AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Camphor in Aarti: রোজ পুজোয় আরতি করেন? ঈশ্বরকে তুষ্ট ও সমৃদ্ধি লাভ করতে ব্যবহার করুন এক টুকরো কর্পূর

Benefits of Camphor: কাপুরের আরতি সাধারণত গণপতি ও দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য ব্যবহার করা হয় বলে মনে করা হয়। আরতির সময় নিয়মিত কর্পূর ব্যবহার করলে ঘরের সব ধরনের সমস্যা দূর হয়।

| Edited By: | Updated on: Jun 11, 2023 | 3:59 PM
Share
বিশেষ করে ভগবানের পুজোর সময় স্নান করা, জলাভিষেক করা, ফুল নিবেদন করা. শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করার মতো রীতিগুলি এখনও বিদ্যমান। কথিত আছে, পুজোর সময় আরতি ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। ধর্মীয় শাস্ত্রে আরতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভক্তদের সকল ইচ্ছে পূরণ করতে

বিশেষ করে ভগবানের পুজোর সময় স্নান করা, জলাভিষেক করা, ফুল নিবেদন করা. শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজো করার মতো রীতিগুলি এখনও বিদ্যমান। কথিত আছে, পুজোর সময় আরতি ছাড়া সবকিছুই অসম্পূর্ণ। ধর্মীয় শাস্ত্রে আরতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভক্তদের সকল ইচ্ছে পূরণ করতে

1 / 9
হিন্দু ধর্মে বিশেষভাবে পূজা করা হয়। এতে প্রধানত অনেক ধরনের উপকরণ ব্যবহার করা হয়। তার মধ্যে কর্পূর অন্যতম। কর্পূরকে পূজার প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ব্যবহার পরিবেশকে বিশুদ্ধ করে।

হিন্দু ধর্মে বিশেষভাবে পূজা করা হয়। এতে প্রধানত অনেক ধরনের উপকরণ ব্যবহার করা হয়। তার মধ্যে কর্পূর অন্যতম। কর্পূরকে পূজার প্রধান অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ব্যবহার পরিবেশকে বিশুদ্ধ করে।

2 / 9
কাপুরের আরতি সাধারণত গণপতি ও দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য ব্যবহার করা হয় বলে মনে করা হয়। আরতির সময় নিয়মিত কর্পূর ব্যবহার করলে ঘরের সব ধরনের সমস্যা দূর হয়।

কাপুরের আরতি সাধারণত গণপতি ও দেবী দুর্গাকে তুষ্ট করার জন্য ব্যবহার করা হয় বলে মনে করা হয়। আরতির সময় নিয়মিত কর্পূর ব্যবহার করলে ঘরের সব ধরনের সমস্যা দূর হয়।

3 / 9
কর্পূরকে বাড়িতে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই কর্পূর নিয়মিত আরতির সময় ব্যবহার করা শুভ।

কর্পূরকে বাড়িতে সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়, তাই কর্পূর নিয়মিত আরতির সময় ব্যবহার করা শুভ।

4 / 9
হিন্দু পুরাণ অনুসারে, আরতির সময় কর্পূর ব্যবহার করলে ভগবানের জন্য একটি ঐশ্বরিক আচার হিসাবে বিবেচিত হয়। বেদশাস্ত্র মতে কর্পূরের গন্ধ ভগবানকে তুষ্ট করে। কাপুরের আরতি ঘরকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয়।

হিন্দু পুরাণ অনুসারে, আরতির সময় কর্পূর ব্যবহার করলে ভগবানের জন্য একটি ঐশ্বরিক আচার হিসাবে বিবেচিত হয়। বেদশাস্ত্র মতে কর্পূরের গন্ধ ভগবানকে তুষ্ট করে। কাপুরের আরতি ঘরকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয়।

5 / 9
শুধু তাই নয়, শরীরকে অপবিত্র মনোভাব থেকে মুক্ত করে পরিশুদ্ধ করতেও সাহায্য করে। এর সুগন্ধ গোটা ঘরের নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেয়। এছাড়াও কর্পূর পোড়ানো বাস্তু দোষের পাশাপাশি পিতৃদোষ থেকেও মুক্তি দেওয়া হয়।

শুধু তাই নয়, শরীরকে অপবিত্র মনোভাব থেকে মুক্ত করে পরিশুদ্ধ করতেও সাহায্য করে। এর সুগন্ধ গোটা ঘরের নেতিবাচক শক্তিকে নষ্ট করে দেয়। এছাড়াও কর্পূর পোড়ানো বাস্তু দোষের পাশাপাশি পিতৃদোষ থেকেও মুক্তি দেওয়া হয়।

6 / 9
পুজোর সময় কর্পূর জ্বালিয়ে আরতি করলে ঈশ্বর দ্রুত ভক্তের আকুতিও  গ্রহণ করেন। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। এ কারণেই মূলত পুজোর সময় ভক্তের বাড়িতে কর্পূর ব্যবহার করা হয়।

পুজোর সময় কর্পূর জ্বালিয়ে আরতি করলে ঈশ্বর দ্রুত ভক্তের আকুতিও গ্রহণ করেন। ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। এ কারণেই মূলত পুজোর সময় ভক্তের বাড়িতে কর্পূর ব্যবহার করা হয়।

7 / 9
বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কর্পূরের অনেক উপকারিতা রয়েছে। কর্পূরের মধ্যে এমন পদার্থ রয়েছে যা পোড়ানোর পরে আমাদের চারপাশের পরিবেশকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করার ক্ষমতা রাখে।

বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও কর্পূরের অনেক উপকারিতা রয়েছে। কর্পূরের মধ্যে এমন পদার্থ রয়েছে যা পোড়ানোর পরে আমাদের চারপাশের পরিবেশকে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করার ক্ষমতা রাখে।

8 / 9
ঘরে পোড়ানো হলে ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যার কারণে পরিবেশ পরিষ্কার থাকে। সাধারণত বাড়ির পুজোয় বা শুভ কাজে ভীমসেনি কর্পূর পোড়ানো হয়, তাতে অনেক অনেক উপকার পাওয়া যায়। হিন্দু ধর্মে তাই কর্পূরকে এত গুরুত্ব দেওয়া হয়।

ঘরে পোড়ানো হলে ব্যাকটেরিয়া পুরোপুরি ধ্বংস হয়ে যায়। যার কারণে পরিবেশ পরিষ্কার থাকে। সাধারণত বাড়ির পুজোয় বা শুভ কাজে ভীমসেনি কর্পূর পোড়ানো হয়, তাতে অনেক অনেক উপকার পাওয়া যায়। হিন্দু ধর্মে তাই কর্পূরকে এত গুরুত্ব দেওয়া হয়।

9 / 9