Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajkummar Rao’s Wife: শিলংয়ের বাঙালি পরিবারে জন্ম, বাবার ইচ্ছের অমতে গিয়ে অভিনয় বেছে নেন পত্রলেখা

। বিয়ের দিনের নজর কেড়েছিল তাঁর মাথার ওড়না। তাতে বাংলা হরফে তাঁর হৃদয় ভরা ভালবাসা রাজকুমারের কাছে সমর্পণের কথা দেখেছিল আপামর নেটিজেন। আর কী কী অজানা তথ্য রয়েছে এই বাঙালি কন্যের? জেনে নিন।

| Edited By: | Updated on: Nov 18, 2021 | 7:12 PM
পত্রলেখা পাল। পেশায় অভিনেত্রী। অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে দিন কয়েক আগে। বাঙালি পরিবারের জন্ম। তবে জন্ম শিলংয়ে। পড়াশোনা আবার হোস্টেলে। বিয়ের দিনের নজর কেড়েছিল তাঁর মাথার ওড়না। তাতে বাংলা হরফে তাঁর হৃদয় ভরা ভালবাসা রাজকুমারের কাছে সমর্পণের কথা দেখেছিল আপামর নেটিজেন। আর কী কী অজানা তথ্য রয়েছে এই বাঙালি কন্যের? জেনে নিন।

পত্রলেখা পাল। পেশায় অভিনেত্রী। অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে দিন কয়েক আগে। বাঙালি পরিবারের জন্ম। তবে জন্ম শিলংয়ে। পড়াশোনা আবার হোস্টেলে। বিয়ের দিনের নজর কেড়েছিল তাঁর মাথার ওড়না। তাতে বাংলা হরফে তাঁর হৃদয় ভরা ভালবাসা রাজকুমারের কাছে সমর্পণের কথা দেখেছিল আপামর নেটিজেন। আর কী কী অজানা তথ্য রয়েছে এই বাঙালি কন্যের? জেনে নিন।

1 / 6
পত্রলেখার বাবা পেশায় চার্টাড অ্যাকাউন্টেন্ট। তাঁর আরও দুই ভাই বোন রয়েছে। পাহাড়ি মেয়ের স্কুল জীবন কেটেছে অসমে। সেখান থেকে ব্যাঙ্গালুরু।

পত্রলেখার বাবা পেশায় চার্টাড অ্যাকাউন্টেন্ট। তাঁর আরও দুই ভাই বোন রয়েছে। পাহাড়ি মেয়ের স্কুল জীবন কেটেছে অসমে। সেখান থেকে ব্যাঙ্গালুরু।

2 / 6
ব্যাঙ্গালুরুর বিশপ কটন গার্লস স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করে তিনি পরতে যান এইচআর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনোমিক্সে। বাবা চাইতেন মেয়ে তাঁর পেশা অনুসরণ করুক। মেয়ের ইচ্ছে ছিল অভিনয়। সেই মতোই বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন পত্রলেখা।

ব্যাঙ্গালুরুর বিশপ কটন গার্লস স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভ করে তিনি পরতে যান এইচআর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনোমিক্সে। বাবা চাইতেন মেয়ে তাঁর পেশা অনুসরণ করুক। মেয়ের ইচ্ছে ছিল অভিনয়। সেই মতোই বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করতে শুরু করেন পত্রলেখা।

3 / 6
এরকম এক বিজ্ঞাপনেই তাঁকে প্রথম দেখতে পান রাজকুমার, তখন রাজকুমার রাজকুমার হননি। অন্যদিকে পত্রলেখা রাজকুমারকে প্রথম দেখেছেন এলএসডি ছবিতে। রাজকুমার প্রথম দেখাতেই পত্রলেখার প্রেমে পড়লেও পত্রলেখার ক্ষেত্রে তা হয়নি

এরকম এক বিজ্ঞাপনেই তাঁকে প্রথম দেখতে পান রাজকুমার, তখন রাজকুমার রাজকুমার হননি। অন্যদিকে পত্রলেখা রাজকুমারকে প্রথম দেখেছেন এলএসডি ছবিতে। রাজকুমার প্রথম দেখাতেই পত্রলেখার প্রেমে পড়লেও পত্রলেখার ক্ষেত্রে তা হয়নি

4 / 6
কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি হল সিটিলাইটস। ওই ছবিতে বিপরীতে ছিলেন রাজকুমারই। অফস্ক্রিন জুটিকে অনস্ক্রিনেও সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন নেটিজেন।

কেরিয়ারে উল্লেখযোগ্য ছবি হল সিটিলাইটস। ওই ছবিতে বিপরীতে ছিলেন রাজকুমারই। অফস্ক্রিন জুটিকে অনস্ক্রিনেও সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন নেটিজেন।

5 / 6
পোষ্য খুবই প্রিয় পত্রলেখার। তাঁর শিলংয়ের বাড়িতে প্রায় আটটি পোষ্য রয়েছে। ছবি দেখতে খুব ভালবাসেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যেও তিনি বেশ পারদর্শী।

পোষ্য খুবই প্রিয় পত্রলেখার। তাঁর শিলংয়ের বাড়িতে প্রায় আটটি পোষ্য রয়েছে। ছবি দেখতে খুব ভালবাসেন তিনি। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যেও তিনি বেশ পারদর্শী।

6 / 6
Follow Us: