AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vastu Shastra: স্নান শেষেই করেন এই ৫ কাজ? এখনই সাবধান হন, নইলে জীবনে বিপদ ঘনিয়ে আসতে পারে!

যে কোনও ব্যক্তির জীবনে কেমন করে সুখ আসে, বা কীভাবে একটা জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আনা যায়, বাস্তুশাস্ত্রে তার উল্লেখ রয়েছে। বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনে নানা বড় বিপদ যেমন এড়ানো যায়, তেমনই সেগুলো উপেক্ষা করলে সমস্যা বেড়ে যায়। বাস্তুশাস্ত্র বলছে, স্নানের পর বেশ কয়েকটি কাজ করলে আর্থিক ক্ষতি হয়। জেনে নিন সেগুলি।

| Updated on: May 25, 2025 | 12:05 PM
যে কোনও ব্যক্তির জীবনে কেমন করে সুখ আসে, বা কীভাবে একটা জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আনা যায়, বাস্তুশাস্ত্রে তার উল্লেখ রয়েছে। বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনে নানা বড় বিপদ যেমন এড়ানো যায়, তেমনই সেগুলো উপেক্ষা করলে সমস্যা বেড়ে যায়। (Pic Credit - Freepik)

যে কোনও ব্যক্তির জীবনে কেমন করে সুখ আসে, বা কীভাবে একটা জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আনা যায়, বাস্তুশাস্ত্রে তার উল্লেখ রয়েছে। বেশ কিছু নিয়ম মেনে চললে জীবনে নানা বড় বিপদ যেমন এড়ানো যায়, তেমনই সেগুলো উপেক্ষা করলে সমস্যা বেড়ে যায়। (Pic Credit - Freepik)

1 / 8
স্নান করার পর বেশ কিছু কাজ করলে বিপুল আর্থিক ক্ষতি হয়। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে, স্নানের পর ৫টি কাজ কখনও করা উচিত নয়। সেগুলো করলে বাড়িতে দরিদ্রতার ছায়া পড়ে। (Pic Credit - Freepik)

স্নান করার পর বেশ কিছু কাজ করলে বিপুল আর্থিক ক্ষতি হয়। বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে, স্নানের পর ৫টি কাজ কখনও করা উচিত নয়। সেগুলো করলে বাড়িতে দরিদ্রতার ছায়া পড়ে। (Pic Credit - Freepik)

2 / 8
বাস্তুশাস্ত্র মতে, কোনও ব্যক্তি স্নানের পর বালতিতে যদি নোংরা জল রাখেন, তা হলে তার বাড়িতে দরিদ্রতা বেড়ে যায়। ফলে এই কাজ একেবারেই করা উচিত নয়। (Pic Credit - Freepik)

বাস্তুশাস্ত্র মতে, কোনও ব্যক্তি স্নানের পর বালতিতে যদি নোংরা জল রাখেন, তা হলে তার বাড়িতে দরিদ্রতা বেড়ে যায়। ফলে এই কাজ একেবারেই করা উচিত নয়। (Pic Credit - Freepik)

3 / 8
 স্নান করার পর যদি কোনও ব্যক্তি ভেজা এবং নোংরা কাপড় বাথরুমে ছেড়ে আসেন, তা হলে সেই পরিবারে অশান্তি হয়। একইসঙ্গে অর্থকষ্টও হয়। এই কাজ করা হয় যে বাড়িতেস সেখানে ছড়িয়ে যায় নেতিবাচক শক্তি। যা সুখ ও শান্তিকে গ্রাস করে। জীবনে নানা বাধা সৃষ্টি করে। (Pic Credit - Freepik)

স্নান করার পর যদি কোনও ব্যক্তি ভেজা এবং নোংরা কাপড় বাথরুমে ছেড়ে আসেন, তা হলে সেই পরিবারে অশান্তি হয়। একইসঙ্গে অর্থকষ্টও হয়। এই কাজ করা হয় যে বাড়িতেস সেখানে ছড়িয়ে যায় নেতিবাচক শক্তি। যা সুখ ও শান্তিকে গ্রাস করে। জীবনে নানা বাধা সৃষ্টি করে। (Pic Credit - Freepik)

4 / 8
স্নান করার পরই অনেক বিবাহিত মহিলা সিঁদুর পরেন। বাস্তুশাস্ত্র বলছে, বিবাহিত মহিলাদের স্নানের পরই সঙ্গে সঙ্গে চুলে সিঁদুর লাগানো ঠিক নয়। এতে মানসিক শান্তি বিঘ্নিত হয়। বহু খারাপ চিন্তা আসে। (Pic Credit - Getty Images)

স্নান করার পরই অনেক বিবাহিত মহিলা সিঁদুর পরেন। বাস্তুশাস্ত্র বলছে, বিবাহিত মহিলাদের স্নানের পরই সঙ্গে সঙ্গে চুলে সিঁদুর লাগানো ঠিক নয়। এতে মানসিক শান্তি বিঘ্নিত হয়। বহু খারাপ চিন্তা আসে। (Pic Credit - Getty Images)

5 / 8
একবার স্নান করে নিলে, তারপর আর কোনও কাপড় ধোওয়া ঠিক নয়। এই কাজ যদি করা হয়, যিনি করেন, সেই ব্যক্তি গরীব হয়ে যেতে পারেন। যার ফলে স্নান সম্পূর্ণ হওয়ার আগেই যে কোনও কাপড় পরিষ্কার করে নেওয়া উচিত। (Pic Credit - Freepik)

একবার স্নান করে নিলে, তারপর আর কোনও কাপড় ধোওয়া ঠিক নয়। এই কাজ যদি করা হয়, যিনি করেন, সেই ব্যক্তি গরীব হয়ে যেতে পারেন। যার ফলে স্নান সম্পূর্ণ হওয়ার আগেই যে কোনও কাপড় পরিষ্কার করে নেওয়া উচিত। (Pic Credit - Freepik)

6 / 8
বাস্তুশাস্ত্রে এও উল্লেখ রয়েছে যে, স্নান করার পর ধাঁরালো কোনওরকম কিছু বা সেই রকম কোনও যন্ত্র একেবারেই ব্যবহার করা উচিত নয়। (Pic Credit - Freepik)

বাস্তুশাস্ত্রে এও উল্লেখ রয়েছে যে, স্নান করার পর ধাঁরালো কোনওরকম কিছু বা সেই রকম কোনও যন্ত্র একেবারেই ব্যবহার করা উচিত নয়। (Pic Credit - Freepik)

7 / 8
বিশেষ দ্রষ্টব্য- এখানে যে বিষয়ে উল্লেখ রয়েছে, তা শুধুমাত্র বিশ্বাস এবং বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এই বিষয়ে TV9 Bangla-র কোনও রকম দায় নেই। (Pic Credit - PTI)

বিশেষ দ্রষ্টব্য- এখানে যে বিষয়ে উল্লেখ রয়েছে, তা শুধুমাত্র বিশ্বাস এবং বাস্তুশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এই বিষয়ে TV9 Bangla-র কোনও রকম দায় নেই। (Pic Credit - PTI)

8 / 8
Follow Us: