেই স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার। কিন্তু মাত্র ১৮ বছর বয়সে তিনি তাঁর বাবাকে হারান। ক্যান্সারে মারা যান তাঁর বাবা। তারপর শুরু হয় লড়াই। প্রথমে না হলেও ভাগ্যক্রমে যশরাজ ফিল্মসে সহকারী কাস্টিং ডিরেক্টরের চাকরি পান। অন্যকে কাস্টিং করার সুযোগ পান, কিন্তু নিজের অভিনয় আসতে সময় লাগে ৬ বছর।

ভূমির বয়স যখন ১২ বছর, তখন থেকেই স্বপ্ন দেখতেন অভিনেত্রী হওয়ার। কিন্তু মাত্র ১৮ বছর বয়সে তিনি তাঁর বাবাকে হারান। ক্যান্সারে মারা যান তাঁর বাবা। তারপর শুরু হয় লড়াই। প্রথমে না হলেও ভাগ্যক্রমে যশরাজ ফিল্মসে সহকারী কাস্টিং ডিরেক্টরের চাকরি পান। অন্যকে কাস্টিং করার সুযোগ পান, কিন্তু নিজের অভিনয় আসতে সময় লাগে ৬ বছর।

2 / 6
প্রথম ছবিতে আসার গল্পও সিনেমার মতোই।প্রথমে অভিমন্যু রায়ের সহকারী হিসেবে কাজ শুরু। তিনি মুম্বইয়ের বাইরে থেকে আসা লোকজনের অডিশন বিভাগটি দেখতেন। পরে শানু শর্মার সঙ্গে কাজ করার সময়, তিনি ‘দম লগা কে হইসা’ চরিত্রে অভিনয় করতে আসা মেয়েদের জন্য একটি মক অডিশন দিয়েছিলেন। এটিই ছিল তাঁর প্রথম অডিশন। তাঁর ভিডিয়োটি পরিচালক দেখে তাঁকে ছবির নায়িকা হিসেবে ভেবেছিলেন। অডিশনের বিষয়টি দুই মাস দীর্ঘ ছিল। অবশেষে অন্তত ১০০ জন মেয়ের মধ্যে থেকে শেষপর্যন্ত তাঁকেই বাছাই করা হয়।

প্রথম ছবিতে আসার গল্পও সিনেমার মতোই।প্রথমে অভিমন্যু রায়ের সহকারী হিসেবে কাজ শুরু। তিনি মুম্বইয়ের বাইরে থেকে আসা লোকজনের অডিশন বিভাগটি দেখতেন। পরে শানু শর্মার সঙ্গে কাজ করার সময়, তিনি ‘দম লগা কে হইসা’ চরিত্রে অভিনয় করতে আসা মেয়েদের জন্য একটি মক অডিশন দিয়েছিলেন। এটিই ছিল তাঁর প্রথম অডিশন। তাঁর ভিডিয়োটি পরিচালক দেখে তাঁকে ছবির নায়িকা হিসেবে ভেবেছিলেন। অডিশনের বিষয়টি দুই মাস দীর্ঘ ছিল। অবশেষে অন্তত ১০০ জন মেয়ের মধ্যে থেকে শেষপর্যন্ত তাঁকেই বাছাই করা হয়।

3 / 6
এর পরের লড়াই ছিল আরও কঠিন। মোটা তো হয়ে গেলেন। কিন্তু সেখান থেকে আবার নিজের আসল চেহারায় ফেরাটা ছিল খুব সহজ কাজ। পুরোপুরি বাড়ির খাবার থেকে শারিরীক কসৎর করে প্রায় ২৫ কিলো ওজন ঝড়ান ভূমি। তারপর তাঁর টপলেস ফটোশুটে চমকে দেন অনুরাগীদের।

এর পরের লড়াই ছিল আরও কঠিন। মোটা তো হয়ে গেলেন। কিন্তু সেখান থেকে আবার নিজের আসল চেহারায় ফেরাটা ছিল খুব সহজ কাজ। পুরোপুরি বাড়ির খাবার থেকে শারিরীক কসৎর করে প্রায় ২৫ কিলো ওজন ঝড়ান ভূমি। তারপর তাঁর টপলেস ফটোশুটে চমকে দেন অনুরাগীদের।

4 / 6
ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলা পছন্দ করেন না ভূমি। তবে শোনা যায় জ্যাকি ভাগনানির সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন। কিন্তু ভূমি তা কখনও প্রকাশ্যে আনেননি। এখন জ্যাকি রকুলপ্রীতের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলা পছন্দ করেন না ভূমি। তবে শোনা যায় জ্যাকি ভাগনানির সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন। কিন্তু ভূমি তা কখনও প্রকাশ্যে আনেননি। এখন জ্যাকি রকুলপ্রীতের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

5 / 6
এই মুহূর্তে তিনি সিঙ্গল। শুধু ফোকাস নিজের স্বপ্নের দিকে। ৭ বছরের কেরিয়ারে করেছেন বিভিন্ন বিষয়ের উপর ছবি। তিনি যে কোনও চরিত্রের জন্যই ফিট, তা প্রমাণ করেছেন একের পর এক ছবিতে। অক্ষয় কুমারের সঙ্গে রকসা ‘বন্ধন’ ছবি মুক্তি পাবে ১১ অগস্ট। এছাড়া ভিকি কৌশলের সঙ্গে করছেন গোবিন্দ নাম মেরা, অর্জুন কাপুরের সঙ্গে ‘দ্য লেডি কিলার’। এছাড়াও কয়েকটি ছবির সঙ্গে তিনি যুক্ত।

এই মুহূর্তে তিনি সিঙ্গল। শুধু ফোকাস নিজের স্বপ্নের দিকে। ৭ বছরের কেরিয়ারে করেছেন বিভিন্ন বিষয়ের উপর ছবি। তিনি যে কোনও চরিত্রের জন্যই ফিট, তা প্রমাণ করেছেন একের পর এক ছবিতে। অক্ষয় কুমারের সঙ্গে রকসা ‘বন্ধন’ ছবি মুক্তি পাবে ১১ অগস্ট। এছাড়া ভিকি কৌশলের সঙ্গে করছেন গোবিন্দ নাম মেরা, অর্জুন কাপুরের সঙ্গে ‘দ্য লেডি কিলার’। এছাড়াও কয়েকটি ছবির সঙ্গে তিনি যুক্ত।

6 / 6