Vastu Tips: আর্থিক অনটন নিয়ে চিন্তিত? রান্নাঘরের দিকে নজর দিন…

বাস্তু অনুযায়ী ঘর তৈরির পরও যদি সমস্যার সম্মুখীন হতে থাকেন, তা হলে রান্নাঘরের বাস্তুর দিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়ে। রান্নাঘরের বাস্তুদোষের কারণে অর্থহানি, ব্যবসায়ে ক্ষতি, সম্পর্কে তিক্ততা আসতে পারে।

| Edited By: | Updated on: Apr 30, 2022 | 7:36 PM
বাস্তু অনুযায়ী ঘর তৈরির পরও যদি সমস্যার সম্মুখীন হতে থাকেন, তা হলে রান্নাঘরের বাস্তুর দিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়ে। রান্নাঘর তৈরির সময় শুধু এর দিকই নয়, আরও অন্যান্য বিষয় লক্ষ্য করা জরুরি। রান্নাঘরের বাস্তুদোষের কারণে অর্থহানি, ব্যবসায়ে ক্ষতি, সম্পর্কে তিক্ততা আসতে পারে।

বাস্তু অনুযায়ী ঘর তৈরির পরও যদি সমস্যার সম্মুখীন হতে থাকেন, তা হলে রান্নাঘরের বাস্তুর দিকে নজর দেওয়া জরুরি হয়ে পড়ে। রান্নাঘর তৈরির সময় শুধু এর দিকই নয়, আরও অন্যান্য বিষয় লক্ষ্য করা জরুরি। রান্নাঘরের বাস্তুদোষের কারণে অর্থহানি, ব্যবসায়ে ক্ষতি, সম্পর্কে তিক্ততা আসতে পারে।

1 / 6
রান্নাঘর সব সময় পূর্ব দিকে হওয়া উচিত। ভুল করেও কখন উত্তর-পূর্ব দিকে রান্নাঘর বানাবেন না। এর ফলে মানসিক চাপ বাড়তে পারে। এর পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যয়ও বহুগুণ বেড়ে যায়। এতে অর্থ অপচয় বেশি হয়।

রান্নাঘর সব সময় পূর্ব দিকে হওয়া উচিত। ভুল করেও কখন উত্তর-পূর্ব দিকে রান্নাঘর বানাবেন না। এর ফলে মানসিক চাপ বাড়তে পারে। এর পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যয়ও বহুগুণ বেড়ে যায়। এতে অর্থ অপচয় বেশি হয়।

2 / 6
রান্না গ্যাস সব সময় দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন। চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে রান্না করার। যেহেতু অগ্নি আমাদের জীবনকে প্রভাবিত করে, তাই এই বাস্তু টিপস মেনে চলা অত্যন্ত জরুরি।

রান্না গ্যাস সব সময় দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন। চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে রান্না করার। যেহেতু অগ্নি আমাদের জীবনকে প্রভাবিত করে, তাই এই বাস্তু টিপস মেনে চলা অত্যন্ত জরুরি।

3 / 6
রান্নাঘরে অগ্নিদেবের বাস। তাই রান্নাঘরে হালকা রং না করাই ভাল। এছাড়াও রান্নাঘরে তেলচিটে বেশি পড়ে। সেক্ষেত্রে রং গাঢ় হলে সেই সমস্যা কম হয়। হলুদ কিংবা লাল রং করতে পারেন। চোখের জন্যও বেশ ভাল এই রং।

রান্নাঘরে অগ্নিদেবের বাস। তাই রান্নাঘরে হালকা রং না করাই ভাল। এছাড়াও রান্নাঘরে তেলচিটে বেশি পড়ে। সেক্ষেত্রে রং গাঢ় হলে সেই সমস্যা কম হয়। হলুদ কিংবা লাল রং করতে পারেন। চোখের জন্যও বেশ ভাল এই রং।

4 / 6
পানীয় জল, বেসিন ঈশান কোণে থাকা ভাল। মেঝে যেন উত্তর-পূর্ব দিকে ঢালু হয় সেই দিকে খেয়াল রাখুন। ফ্রিজ রান্নাঘরের পশ্চিমের দেওয়ালে রাখবেন। মিক্সার, টোস্টার, ওভেন রাখুন রান্নাঘরের দক্ষিণ দিকে। এতে ঘরে ইতিবাচক শক্তি আসবে।

পানীয় জল, বেসিন ঈশান কোণে থাকা ভাল। মেঝে যেন উত্তর-পূর্ব দিকে ঢালু হয় সেই দিকে খেয়াল রাখুন। ফ্রিজ রান্নাঘরের পশ্চিমের দেওয়ালে রাখবেন। মিক্সার, টোস্টার, ওভেন রাখুন রান্নাঘরের দক্ষিণ দিকে। এতে ঘরে ইতিবাচক শক্তি আসবে।

5 / 6
রান্নার কাজে ব্যবহৃত জিনিস রাখার জন্য তাক, ক্যাবিনেট, শোকেস দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন। অন্ন, শস্য, ডাল রাখবেন উত্তর-পশ্চিম কোণে। এতে ভাল প্রভাব পড়বে আপনার জীবনে। রান্নাঘরের জানালা সব সময় বড় করবেন।

রান্নার কাজে ব্যবহৃত জিনিস রাখার জন্য তাক, ক্যাবিনেট, শোকেস দক্ষিণ বা পশ্চিম দিকে রাখুন। অন্ন, শস্য, ডাল রাখবেন উত্তর-পশ্চিম কোণে। এতে ভাল প্রভাব পড়বে আপনার জীবনে। রান্নাঘরের জানালা সব সময় বড় করবেন।

6 / 6
Follow Us: