By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.
সুপারস্টার সলমন খান অভিনয় জগতে ঝড় তুললেও তিনি চেয়েছিলেন এক সময় লেখক হতে।
ম্যায়নে পেয়ার কিয়া নয়, প্রথম সলমন খান ক্যামেরার সামনে এসেছিলেন বিবি হো তো অ্যায়সি ছবির মধ্যে দিয়ে, ১৯৮৮ সালে।
সাবান সলমন খানের খুব পছন্দের বিষয়, আর তাই তাঁর বাথরুমে ভর্তি থাকে বিভিন্ন সাবান, সংগ্রহণ করা এক কথায় তাঁর নেশা।
সলমন খান সিনেমার চিত্রনাট্য লিখেছেন। দুটি ছবি বল বীর ও চন্দ্রমুখী।
সলমন খান দারুণ সাঁতার কাটতে পারেন, অভিনয়ে না এলে তিনি এটিকেই কেরিয়ার তৈরি করতে পারতেন।
সলমন খান চাইনিজ ভিষণ পছন্দ করেন, অবসরে তিনি মাঝে মধ্যেই চাইনিজ খেয়ে থাকেন।
১৯৯১ সালে সলমন ছিলেন ভিষণ রকমের রোগা, কিন্তু তিনি নিজেই শিকার করেন দিনে ৩৫ টি রুটি তিনি খেতেন তখন।