AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ditipriya Roy Secret: ‘চোর থেকে ভগবান হয়ে গেলাম?’ দিতিপ্রিয়ার কেরিয়ারের অজানা কাহিনি

Tollywood Gossip: সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, রানিমা চরিত্র থেকে এখন দর্শকেরা অনেকটাই তাঁকে আলাদা করতে পারছেন। দিতিপ্রিয়া নামেই চিনছেন। সেটাই অনেক।

| Edited By: | Updated on: Apr 04, 2023 | 1:40 PM
Share
অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে তাঁর গাঁটছড়া। যদিও পরিবারের কেউ সেভাবে চায়নি তিনি অভিনয় জগতে আসুক। বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরিচিতি ছিল অনেক।

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট থেকেই অভিনয় জগতের সঙ্গে তাঁর গাঁটছড়া। যদিও পরিবারের কেউ সেভাবে চায়নি তিনি অভিনয় জগতে আসুক। বাবা অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রেই পরিচিতি ছিল অনেক।

1 / 8
ছোট থেকেই তাঁর অনেকের নজরে পড়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেকেই চাইতেন তাঁকে নিয়ে ছবি করতে। তবে খুব একটা সুযোগ মিলত না বাবার শাসনের জন্যই।

ছোট থেকেই তাঁর অনেকের নজরে পড়েছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অনেকেই চাইতেন তাঁকে নিয়ে ছবি করতে। তবে খুব একটা সুযোগ মিলত না বাবার শাসনের জন্যই।

2 / 8
এরপর শুরু হয় ধীরে ধীরে কাজ করা। ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন দিতিপ্রিয়া। জনপ্রিয় মা ধারাবাহিকে তিনি চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপরই এক উল্টো পাঠ আসে তাঁর হাতে।

এরপর শুরু হয় ধীরে ধীরে কাজ করা। ছোট ছোট চরিত্রে অভিনয় করতে শুরু করেন দিতিপ্রিয়া। জনপ্রিয় মা ধারাবাহিকে তিনি চোরের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপরই এক উল্টো পাঠ আসে তাঁর হাতে।

3 / 8
সোজা দূর্গা ধারাবাহিকে ভগবান। এরপর ছোট বড় বেশ কয়েকটি কাজ, আর তারপরই কেরিয়ারে আসে রানি রাসমণির চরিত্র। যা তাঁর জীবনে এক মাইলেজ হয়ে রয়েগিয়েছে।

সোজা দূর্গা ধারাবাহিকে ভগবান। এরপর ছোট বড় বেশ কয়েকটি কাজ, আর তারপরই কেরিয়ারে আসে রানি রাসমণির চরিত্র। যা তাঁর জীবনে এক মাইলেজ হয়ে রয়েগিয়েছে।

4 / 8
প্রাণ ঢেলে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তিনি। তারপর থেকেই যেন দিতিপ্রিয়া নামের বদলে রানিমা-ই তাঁর পরিচয় হয়ে যায়। যদিও দিতিপ্রিয়ার জন্য তা পরম পাওয়া।

প্রাণ ঢেলে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেন তিনি। তারপর থেকেই যেন দিতিপ্রিয়া নামের বদলে রানিমা-ই তাঁর পরিচয় হয়ে যায়। যদিও দিতিপ্রিয়ার জন্য তা পরম পাওয়া।

5 / 8
বর্তমানে একের পর এক বড় প্রজেক্ট তাঁর হাতে। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি, চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। লেখা পড়ার সঙ্গে পাল্লা দিয়ে করেছেন অভিনয়।

বর্তমানে একের পর এক বড় প্রজেক্ট তাঁর হাতে। বড় পর্দা থেকে শুরু করে ওটিটি, চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। লেখা পড়ার সঙ্গে পাল্লা দিয়ে করেছেন অভিনয়।

6 / 8
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, রানিমা চরিত্র থেকে এখন দর্শকেরা অনেকটাই তাঁকে আলাদা করতে পারছেন। দিতিপ্রিয়া নামেই চিনছেন। সেটাই অনেক।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানান, রানিমা চরিত্র থেকে এখন দর্শকেরা অনেকটাই তাঁকে আলাদা করতে পারছেন। দিতিপ্রিয়া নামেই চিনছেন। সেটাই অনেক।

7 / 8
দিতিপ্রিয়া বর্তমানে একের পর এক ভাল ছবি করে সকলের নজর কাড়ছেন। তবে একটা বিষয় তিনি সকলের সঙ্গে সহমত, রানীমার চরিত্র তাঁর জীবনে এক মাইলফলক।

দিতিপ্রিয়া বর্তমানে একের পর এক ভাল ছবি করে সকলের নজর কাড়ছেন। তবে একটা বিষয় তিনি সকলের সঙ্গে সহমত, রানীমার চরিত্র তাঁর জীবনে এক মাইলফলক।

8 / 8