Urfi javed: পোশাক কেনার টাকা পাঠাবে বলে সবাই, কিন্তু আজও একটা টাকাও পেলাম না: উরফি

Trolling: পোশাক নিয়ে একাধিকবার বিতর্কের মুখোমুখি পড়তে হয়েছে উরফিকে। মিলেছে এক এক রকমের কমেন্টও। এবার সেই কমেন্ট বক্সে আসা মন্তব্য নিয়ে মুখ খুললেন উরফি।

| Edited By: | Updated on: Oct 28, 2022 | 12:45 PM
ট্রোলারদের এবার কড়া জবাব দিলেন উরফি জাভেদ। পোশাক নিয়ে একাধিকবার বিতর্কের মুখোমুখি পড়তে হয়েছে উরফিকে। মিলেছে এক এক রকমের কমেন্টও। এবার সেই কমেন্ট বক্সে আসা মন্তব্য নিয়ে মুখ খুললেন উরফি।

ট্রোলারদের এবার কড়া জবাব দিলেন উরফি জাভেদ। পোশাক নিয়ে একাধিকবার বিতর্কের মুখোমুখি পড়তে হয়েছে উরফিকে। মিলেছে এক এক রকমের কমেন্টও। এবার সেই কমেন্ট বক্সে আসা মন্তব্য নিয়ে মুখ খুললেন উরফি।

1 / 5
এক ব্যক্তি প্রশ্ন করেন তিনি ব্লেড কততে বিক্রি করছেন! উরফির কথায়, তিনি যা পরবেন তাই তিনি বিক্রি করছেন এমন ধারনা কোথা থেকে জন্ম নিল। উরফি স্পষ্ট প্রশ্ন করে আপনি যদি অন্তরবাস পরে রাস্তায় বেরন, তবে কী আপনি অন্তর্বাস বিক্রি করেন!

এক ব্যক্তি প্রশ্ন করেন তিনি ব্লেড কততে বিক্রি করছেন! উরফির কথায়, তিনি যা পরবেন তাই তিনি বিক্রি করছেন এমন ধারনা কোথা থেকে জন্ম নিল। উরফি স্পষ্ট প্রশ্ন করে আপনি যদি অন্তরবাস পরে রাস্তায় বেরন, তবে কী আপনি অন্তর্বাস বিক্রি করেন!

2 / 5
উরফির এখানেই থামেননি, তাঁকে তাঁর খোলামেলা পোশাক নিয়েও প্রশ্ন করা হয়। অনেকেই কমেন্ট বক্সে এসে উরফিকে বলে যান যে তাঁকে পোশাক কেনার টাকা দেওয়া হবে। উরফি তাতেই রাজি।

উরফির এখানেই থামেননি, তাঁকে তাঁর খোলামেলা পোশাক নিয়েও প্রশ্ন করা হয়। অনেকেই কমেন্ট বক্সে এসে উরফিকে বলে যান যে তাঁকে পোশাক কেনার টাকা দেওয়া হবে। উরফি তাতেই রাজি।

3 / 5
উরফি জাপাল্টা মন্তব্য করতে শোনা যায়, যে তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতেও পিছপা হবেন না। দিয়েছেনও অনেককে। যাঁরা যাঁরা পোশাক কিনে দেওয়ার কথা বলেছেন। ভেদ।

উরফি জাপাল্টা মন্তব্য করতে শোনা যায়, যে তিনি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতেও পিছপা হবেন না। দিয়েছেনও অনেককে। যাঁরা যাঁরা পোশাক কিনে দেওয়ার কথা বলেছেন। ভেদ।

4 / 5
তবে উরফির কথায় কেউ কখনও একটা টাকাও তাঁকে দেয়নি। উরফি প্রথম থেকেই বেশ প্রতিবাদী। নিজের মন্তব্য সাফ সকলের সামনে তুলে ধরতে তিনি পিছপা হন না কোনওদিন।

তবে উরফির কথায় কেউ কখনও একটা টাকাও তাঁকে দেয়নি। উরফি প্রথম থেকেই বেশ প্রতিবাদী। নিজের মন্তব্য সাফ সকলের সামনে তুলে ধরতে তিনি পিছপা হন না কোনওদিন।

5 / 5
Follow Us: